নারীর মৃত্যু
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইয়ের রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ মার্চ) দুপুর ২টায় ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী এক্সপ্রেস উপজেলার ধুমঘাট রেলক্রসিং আজমনগর এলাকায় অতিক্রমকালে এ ঘটনা ঘটে।
নিহত নাজমা (৪০) হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ আজমনগর ১ নম্বর ওয়ার্ডের নুরুল হকের মেয়ে।
আরও পড়ুন: ফেনীতে ট্রেনে কাটা পড়ে রিকশাচালকের মৃত্যু
নিহতের পরিচয় নিশ্চিত করেছেন নিহতের ভগ্নিপতি মো. মানিক।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ ধারণা করছে যে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। দুপুরে তিনি রেললাইন ধরে হাঁটছিলেন। মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাড়িঁর উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে নারীটির মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে নৈশপ্রহরীর মৃত্যু
হিলিতে ট্রেনে কাটা পড়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ঢাকা-ঈশ্বরদী রেলপথের আলোকদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জমিলা বেগম (৫০) ওই গ্রামের সামছুল হক তালুকদারের স্ত্রী।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশীদ মৃধা এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে কামারখন্দ উপজেলার আলোকদিয়া এলাকায় জমিলা রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পরিবারের সদস্যরা তার লাশ নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে চবি’র সাবেক শিক্ষকের মৃত্যু
যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু
যশোরের শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার নাভারণ বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন।
নিহত জান্নাতুল ফেরদৌস (২৪) মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মশিয়ার গাজীর মেয়ে। তিনি শার্শা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন ও আহত নূর ইসলাম ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামের মৃত ওজিউল্ল্যাহর ছেলে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় আলমসাধু থেকে পড়ে নারীর মৃত্যু
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিজবাড়ি থেকে প্রতিদিনের ন্যায় সকালে মোটরসাইকেলে সহকর্মী নূর ইসলামের সঙ্গে শার্শার উদ্দেশে রওনা হয়ে নাভারণ বাজারে পৌঁছালে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে জান্নাতুল ফেরদৌস সড়কের ওপরে পড়ে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তার মাথার ওপর দিয়ে চলে গেলে ওখানেই তার মৃত্যু হয়।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পারিবারের স্বজনদের অনুরোধে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ঢাবি এলাকায় ধাক্কা দিয়ে প্রাইভেটকার টেনে নিয়ে গেল নীলক্ষেতে, হাসপাতালে নারীর মৃত্যু
সীতাকুণ্ডে ওএমএস’র চাল কিনতে গিয়ে ভিড়ের চাপে নারীর মৃত্যু
চুয়াডাঙ্গায় আলমসাধু থেকে পড়ে নারীর মৃত্যু
চুয়াডাঙ্গায় দাওয়াত খেয়ে ফেরার পথে ইঞ্জিনচালিত আলমসাধু থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হামিদা খাতুন (৩০) চুয়াডাঙ্গা সদর উপজেলার নয় মাইল সিন্দুরিয়া গ্রামের আলমসাধু চালক জহিরুল ইসলামের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হামিদা খাতুন নিজ মেয়ে ও ননদসহ পরিবারের কয়েকজন সদস্য জহিরুলের আলমসাধুতে করে দাওয়াত খেতে যান। দাওয়াত খেয়ে সন্ধ্যায় একই আলমসাধুতে করে ফেরার পথে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর মাঠের একটি বাকে পৌঁছালে আলমসাধু থেকে রাস্তার ওপর পড়ে যায় হামিদা বেগম। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ১০টার দিকে হামিদার মৃত্যু হয়।
আরও পড়ুন: গ্যাস সংকটের কারণে না’গঞ্জে এক বছরে ২৭ জন দগ্ধ ও ৫ জনের মৃত্যু
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, ‘হাসপাতালের নারী সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে হামিদার মৃত্যু হয়েছে।’
