বিটিভি
সরকার নয়, জনগণবান্ধব হতে হবে বিটিভিকে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিটিভিকে জনগণের মিডিয়া হিসেবে কাজ করতে হবে। সরকার নয়, জনগণবান্ধব হতে হবে বিটিভিকে।
তিনি বলেন, বিটিভিকে গণমাধ্যমের প্রকৃত নীতিমালা মেনে চলতে হবে। সংস্কারের জন্য আইন ও নীতিমালা পর্যালোচনা প্রয়োজন।
আরও পড়ুন: বিমানের এমডি ও সিইও হলেন ড. সাফিকুর
বুধবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা একথা বলেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের ইন্টারভিউ নিয়ে ডকুমেন্টারি করার আহ্বান জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
তিনি বলেন, প্রান্তিক বা ঢাকার বাইরে ও গরিব মানুষ যারা এই মুভমেন্টে শহীদ হয়েছেন, তাদের গল্প জনগণকে জানানো দরকার।
এই সরকার কোনো দলকে উপস্থাপন করে না। তাই প্রচারের ক্ষেত্রে একচেটিয়া কোনো দলকে প্রাধান্য না দেওয়ার পরামর্শ দেন বিটিভিকে।
উপদেষ্টা বলেন, যারা আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠান করতে পারেননি, যারা বঞ্চিত ছিলেন, তাদের সুযোগ করে দেওয়া উচিত।
সরকারকে খুশি করতে যেন কিছুই না করা হয়, সে ব্যাপারেও বিটিভিকে নির্দেশ দেন তথ্য উপদেষ্টা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৮ আগস্ট বিটিভিতে হামলায় অন্তত ১৮৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির ডিডিজি সাইদুর রহমান। এ হামলায় প্রতিষ্ঠানের কেউ আহত হয়েছেন কি না জানতে চেয়েছেন তথ্য উপদেষ্টা।
সংখ্যালঘুদের ওপর হামলা, বন্যার্ত মানুষদের দুর্গতি, সারাদেশে চাঁদাবাজি, দখলদারিত্ব ও সীমান্তবর্তী হত্যার বিষয়গুলো গুরুত্ব সহকারে প্রচারের জন্য নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম।
আরও পড়ুন: নিয়মিত কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারব: ডিএসসিসি প্রশাসক
এটুআইয়ের অপ্রয়োজনীয় প্রকল্প দ্রুত বাদ দিন: উপদেষ্টা নাহিদ
২ মাস আগে
বিটিভি ভবনে নাশকতা মামলায় বিএনপির শিমুল বিশ্বাসসহ ৭ জন রিমান্ডে
রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ দলটির সাত নেতাকর্মীকে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৯ জুলাই) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এ রিমান্ডের আদেশ দেন।
মামলার অপর আসামিরা হলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, রশীদুজ্জামান মিল্লাত, সৈয়দ এহসানুল হুদা, মহিউদ্দিন হৃদয় ও তরিকুল ইসলাম।
আরও পড়ুন: মানবপাচার মামলায় মিল্টন ৪ দিনের রিমান্ডে
এদিন মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আসামিদের পক্ষে মহসিন মিয়া, ওমর ফারুক ফারুকী, মোসলেহ উদ্দিন জসিম, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহসহ কয়েকজন আইনজীবী রিমান্ড আবেদন বাতিল ও গ্রেপ্তারদের জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
এর আগে, রাজধানীর বনানীতে সেতু ভবনে হামলার মামলায় গত ২৫ জুলাই তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিন তাদের রিমান্ডে শেষে আদালতে হাজির করে রামপুরা থানার মামলায় গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৮ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা রামপুরা ট্রাফিক পুলিশ বক্স ও বিটিভি ভবনের সামনের সড়কে অবস্থান নেয়। একপর্যায়ে পুলিশ সদস্যরা তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর বিএনপি ও জামায়াত-শিবিরের শীর্ষ পর্যায়ের নেতাদের নির্দেশে এবং সক্রিয় অংশগ্রহণে অজ্ঞাতনামা ৩-৪ হাজার কর্মী দলবদ্ধ হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়।
