ভারত থেকে আসা
ভারত থেকে আসা খুলনায় ৪৪৫ জন কোয়ারেন্টাইনে
ভারত থেকে বেনাপোল হয়ে আসা ব্যক্তিদের খুলনার ১১টি কোয়ারেন্টাইন সেন্টারে আইসোলেশনে রাখা হয়েছে।
শুক্রবার রাত পর্যন্ত খুলনায় ভারত ফেরত ৪৪৫ জনের কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে প্রশাসন।
তাদের দেখাশুনা ও চিকিৎসা সেবায় কাজ করছে সিভিল সার্জনের তিনটি মেডিকেল টিম।
আরও পড়ুন: যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসকসহ ২২ স্বাস্থ্যকর্মী কোয়ারেন্টাইনে
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুফ আলী জানান, গত ১ মে থেকে ভারত থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে। এ পর্যন্ত ৪৪৫ জনকে ১১টি প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি জানান, খুলনার বিভিন্ন হোটেল, সরকারি-বেসরকারি ১১ প্রতিষ্ঠানকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে খোলা হয়েছে। সেখানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। প্রতিটি সেন্টারের জন্য ম্যাজিস্ট্রেটও নিযুক্ত করা হয়েছে। কোয়ারেন্টাইনে সবাইকে নিজ খরচে খাবার গ্রহণ করতে হচ্ছে। সেন্টার থেকেই তাদের খাবারের জোগান দেয়া হচ্ছে।
আরও পড়ুন: চান্দিনায় ইউএনও হোম কোয়ারেন্টাইনে
খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, ভারত ফেরত ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কাজ করছে জেলা প্রশাসন। চিকিৎসা সেবায় আমাদের তিনটি টিম কাজ করছে। তারা প্রতিদিন প্রতিটি সেন্টারে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করবে।
৩ বছর আগে
শ্বশুরবাড়ি থেকে কোয়ারেন্টাইনে মানিকগঞ্জের যুবক
মানিকগঞ্জের সাটুরিয়ায় ভারত থেকে আসা এক যুবককে শ্বশুরবাড়ি থেকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
৪ বছর আগে