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, ‘আলমসাধু থেকে পড়ে হামিদা নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
তিনি বলেন, ‘অভিযোগ না থাকায় ও পরিবারের সদস্যদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন: বিয়ানীবাজারে খাদে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে দাদা-নাতির মৃত্যু
ঢাবি এলাকায় ধাক্কা দিয়ে প্রাইভেটকার টেনে নিয়ে গেল নীলক্ষেতে, হাসপাতালে নারীর মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় প্রাইভেটকার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে এক নারীকে টেনে নিয়ে গেলো নীলক্ষেত মোড় পর্যন্ত। গুরুতর আহত অবস্থায় ওই নারীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।
নিহতের নাম রুবিনা আক্তার (৪৫)। তিনি একজন গৃহিণী ছিলেন। দুই বছর আগে নিহতের স্বামী মারা গেছেন। তাদের একটি ছেলে রয়েছে।
শুক্রবার বিকাল ৩টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে একটি প্রাইভেটকার মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
রুবিনা বাইক থেকে পড়ে যান এবং গাড়ির নিচে পিছলে টায়ারের সঙ্গে জড়িয়ে পড়েন। প্রাইভেটকার তাকে নীলক্ষেত মোড় পর্যন্ত টেনে নিয়ে যায়।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত
কী ঘটছে তা লক্ষ্য করে সাধারণ মানুষ গাড়িটিকে গতিরোধ করেন। নারীকে গুরুতর অবস্থায় গাড়ির নিচ থেকে বের করে আনা হয়েছিল। অন্যদিকে উত্তেজিত জনতা চালককে মারধর করে এবং তার গাড়ি ভাঙচুর করে।
পরে পুলিশ এসে গুরুতর আহত নারী ও চালক দু’জনকেই ঢামেক হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া।
নিহত রুবিনা আক্তারের দেবর নুরুল আমিন ইউএনবিকে জানান, তিনি তার ভাবীর সঙ্গে মোটরসাইকেলে তেজগাঁও থেকে হাজারীবাগে বোনের বাসায় যাচ্ছিলেন।
তিনি বলেন, আমরা শাহবাগ জাদুঘরের সামনে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেটকার আমাদেরকে ধাক্কা দিয়ে শাহাবাগ থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত টেনে নিয়ে যায়।
তিনি আরও বলেন, আমি গাড়ি থামানোর জন্য পিছন থেকে চিৎকার করছিলাম। কিন্তু চালক আমার কথা শোনেনি।
প্রাইভেটকারের চালক জাফর শাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক।
শাহাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, আমরা প্রাইভেটকারটি আটক করেছি। তবে এখনও কোনো মামলা হয়নি।
আরও পড়ুন: গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বরগুনায় সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত
সীতাকুণ্ডে ওএমএস’র চাল কিনতে গিয়ে ভিড়ের চাপে নারীর মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে কমদামে খোলা বাজারের (ওএমএস) চাল কিনতে লাইনে দাঁড়িয়ে ভিড়ের চাপে মারা গেছেন এক নারী। সোমবার দুপুরে উপজেলার পৌর সদরের কলেজ রোড সংলগ্ন ডিলার গোলাম রব্বানীর দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শিখা মালাকার (৩৮) নোয়াখালীর তপন মালাকার এর স্ত্রী। তবে তারা দীর্ঘদিন ধরে পৌরসভার নিজতালুক এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্বামী একজন দিনমজুর।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পৌর প্যানেল মেয়র হারাধন চৌধুরী বাবু।
আরও পড়ুন: তুমব্রু সীমান্তে মাদকবিরোধী অভিযানে ডিজিএফআই সদস্য নিহত: আইএসপিআর
তিনি বলেন, টিসিবির বিক্রি করা চাল কিনতে লাইনে দাঁড়ানোর ঘণ্টাখানেকের মধ্যে ক্রেতাদের ভিড়ের চাপে পড়ে মাটিতে লুটিয়ে পড়েন শিখা মালাকার। উপস্থিত লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাল কিনতে আসা প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন ওএমএসের চাল কিনতে ডিলার রব্বানীর দোকানের সামনে লাইনে দাঁড়ান। লাইনে দাঁড়ানোর কিছুক্ষণ পর ক্রমশই লোকজনের ভিড় বাড়তে থাকে। এক পর্যায়ে চাল শেষ হয়ে যাওয়ার শঙ্কায় হুড়োহুড়ি শুরু করেন তারা। এতে ভিড়ের চাপে পড়ে মাটিতে লুটিয়ে পড়েন শিখা।
ডিলার গোলাম রব্বানী বলেন,‘সকাল ৯টা থেকে খোলা বাজারে চাল দেয়ার নিয়ম হলেও লোকজন ৮টায় দোকানের সামনে এসে ভিড় জমান। চাল বিতরণের আগে তাদের সারিবদ্ধভাবে লাইনে দাঁড় করানো হয়। কিন্তু দুপুরের দিকে চাল শেষ হয়ে যাওয়ায় মিথ্যা গুজবে তারা হুড়োহুড়ি শুরু করেন। এতে ভিড়ের চাপে পড়ে ওই নারী জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। ভিড়ের চাপে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঠাকুরগাঁওয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
