শেরপুর উপজেলা
বগুড়ায় যাত্রীবাহী বাসচাপায় নিহত ২
জেলার শেরপুরে যাত্রীবাহী বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টায় উপজেলার সীমাবাড়ী-রানীরহাট আঞ্চলিক সড়কের জামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের নওশের আলীর ছেলে ফজর আলী খাজা (৪২) ও সুঘাট ইউনিয়নের সুঘাট মধ্যভাগ গ্রামের শরাফত আলীর ছেলে বেলাল হোসেন (৫২)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফজর আলী চান্দাইকোনা বাজার থেকে ভবানীপুর গ্রামের বাড়ি যাওয়ার জন্য বেলাল হোসেনের মোটরসাইকেল ভাড়া নেয়। এরপর তারা দুজন মোটরসাইকেলে রওয়ানা হন। পথিমধ্যে ওই আঞ্চলিক সড়কটির জামনগর নামকস্থানে পৌঁছলে যাত্রীবাহী একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই লাশ দুটি তাদের স্বজনরা নিয়ে গেছেন।
পড়ুন: ঈদের ছুটিতে সড়কে ৩৭৬ জনের প্রাণহানি: আরএসএফ
১০৬০ দিন আগে
বগুড়ায় কাভার্ডভ্যান চাপায় কারারক্ষী নিহত
বগুড়ার শেরপুর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় এক কারারক্ষী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর যমুনাপাড়া নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদুল ইসলাম (৩৮) উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর বিডিআর পাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে। তিনি সিরাজগঞ্জ জেলা কারাগারে কমর্রত ছিলেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, রাশেদুল ইসলাম সিরাজগঞ্জের কর্মস্থল থেকে একদিনের ছুটিতে শেরপুরে নিজ বাড়িতে আসেন। মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে উপজেলার কৃষ্ণপুর যমুনাপাড়া পৌঁছালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান পেছন থেকে মোটরসাইকেলসহ রাশেদুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। এছাড়া দুর্ঘটনার পরপরই চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
পড়ুন: মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ নিহত ৩
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
১১০৫ দিন আগে
বগুড়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
জেলার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকা থেকে শুক্রবার সকালে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে শেরপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ।
১৭১১ দিন আগে
বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
বগুড়ার শেরপুর উপজেলায় পৃথক দুটি স্থানে বুধবার সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।
১৮৩৯ দিন আগে