আসামিরা দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের বাধা উপেক্ষা করে অবৈধভাবে বিটিভি ভবনের প্রধান চারটি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ভবনের ভেতর ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।
টেলিভিশন ভবনে কর্মরত বিভিন্ন কর্মকর্তাদের নাম ও পদবি উল্লেখ করে খোঁজাখুঁজি করে প্রাণনাশের হুমকিও দেয় দুর্বৃত্তরা। এছাড়া সরকারকে ক্ষমতাচ্যুত করতে পরিকল্পিতভাবে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে তারা বাংলাদেশ টেলিভিশনের ভেতরে থাকা সরকারি মালামাল লুট করে। তাদের হামলায় বিটিভির ক্ষতির পরিমাণ অন্তত ৫০ কোটি টাকা। একপর্যায়ে পুলিশ ও বিজিবি রাত ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ওই হামলায় বিটিভির পোর্টেবল ডিএসএনজি সিস্টেমের সব সম্প্রচার যন্ত্রপাতি, পরিবহন কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও কেন্দ্রীয় শীতাতপ ব্যবস্থার ক্ষতি হয়। এছাড়া ১৭টি গাড়িতে অগ্নিসংযোগ এবং ৯টি গাড়ি ভাঙচুর করা হয়। কর্মকর্তা-কর্মচারীদের ২১টি মোটরসাইকেলেও হামলা চালায় দুর্বৃত্তরা।
আরও পড়ুন: বারিধারায় কনস্টেবল হত্যা: সাত দিনের রিমান্ডে কাওসার
এমপি আনার হত্যা: দুই আসামি ৬ দিনের রিমান্ডে
৩ মাস আগে
সহিংসতায় জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করুন: বিটিভি পরিদর্শনকালে প্রধানমন্ত্রী
সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের দেশের প্রতিটি প্রান্ত থেকে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা নিশ্চিতে সরকারকে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, 'আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, যারা এই ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে সহযোগিতা করুন।’
শুক্রবার (২৬ জুলাই) সকালে রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের ক্ষয়ক্ষতি পরিদর্শনকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: বিটিভি ভবনের ক্ষয়ক্ষতি পরিদর্শনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে অজ্ঞাত ব্যক্তিদের দেওয়া আগুনে বিটিভি ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।
শেখ হাসিনা বলেন, বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা সারাদেশ থেকে জড়ো হয়ে রাজধানীতে এসব হামলা চালিয়েছে।
তিনি বলেন, ‘কোটাবিরোধী আন্দোলনকে কাজে লাগিয়ে তারা এসব করেছে।’
প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভিকে ক্যামেরাসহ সর্বাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ করেন তিনি। ২০০৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তিনি টেলিভিশন সেন্টারটিকে আরও আধুনিকায়ন করেন।
তিনি আরও বলেন, ‘কিন্তু এখন বাংলার মানুষ একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় ধ্বংসযজ্ঞের মতো ভয়াবহ দৃশ্য দেখছে।’
প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীও টেলিভিশনে হামলা চালায়নি। কিন্তু এই হামলাকারীরা টেলিভিশনে আগুন ধরিয়ে দিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে; ধ্বংসের হাত থেকে কিছুই রেহাই পায়নি।
প্রত্যেক বাঙালির জন্য গর্বের মেট্রোরেলেও তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ওরা কারা? এরা কি এ দেশের মানুষ? যারা দেশকে ধ্বংস করার উদ্দেশ্যে এসব হামলা চালিয়েছে, তারা কি এ দেশে জন্মেছে?’