বিয়ানীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় নারীর মৃত্যু
সিলেটের বিয়ানীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় মিলন বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন বেগম উপজেলার উত্তর দুবাগ গ্রামের শফিকুর রহমানের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিয়ানীবাজার-সিলেট সড়কের মেওয়া এলাকার কাসিমুল মাদরাসার সামনে সিলেটগামী প্রাইভেট কার পথচারী নারীকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে খাদে পড়ে নিখোঁজ হন। স্থানীয়রা খোঁজাখুঁজি করে পানি থেকে তার নিথর দেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রাইভেট কারের চালক ও এক যাত্রী আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা অপর যাত্রী দুর্ঘটনার পরপরই পালিয়ে যান। এ সময় গাড়িটি দুমড়েমুচড়ে যায়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন- উপজেলার মুড়িয়া ইউনিয়নের আভঙ্গি এলাকার ছমির উদ্দিনের ছেলে ইমরুল হোসেন (৩৫) ও কাজপুর এলাকার মঈন উদ্দিনের ছেলে আব্দুর রহমান (২৮)।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় পিকআপ ভ্যানের চালক নিহত
প্রাইভেট কারের ধাক্কায় মাগুরায় স্কুলছাত্রী নিহত
মানিকগঞ্জে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু
মানিকগঞ্জের ঘিওরে বজ্রপাতে আনোয়ারা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পয়লা ইউনিয়নের চরবাইজুরি গ্রামে বাড়ির পাশে একটি খোলা মাঠে প্রচন্ড বজ্রপাতে তার মৃত্যু হয়।
নিহত আনোয়ারা ওই গ্রামের কৃষক ইছাকের স্ত্রী।
ঘিওর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নাটোরে বজ্রপাতে নানা-নাতির মৃত্যু
তিনি জানান, ওই মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান আনোয়ারা। এ সময় বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পরে তাকে মাঠ থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: কুড়িগ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
দিনাজপুরে বজ্রপাতে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কৃষক নিহত
রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে মানসিক প্রতিবন্ধীর মৃত্যু
রাঙামাটি জেলার কাপ্তাইয়ে বুধবার বন্য হাতির আক্রমণে এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু
কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহিনুর রহমান জানান, ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং বুধবার রাত ৯টার দিকে কাপ্তাই নৌ সড়ক এলাকায় ঘোরাঘুরি করার সময় বন্য হাতি তাকে পদদলিত করে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
মেহেরপুরে ডায়রিয়া আক্রান্ত নারীর মৃত্যু
মেহেরপুর জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত আছলিমা খাতুনের বাড়ি মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামে।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, আছলিমা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত তিনদিন মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে সেখানেই তিনি মারা যান।
আরও পড়ুন: ঝালকাঠিতে ডায়রিয়া রোগী বাড়ছে
মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মোখলেছুর রহমান জানান, রাতে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে পাঠানো রোগী আছলিমা খাতুন জেনারেল হাসপাতালে এসে ভর্তি হন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
এদিকে গত তিনদিনে জেলার ২৫০ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুন: ডায়রিয়া: শয্যা সংকট, মানিকগঞ্জে মেঝেতে চলছে চিকিৎসা
হাসপাতালের ১০ শয্যার বিপরীতে প্রতিদিন ৭০ জন রোগী ভর্তি হচ্ছে। শয্যা সংকটের কারণে বারান্দায় থেকে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন সেবিকারা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পর্যাপ্ত ওষুধ রয়েছে। রোগীর চাপ বাড়লেও ওষুধ সংকট হবে না।