এসিড
এসিড নিক্ষেপ মামলায় ১৩ বছর পর স্বামীর যাবজ্জীবন
মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে এসিড নিক্ষেপের মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রবিবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারিক আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন।
এসিড দগ্ধ রেবেকা বেগম সিংগাইর উপজেলার ধল্লা লক্ষ্মীপুর এলাকার সাহাজুদ্দিন মিয়ার স্ত্রী।
দণ্ডিত সাহাজুদ্দিন (৪৮) মিয়া একই এলাকার মৃত সামসুদ্দিন মিয়ার ছেলে।
আরও পড়ুন: মানিকগঞ্জে কবরস্থান থেকে কঙ্কাল চুরির অভিযোগ
মামলার এজাহারসূত্রে জানা যায়, ওই নারী তার স্বামীর কথার অবাধ্য হয়ে প্রবাসে যেতে চাইলে ২০০৯ সালের ২৮মে রাতে ক্ষিপ্ত হয়ে বাড়ির অদূরে ডেকে নিয়ে স্ত্রীর মুখে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় স্বামী সাহাজুদ্দিন মিয়া। পরে ওই নারীর আত্মচিৎকারে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সাহাজুদ্দিনকে এ রায় দেন।
একইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি মজনু মিয়াকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪
মানিকগঞ্জে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু
১ বছর আগে
ফরিদপুরে পরকীয়ার জেরে যুবককে এসিড নিক্ষেপ
ফরিদপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে এসিড নিক্ষেপে এক যুবকের মুখমণ্ডল ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে। শনিবার রাতে জেলা শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ রানা (৩৫) শহরের মধ্য আলীপুর এলাকার আব্দুর রবের ছেলে।
আরও পড়ুন: নেশার টাকার না পেয়ে স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপের অভিযোগ
অভিযুক্ত রিপন জেলা শহরের গুহলক্ষ্মীপুর এলাকার আব্দুল খালেকের ছেলে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, স্ত্রীর সঙ্গে পরকীয়ার জের ধরে বন্ধু রিপন মোবাইল ফোনে ডেকে এনে অতর্কিতভাবে রানার মুখে এসিড ছুড়ে মারে। এসময় তার চিৎকারে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ঘুমন্ত স্ত্রীর ওপর এসিড নিক্ষেপ
২ বছর আগে
নেশার টাকার না পেয়ে স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপের অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নেশার টাকা না দেয়ায় স্ত্রীকে এসিড দিয়ে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে জহিরুল ইসলাম (৪৭) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার রাতে উপজেলার মিজমিজি পাইনাদী এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত জহিরুল ইসলাম সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকার আলাউদ্দিনের ছেলে।
দগ্ধ রোজিনা আক্তার (৩৭) বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ঘুমন্ত স্ত্রীর ওপর এসিড নিক্ষেপ
এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা আব্দুল ছামাদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, তার মেয়ে রোজিনা আক্তার একজন গার্মেন্ট কর্মী। প্রতিদিনের মতো রবিবার গার্মেন্ট ছুটির পর বাসায় গেলে তার মেয়ের স্বামী জহিরুল ইসলাম নেশা খাওয়ার কথা বলে টাকা দাবি করে। টাকা না দেয়ায় জহিরুল স্ত্রী রোজিনার শরীরে এসিড নিক্ষেপ করে এবং শরীরে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেয়।
আরও পড়ুন: রাজশাহীতে এসিডে স্ত্রীর মুখ ঝলসে দিল যুবক
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
২ বছর আগে
এসিড সমৃদ্ধ ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের নির্দেশ হাইকোর্টের
সারা দেশে এসিড সমৃদ্ধ ব্যাটারিচালিত থ্রি হুইলার ইজিবাইক চিহ্নিত করে তা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
সারা দেশে অ্যাসিড ব্যাটারিচালিত অবৈধ থ্রি হুইলার ইজিবাইকের চলাচল বন্ধে নির্দেশনা চেয়ে বাঘ ইকো মোটর লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সভাপতি কাজী জসিমুল ইসলাম গত সোমবার ওই রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
রিট আবেদনকারীর আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম বলেন, গণমাধ্যমের তথ্য অনুসারে সারা দেশে অ্যাসিড ব্যাটারিচালিত অবৈধ থ্রি হুইলার ইজিবাইকের সংখ্যা প্রায় ৪০ লাখের ওপরে। অ্যাসিড ব্যাটারিচালিত থ্রি হুইলার ইজিবাইক পরিবেশবান্ধব নয়। এসব ব্যাটারিতে ক্ষতিকারক সীসা রয়েছে যা মানবদেহের জন্যও ক্ষতিকর। এটি নানা ধরনের রোগব্যাধী ছড়াচ্ছে। এ ছাড়া অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে এসব ইজিবাইকের ব্যাটারি রিচার্জ করে বিদ্যুৎ বিল ফাঁকি দেয়ার কারণে সরকার রাজস্ব হারাচ্ছে। এসব যুক্তিতে রিটটি করা হয়। পরে আদালত এসিড সমৃদ্ধ ব্যাটারিচালিক ইজিবাইক চিহ্নিত করে তা বন্ধের নির্দেশ দিয়ে রুল জারি করেছেন। শিল্পসচিব, সড়ক পরিবহন ও সেতুসচিব, পরিবেশসচিব, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: হানিফ পরিবহনের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত
ঘন কুয়াশায় বাস-ইজিবাইক সংঘর্ষে মানিকগঞ্জে নিহত ১
মাগুরায় ট্রাক-মোটরসাইকেল ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
৩ বছর আগে
সাতক্ষীরায় বিষাক্ত নাইট্রিক এসিডের যত্রতত্র ব্যবহার
সাতক্ষীরা জেলাসহ সাতটি উপজেলার বিভিন্ন হাটবাজারে অবাধে যত্রতত্র ব্যবহার হচ্ছে বিষাক্ত নাইট্রিক এসিড। এর ফলে মারাত্মকভাবে দূষিত হচ্ছে, হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য।
৫ বছর আগে
সাতক্ষীরায় সাবেক স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেল গৃহবধূ ও মেয়ে
সাতক্ষীরা, ২২ অক্টোবর (ইউএনবি)- সাতক্ষীরার আশাশুনিতে সাবেক স্বামীর ছোড়া এসিডে গুরুতর দগ্ধ হয়েছেন গৃহবধূ ও তার দুই বছরের শিশু কন্যা।
৫ বছর আগে
সিলেটে চোখে এসিড ঢেলে দেয়ার মামলায় ১০ জনের যাবজ্জীবন
সিলেট, ০১ সেপ্টেম্বর (ইউএনবি)- সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এসিড নিক্ষেপের মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
৫ বছর আগে