এরা পানি শোধনাগার, পয়োনিষ্কাশন ট্রিটমেন্ট প্লান্ট ও সিটি করপোরেশনের ময়লার ট্রাকেও হামলা চালিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা এমন স্থাপনায় হামলা চালিয়েছে যা জনগণের সেবায় নিয়োজিত।
এ সময় হামলাকারীদের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।
২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সহিংসতার সময় প্রায় ৩ হাজার ৮০০ পরিবহন গাড়ি ভাঙচুর করা হয়।
এবারের অগ্নিসন্ত্রাসের চরিত্র ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, ‘এবার তারা গানপাউডার ব্যবহার করেছে, তাই কিছুক্ষণের মধ্যে এসব জিনিস পুড়ে ছাই হয়ে গেছে।’
বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, 'আমরা যখন বাংলাদেশকে একটি মর্যাদার আসনে নিয়ে গেছি, তখন এটা (ধ্বংসযজ্ঞ) কি এর (সরকারের সাফল্য) পুরস্কার? তারা যে প্রতিষ্ঠানগুলো পুড়িয়ে দিয়েছে সেগুলোর সুফল কি তারা ভোগ করেনি?
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার চাহিদার তুলনায় কোটা অনেক কমিয়ে দিয়েছে। কিন্তু লক্ষ্য করা গেছে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের বিরুদ্ধে তাদের তীব্র ক্ষোভ।
তিনি বলেন, ‘আপাতদৃষ্টিতে ৯৮ শতাংশ চাকরি মেধার ভিত্তিতে হবে কারণ (প্রথম প্রজন্মের) মুক্তিযোদ্ধাদের জন্য ৫ শতাংশ কোটার বেশিরভাগই অব্যবহৃত থাকবে। তারপরও তারা (আন্দোলনকারীরা) সন্তুষ্ট নয়।’
তার বক্তব্য বিকৃত করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত ১৪ জুলাই তার সংবাদ সম্মেলনের ছয়-সাত ঘণ্টা পর হঠাৎ করেই তারা নিজেদের রাজাকার পরিচয় দিয়ে স্লোগান দিতে থাকেন।
তিনি বলেন, ‘আমি তাদের রাজাকার বলিনি। তারাই স্লোগানে নিজেদের রাজাকার পরিচয় দেয়।’
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, লন্ডনে তার দলের নেতাদের ওপর হামলা হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করায় সংযুক্ত আরব আমিরাতে ৫৭ বাংলাদেশিকে এবং সৌদি আরবে ২০ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
যেহেতু তারা ওইসব দেশের আইন অনুযায়ী সাজা পেয়েছে, তাই সেখানে বাংলাদেশের কিছু করার নেই বলে উল্লেখ করেন তিনি।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আরও ২০-২২ লাখ বাংলাদেশি শ্রমিকের নিরাপদ ভবিষ্যতের কথা বিবেচনা করে শেখ হাসিনা এসব ঘটনায় দুঃখ প্রকাশ করে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠিয়েছেন বলে জানান।
তিনি বলেন, সহিংসতা ও ধ্বংসযজ্ঞ ভয়াবহ জনদুর্ভোগ সৃষ্টি করেছে। তাদের জীবন ও জীবিকাকে প্রভাবিত করেছে এবং বিশ্বে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘তাই দোষীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দায়িত্ব এদেশের মানুষের ওপর তুলে দিলাম। বিভ্রান্তি ও অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করতে দেওয়া উচিত নয় তাদের (বিক্ষোভকারীদের)।’
এসময় রাষ্ট্রায়ত্ত টেলিভিশন কেন্দ্রটির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং বিটিভির মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়াও রাজধানীর রামপুরায় একই প্রাঙ্গণে অবস্থিত বিটিভি ভবন ও বিটিভির প্রধান কার্যালয়ে ক্ষয়ক্ষতির চিত্র নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন দেখানো হয়।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১০ নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: অপরাধীদের রুখতে জনগণকে এগিয়ে আসতে হবে: মেট্রোরেলে তাণ্ডব প্রসঙ্গে প্রধানমন্ত্রী
৩ মাস আগে
বিটিভি ভবনের ক্ষয়ক্ষতি পরিদর্শনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হামলায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২৬ জুলাই) সকালে তিনি অজ্ঞাত ব্যক্তিদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
আরও পড়ুন: মিরপুর-১০ নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এসময় রাষ্ট্রায়ত্ত টেলিভিশন কেন্দ্রটির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন বিটিভির মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়াও রাজধানীর রামপুরায় একই প্রাঙ্গণে অবস্থিত বিটিভি ভবন ও বিটিভির প্রধান কার্যালয়ে ক্ষয়ক্ষতির চিত্র নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন দেখানো হয়।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১০ নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: অপরাধীদের রুখতে জনগণকে এগিয়ে আসতে হবে: মেট্রোরেলে তাণ্ডব প্রসঙ্গে প্রধানমন্ত্রী
৩ মাস আগে
২০২২ টি-২০ বিশ্বকাপ লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?
রবিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টায় অস্ট্রেলিয়ার জিলং শহরের সাইমন্ড্স মাঠে নামিবিয়া এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি দিয়ে শুরু হতে যাচ্ছে ২০২২ টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ড। ১৬ দলের টুর্নামেন্টটিতে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মোট ৪৫টি ম্যাচ হবে। বাংলাদেশের স্যাটেলাইট টিভি চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন ডিজিটাল মাধ্যমগুলোতে সরাসরি সম্প্রচার হবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রত্যাশিত উৎসবটি। চলুন, জেনে নেয়া যাক, টি-২০ বিশ্বকাপ লাইভ দেখার জন্য কোথায় কোথায় চোখ রাখবেন।
২০২২ টি-২০ বিশ্বকাপ লাইভ স্ট্রিমিং চ্যানেল সমূহ
দেশীয় স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর মধ্যে জিটিভি (গাজী টিভি), টি স্পোর্টস (তিতাস স্পোর্ট্স) এবং বিটিভি (বাংলাদেশ টেলিভিশন) ন্যাশনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে খেলাগুলো। এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতের জনপ্রিয় স্পোর্ট্স চ্যানেল স্টার স্পোর্ট্স-এও থাকবে লাইভ খেলা দেখার সুযোগ।
ডিজিটাল মাধ্যমগুলোর মধ্যে র্যাবিটহোল, বায়োস্কোপ, মাইজিপি ও দারাজ অ্যাপের মাধ্যমে লাইভ স্ট্রিমিং করতে পারবেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।
পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ
আর ডিজনি প্লাস হটস্টারের প্রিমিয়াম সাবস্ক্রিপশন ব্যবহারের সুযোগ তো থাকছেই। এছাড়াও আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) ও টি২০ ওয়ার্ল্ড কাপের নিজস্ব ফেসবুক ও ইন্স্টাগ্রাম পেজে খেলার ক্লিপ ও হাইলাইট্সগুলো নিয়মিত আপডেট হতে থাকবে।
এক নজরে টি-২০ বিশ্বকাপ ২০২২
প্রথম রাউন্ডে ৮টি দল নিজেদের মধ্যে মোট ১২টি ম্যাচ খেলবে। এখানে গ্রুপ-এ তে নেদারল্যান্ডস, নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সাথে আছে ২০১৪-এর স্বল্পদৈর্ঘ্য বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা। আর দুইবার ২০ ওভারের বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজের সাথে গ্রুপ-বি-তে রয়েছে জিম্বাবুয়ের, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। এখান থেকে ৪টি দল যোগ দেবে সুপার-১২-এর শীর্ষ ৮ দলের সাথে।
সুপার-১-এ ইতোমধ্যে নিজেদের জায়গা ঠিক করা দলগুলোর মধ্যে গ্রুপ ১-এ আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও বাংলাদেশ থাকছে ২য় গ্রুপে। সেখানে ৩০টি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট যুদ্ধের পর শীর্ষ ৪টি দল চলে যাবে সেমিফাইনালে। অতঃপর এই ৪ দলের ২টি খেলায় বিজীত ২ দল চূড়ান্ত ভাবে যুদ্ধে নামবে এবারের বিশ্বকাপটি নিজেদের ঘরে তোলার জন্য।
