নারীর মৃত্যু
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে নারীর মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে বসতঘরে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সাহেরা বেওয়া নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের চাদনী মধ্য বজরা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সাহেরা বেওয়া ওই এলাকার মৃত কায়ছার আলীর স্ত্রী। তিনি প্যারালাইসিসের রোগী ছিলেন, স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেতেন না।
প্রতিবেশিরা জানান, সাহেরা বড় ছেলে ভ্যানচালক মোখলেছার রহমানের বাড়িতে থাকতেন। শনিবার রাতে তাকে ঘরে একলা রেখে বাড়ির সবাই ওয়াজ মাহফিলে যান। এ সময় আকস্মিক অগ্নিকাণ্ডে সাহেরা ঘরে আটকা পড়ে দগ্ধ হয়ে মারা যান। গ্রামে লোকজন কম থাকায় ও ওয়াজ মাহফিলের শব্দের কারণে কেউ কিছু বুঝতে পারেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্বাস আলী বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে বৃদ্ধার মৃত্যু হয়।
আরও পড়ুন: গাজীপুরের কারখানায় অগ্নিকাণ্ডে তিনজনের লাশ উদ্ধার
প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণার কথাও জানান ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ওই কর্মকর্তা।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ফায়ার সার্ভিসের তথ্য মতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানতে পেরেছি।
১০৯ দিন আগে
লালমনিরহাটে কম্বলে আগুন লেগে নারীর মৃত্যু
লালমনিরহাটে আগুনে দগ্ধ হয়ে অইচন বেওয়া নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১০টায় উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়াসারডুবি গ্রামে ঘটনাটি ঘটে।
অইচন বেওয়া (৬৮) বুড়াসারডুবি গ্রামের মৃত জমির উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, কুপির আগুন কম্বলে লেগে অগ্নিদগ্ধ হয়ে নিজ বাড়িতে মারা যান অইচন বেওয়া। খবর পেয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
বার্ধক্যজনিত কারণে তিনি সঠিক ভাবে চলাচল করতে পারতেন না বলে জানিয়েছে এলাকাবাসী।
ফকিরপাড়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবার তার দাফনের ব্যবস্থা করছে।
হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে কুপির আগুন কম্বলে লেগে ওই নারীর মৃত্যু হয়েছে।
১২৩ দিন আগে
মৌলভীবাজার অগ্নিকাণ্ডে দুই নারীর মৃত্যু
মৌলভীবাজার শহরতলীর মোস্তফাপুর গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা শেখ রুমেল আহমেদের বাড়িতে অগ্নিকাণ্ডে দুই নারীর মৃত্যু হয়েছে।
এ সময় ঘরের ভেতর ঘুমিয়ে থাকা রুমেল আহমেদের মা মেহেরুন্নেসা (৬৫) ও চাচি ফুলেছা বেগম (৬০) মারা যান।
শনিবার (৭ ডিসেম্ভর) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ১ জনের মৃত্যু
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যীশু তালুকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রাতে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় মেহেরুন্নেসা ও ফুলেছা বেগমকে একটি কক্ষে আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেন তারা। পরে তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ডুপলেক্স বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। বৈঠক খানায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুন: অগ্নিকাণ্ডের ঝুঁকিতে নারায়ণগঞ্জের বাণিজ্যিক কেন্দ্র নয়ামাটি
১৩০ দিন আগে
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
রাজশাহীর পবা উপজেলার হরিয়ানা রেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল আনুমানিক ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহত নারীর পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: নাটোরে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু
দুর্ঘটনার বিষয়টি রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বলেন, ‘শনিবার ভোরে রাজশাহী থেকে মধুমতী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পথে হরিয়ান সুগার মিল সংলগ্ন রেল ক্রসিং এলাকায় ওই নারী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা পিবিআই ও সিআইডিকে জানিয়েছি। তারা এলে হয়তো পরিচয় পাওয়া যাবে। তারা এলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু
১৩৮ দিন আগে
শেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নারীর মৃত্যু, শিশুসহ আহত ৩
শেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে হাসি বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় তার শিশুসন্তানসহ তিনজন আহত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৫টার দিকে শেরপুর-বনগা সড়কে শহরের নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
নিহত গৃহবধূ হাসি বেগম (৩৫) ঝিনাইগাতী উপজেলার দরি কালিনগর গ্রামের কৃষক মোখলেছুর রহমানের স্ত্রী।
আশঙ্কাজনক অবস্থায় নিহতের স্বামী মোখলেছুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অন্য দুইজন শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়দুল ইসলাম বলেন, স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় তার পেছনে বসে থাকা স্ত্রী ছিটকে পড়ে ট্রলির নিচে চাপা পড়লে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, স্থানীয়রা গুরুতর আহত দুই মোটরসাইকেল চালক ও শিশুকন্যাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে আহত মোখলেছুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫৪
১৬৯ দিন আগে
গোলাপগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় নারীর মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় রফিয়া বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টায় উপজেলার এমসি একাডেমি ও কলেজের পাশে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিয়া বেগম (৬০) বিয়ানীবাজার উপজেলার ছরিয়া গ্রামের মজির উদ্দিনের স্ত্রী।
আরও পড়ুন: শ্রীনগরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানান, রফিয়া বেগম এমসি একাডেমি ও কলেজের সামনে পায়ে হেঁটে তার বড় মেয়ে তানজিনা আক্তারের বাসা থেকে ছোট মেয়ে হেলেন বেগমের বাসা যাচ্ছিলেন।
সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়ক পারাপারের সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। প্রাইভেটকারটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে চালক পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় সাইকেলের আরোহী নিহত
২০০ দিন আগে
ফ্যানের বাতাসে ধান উড়াতে গিয়ে নারীর মৃত্যু
জীবননগরে ফ্যানের বাতাসে ধান উড়ানোর সময় ফ্যানের সঙ্গে পরনের শাড়ি পেঁচিয়ে মোছা. খোদেজা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুবলপুর গ্রামের রনক আলীর বাড়ির উঠানে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মোছা. খোদেজা খাতুন (৫৫) কোটচাদপুর উপজেলার বলরামপুর গ্রামের মৃত জাকারিয়ার স্ত্রী।
ভুক্তোভোগী পরিবার সূত্রে জানা গেছে, খোদেজা তার বোনকে সহযোগিতা করার জন্য ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে স্টিলের বড় (খাঁচা ছাড়া) ফ্যান লাগিয়ে বাতাস দিয়ে ধান পরিষ্কার করছিলেন। এসময় তার পরনের শাড়ি ফ্যানে পেঁচিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। তাকে হাসপাতালে নেওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরও পড়ুন: যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যুর অভিযোগ
ঠাকুরগাঁওয়ে ২ ছেলের মারধরে বাবার মৃত্যুর
২১০ দিন আগে
দিনাজপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু
দিনাজপুরের ফুলবাড়ীতে সাপের কামড়ে জামিরুন বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মইজান্দা গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত জামিরুন বেগম (৬০) ওই গ্রামের মোজাম্মেল সরকারের স্ত্রী।
স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে নিজ ঘরের বিছানায় ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ পায়ের যন্ত্রণায় ঘুম ভাঙে জামিরুনের। কিন্তু সাপে কামড় দিয়েছে বুঝতে না পারায় চিকিৎসকের কাছে আর যাননি তিনি। এর আধঘণ্টা পরেই তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম জানান, সাপের কামড়ে মৃত্যুর খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় কোনো অভিযোগ আসেনি। তবে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা করা হয়েছে।
২৯৫ দিন আগে
সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় অনি রানী (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গাড়ির চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
রবিবার সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ-আদমজী-চিটাগং রোড সড়কের পাঠানটুলী জামে মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অনি রানী রংপুরের কাউনিয়ার ব্রাহ্মণপাড়া এলাকার ববেন চন্দ্রের মেয়ে। তিনি বর্তমানে ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকার প্রদীপবাবুর বাড়িতে ভাড়া থাকতেন। সিদ্ধিরগঞ্জে নিট কনসার্ন গার্মেন্টে চাকরি করতেন।
আরও পড়ুন: ভূমিধসে পাপুয়া নিউগিনিতে মৃত্যুর সংখ্যা ৬৭০ জন ছাড়িয়েছে
আটক গাড়িচালক ইকবাল (৩৫) নারায়ণগঞ্জের খানপুর এলাকার খোকনের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, সকালে কর্মস্থলে যাওয়ার পথে ওই নারীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি ময়লার পিকআপ পেছন থেকে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় গাড়িটি জব্দের পাশাপাশি একজনকে আটক করা হয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে আসে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
আরও পড়ুন: ভূমিধসে পাপুয়া নিউগিনিতে মৃত্যুর সংখ্যা ৬৭০ জন ছাড়িয়েছে
৩২৬ দিন আগে
মিশরে নীল নদে ফেরি থেকে গাড়ি পড়ে ৬ নারীর মৃত্যু
মিশরে ২৪ জন যাত্রী নিয়ে ফেরিতে থাকা একটি গাড়ি নীল নদে পড়ে অন্তত ছয় নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৯ জন যাত্রী।
মঙ্গলবার (২১ মে) কায়রোর অদূরে গিজা প্রদেশের মনশাত এল-কানাতার শহরে এই দুর্ঘটনা ঘটে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের মধ্যে ছয়জনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয় এবং তিনজনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নীল নদ থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গিজা প্রদেশের গভর্নর আহমেদ রাশেদ।
স্থানীয় সময় মঙ্গলবার দুপুর পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন দৈনিক আখবার জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িতে প্রায় দুই ডজন যাত্রী ছিল, যাদের বেশিরভাগই নারী।
উল্লেখ্য, দুর্বল ব্যবস্থাপনা এবং যথাযথ নিয়মনীতির অভাবে মিশরে প্রায়ই ফেরি, রেলওয়ে এবং সড়ক দুর্ঘটনা ঘটে। গত ফেব্রুয়ারিতে গিজার নীল নদে দিনমজুরদের বহনকারী একটি ফেরিডুবিতে ১৫ আরোহীর মধ্যে অন্তত ১০ জনের মৃত্যু হয়।
৩৩১ দিন আগে