পড়ুন: ২০২২ আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপের সেরা ৬ ক্যাপ্টেন
২০২২ টি-২০ বিশ্বকাপের বাংলাদেশ সময়
১৬ অক্টোবর, ২০২২ রবিবার থেকে ২১ অক্টোবর, ২০২২ শুক্রবার পর্যন্ত টানা ৬ দিন ২টি করে খেলা হবে প্রথম রাউন্ডে। প্রতিদিনের খেলার সময়সূচী একই। প্রথমটির জন্য সকাল ১০টা আর ২য়টি হবে দুপুর ২টায়।
সুপার-১২ পর্বের ৩০টি খেলা চলবে টানা ১৬দিন, ২২ অক্টোবর, ২০২২ শনিবার থেকে ৬ নভেম্বর, ২০২২ রবিবার পর্যন্ত। এখানেও অধিকাংশ দিনে খেলার সময় সকাল ১০টা ও দুপুর ২টা। তবে প্রথম দিনের খেলা দুটোর একটি হবে দুপুর ১টায়, আরেকটি হবে বিকাল ৫টায়। ২৭ অক্টোবর, ২০২২ বৃহস্পতিবার এবং ৩০ অক্টোবর, ২০২২ রবিবারে হবে ৩টি করে ম্যাচ।
প্রথমটি সকাল ৯টায়, দ্বিতীয়টি দুপুর ১টায় এবং ৩য়টি বিকাল ৫টায়। সুপার-১২-এর শেষ দিনে তথা ৬ নভেম্বর, ২০২২-এর ৩টি খেলার প্রথমটি হবে ভোর ৬টায়, দ্বিতীয়টি ১০টায় আর শেষেরটি দুপুর ২টায়। ২৫ অক্টোবর, ২০২২ মঙ্গলবার শুধুমাত্র একটি খেলা অনুষ্ঠিত হবে বিকাল ৫টায়। ২৯ অক্টোবর, ৩১ অক্টোবর, ৩ নভেম্বর ও ৫ নভেম্বরেও খেলা হবে একটি করে, যেগুলোর প্রত্যেকটি সরাসরি সম্প্রচারিত হবে দুপুর ২টায়।
পড়ুন: ২০২২ আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ আয়োজক ৭ শহর ভ্রমণ
৯ ও ১০ নভেম্বরের সেমিফাইনাল এবং ১৩ নভেম্বরের ফাইনাল খেলার সময়সূচী একই; দুপুর ২টা।
শেষাংশ
বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য অনলাইনে ২০২২ টি-২০ বিশ্বকাপ লাইভ স্ট্রিমিং দেখার পর্যাপ্ত সুবিধা আছে। বেশ কয়েক বছর ধরে ডিজিটাল মাধ্যমগুলো স্পোর্ট্স কেন্দ্রিক কন্টেন্টের প্রতি আলাদা করে বিশেষ মনোযোগ দিচ্ছে। খেলা সম্প্রচারের স্বত্ত্ব এবং আভ্যন্তরীণ ব্যবসায়িক জটিলতাগুলো দূর হলে এই পরিষেবাগুলো আরো নির্ভরযোগ্য হয়ে উঠবে।
২ বছর আগে
বিটিভিতে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জয়তু বুদ্ধ সাসানং’
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে রবিবার (১৫ মে) রাত ৮টা ৪০ মিনিটে বিশেষ অনুষ্ঠান ‘জয়তু বুদ্ধ সাসানং’ একযোগে প্রচারিত হবে।
বিটিভির প্রযোজক (অনুষ্ঠান) সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী প্রযোজিত এই অনুষ্ঠানটিতে ধর্মীয় সংগীত, নৃত্য ও নাটক থাকবে।
অনুষ্ঠানের অংশ হিসেবে একটি বিশেষ নাটক উপস্থাপনার মাধ্যমে গৌতম বুদ্ধের জীবনের একটি অংশ তুলে ধরা হয়েছে।
রিয়েলিটি শো ‘ক্লোজ-আপ ওয়ান’ খ্যাত গায়িকা নিশিতা বড়ুয়া অনুষ্ঠানে ধর্মীয় গান পরিবেশন করেন। সেসময় ‘ধর্মরাজিক ললিতকলা একাডেমি’র প্রায় দুই শতাধিক শিল্পী অংশগ্রহণ করেন।
বাংলাদেশ টেলিভিশনের নিজস্ব স্টুডিওতে রেকর্ডকৃত এই অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন ও লিখেছেন ড.সুমন কান্তি বড়ুয়া।
আরও পড়ুন: স্করপিয়ন্সের সঙ্গে ম্যাডিসন স্কয়ার মাতালো চিরকুট
এক দশক পর আবার প্লেব্যাকে গাইবেন লুৎফর
২ বছর আগে
প্রেস ফ্রিডম ইনডেক্সে ১০ ধাপ পেছাল বাংলাদেশ
এবছর বিশ্ব প্রেস ফ্রিডম ইনডেক্সে ১৮০ দেশের মধ্যে ১০ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১৬২।
মঙ্গলবার রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) বিশ্ব প্রেস ফ্রিডম দিবস উপলক্ষে এই সূচক প্রকাশ করেছে ৷ গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৫২তম।
প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ ও তথ্যের প্রচারে ক্রমবর্ধমান ভূমিকা পালন করছে ইন্টারনেট।
তাৎক্ষণিকভাবে এ বিষয়ে সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মিডিয়ার চিত্র
দুটি নেতৃস্থানীয় রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতার রেডিও সরকারি প্রচার মাধ্যম হিসেবে কাজ করে।
আরও পড়ুন: ‘সারা বিশ্বে গণমাধ্যমের ওপর মানুষের আস্থা কমে গেছে'
আরএসএফ জানিয়েছে, বাংলাদেশে ক্রমবর্ধমান বেসরকারি খাতের মিডিয়ার মধ্যে তিন হাজার প্রিন্ট মিডিয়া আউটলেট, ৩০ টি রেডিও স্টেশন, ৩০টি টিভি চ্যানেল এবং কয়েকশো নিউজ ওয়েবসাইট রয়েছে।
দুটি জনপ্রিয় চ্যানেল হলো সময় টিভি ও একাত্তর টিভি।
এতে বলা হয়েছে দুটি শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার একটি নির্দিষ্ট সম্পাদকীয় স্বাধীনতা বজায় রেখে পরিচালিত হচ্ছে।
গ্লোবাল মিডিয়া ওয়াচডগের প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ব প্রেস ফ্রিডম ইনডেক্সে বাংলাদেশের প্রতিবেশী ভারত ১৪২ থেকে নেমে ১৫০ এ পৌঁছেছে।
এ বছর নরওয়ে (প্রথম) ডেনমার্ক (২য়), সুইডেন (৩য়) এস্তোনিয়া (৪র্থ) এবং ফিনল্যান্ড (৫ম) শীর্ষস্থান দখল করেছে।
আরও পড়ুন: গণমাধ্যমকর্মী আইন পরিমার্জনে টিআইবির বিবৃতি সহায়ক নয়, বরং অন্তরায়: তথ্যমন্ত্রী
২ বছর আগে
ঈদে বিটিভিতে ৩ পর্বের বিশেষ সিসিমপুর
প্রতিবারের মতো এবারের ঈদেও ছোট্ট বন্ধুদের জন্য থাকছে তিন পর্বের বিশেষ সিসিমপুর ‘মিলেমিশে সবে, মাতি উৎসবে’। যা বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন এবং ঈদের তৃতীয় দিন প্রতিদিন দুপুর ১টায়।
উৎসব, বৈচিত্র্য, মিলেমিশে থাকা এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে এবারের ঈদের বিশেষ তিন পর্ব। যেখানে আনন্দ আর বিনোদনের মাধ্যমে বিষয়গুলোর গুরুত্ব তুলে ধরবে সিসিমপুরের জনপ্রিয় চরিত্র হালুম, ইকরি আর বাহাদুর।
এছাড়া অনুষ্ঠান তিনটির প্রতি পর্বে শিশুরাও অংশ নেবে। হালুম, ইকরি আর বাহাদুরের সঙ্গে তারা ভার্চুয়ালি মেতে উঠবে ঈদ আড্ডায়। ভাগাভাগি করবে তাদের ঈদ উদযাপনের অনুভূতি।
এছাড়া তিন পর্বের ঈদ স্পেশাল সিসিমপুরের একটি পর্বে তৃতীয় লিঙ্গের একজন তারকা এবং আরেকটি পর্বে শারীরিক প্রতিবন্ধী একজন শিশুও অংশ নেবে। যার মাধ্যমে শিশুদের মাঝে একীভূত করার গুরুত্ব তুলে ধরা হবে।
আরও পড়ুন: ঈদুল ফিতরের সিনেমা ২০২২: বড় পর্দার আয়োজন
ঈদুল ফিতরের নাটক ২০২২: ছোট পর্দার যে তারকারা দর্শকনন্দিত হবার অপেক্ষায়
২ বছর আগে
ঈদের বিশেষ ‘ছায়াছন্দ’ উপস্থাপনায় এইচ এম রানা
চার দশক ধরে প্রচার হয়ে আসছে সিনেমার গান নিয়ে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ছায়াছন্দ’। এই আয়োজনের উপস্থাপনায় ছিলেন দেশ বরেণ্য অনেকে। আর প্রতিবারের ধারাবাহিকতায় ঈদ মানেই ‘ছায়াছন্দ’র বিশেষ পর্ব।
আসন্ন ঈদে বিশেষ ‘ছায়াছন্দ’ উপস্থাপনা করবেন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক এইচ এম রানা।
অনুষ্ঠানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এমন একটি অনুষ্ঠান উপস্থাপনার জন্য বিটিভি কর্তৃপক্ষ আমাকে যেই সুযোগ আর সম্মান দিয়েছেন তাতে আমি ভীষণ আপ্লুত ও অনুপ্রাণিত। ইতোমধ্যে বিটিভির নিজস্ব অডিটরিয়ামের বিশাল এক সেটে এর রেকডিং ও শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।’
এইচ এম রানার গ্রন্থনা ও উপস্থাপনায় এবং সৈয়দা ফারহানা হাসানের প্রযোজনায় ছায়াছন্দ অনুষ্ঠানটি বিটিভির ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের তৃতীয় দিন রাত ৮ টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে।
আরও পড়ুন: বলিউড: অবশেষে গাঁটছড়া বাঁধলেন রণবীর, আলিয়া!
১৮ বছরে পা দিলো শিশুদের প্রিয় সিসিমপুর
২ বছর আগে
বিটিভির মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের উদ্যোগ
বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশের উদ্যোগ ‘বনফুল থেকে লোক লোকালয়’ অনুষ্ঠানের ৩৮ বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়ি জেলার সাংস্কৃতিক সংগঠক ও শিল্পীদের পক্ষ থেকে এক আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বর্ষপূর্তির কেক কাটা এবং শিল্পীদের পক্ষে স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজনে বক্তব্য দেন লোকলোকালয় অনুষ্ঠানের সংগঠক ও উপস্থাপক চৌধুরী আতাউর রহমান। অন্যান্যদের মধ্যে শিক্ষাবিদ ধর্মরাজ বড়ুয়া, বিশিষ্ট শিল্পী সংগঠক প্রকৌশলী জীবন রোয়াজা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি দীলিপ চৌধুরী, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আবু দাউদ ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক সাংবাদিক আজহার হীরা।
শিল্পীদের পক্ষে স্মৃতিচারণ করেন অংচাইরী মারমা, ক্রাঞোরী মারমা। শিল্পী,সংগঠকরা অনুষ্ঠানের ধারা অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।
আরও পড়ুন: শতকণ্ঠে কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা
২ বছর আগে