কুরিয়ার সার্ভিস
খাগড়াছড়িতে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে বুধবার সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টার অবরোধের আগে রাজধানীর মালিবাগে বাসে আগুন
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে আমরা প্রস্তুত রয়েছি।’
ওসি বলেন, অবরোধের সমর্থনে বিএনপির নেতা-কর্মীদের বিভিন্ন সড়কে পিকেটিং করতে দেখা গেছে। খাগড়াছড়ি থেকে দূরপাল্লার বাসের টিকিট কাউন্টার খোলা থাকলেও ছেড়ে যায়নি কোনো বাস।
তিনি আরও বলেন, শহর ও শহরতলিতে যানবাহন চলাচল স্বাভাবিক দেখা গেছে। কঠোর পুলিশি ব্যবস্থার কারণে কয়েকটি পণ্যবাহী ট্রাকও শহরে প্রবেশ করেছে।
আরও পড়ুন: মিরপুরে ঢাবি কর্মীদের বহনকারী বিআরটিসি বাসে আগুন
অবরোধ: চট্টগ্রামে চলছে পিকেটিং, দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
১১ মাস আগে
এসএ পরিবহনের পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কাকরাইল অফিসে আগুন
রাজধানীর কাকরাইলে একটি চারতলা ভবনে সোমবার (৯ অক্টোবর) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, সকাল ১০টা ১০মিনিটে এসএ পরিবহন কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন: রূপগঞ্জে চলন্ত বাসে আগুন, আহত ১০
ফেনীতে আগুনে ঘুমন্ত ২ শিশুর মৃত্যু, দগ্ধ মা
১ বছর আগে
নিউমার্কেটে সহিংসতা: পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন বিএনপির
নগরীর নিউমার্কেট এলাকায় দোকানদার ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে দিনব্যাপী সংঘর্ষ থামাতে পুলিশের 'নিষ্ক্রিয় ভূমিকা' নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এক পুলিশ কর্মকর্তা বলেছেন তারা কৌশলগত কারণে নিষ্ক্রিয় ছিল।
বুধবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক অনুষ্ঠানে ফখরুল সহিংসতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার পেছনে কৌশলগত কারণ জানতে চেয়েছেন।
আরও পড়ুন: নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ: প্রাণ গেল পথচারীর
গতকাল (মঙ্গলবার) নিউমার্কেট এলাকায় ছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে।
বিএনপি নেতা বলেন, বর্তমান সরকার দেশ পরিচালনা ও সবক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ সরকার এখন দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। কারণ কোথাও তাদের কোন নিয়ন্ত্রণ ও জবাবদিহিতা নেই।
পুলিশ ও সরকারের অন্যান্য দপ্তরের কোনো জবাবদিহিতা নেই উল্লেখ করে তিনি বলেন, দেশে অনাচারের পরিস্থিতি তৈরি হচ্ছে।
সোমবার রাতের একটি ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের একদল ছাত্র ও দোকানদারের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
সংঘর্ষে আহত কুরিয়ার সার্ভিসের কর্মচারী নাহিদ হাসান মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
আরও পড়ুন: নিউমার্কেটে সহিংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ীদের ফের সংঘর্ষে আহত ৩০
২ বছর আগে
কুরিয়ার সার্ভিসে মানুষ আনার অভিযোগে লাখ টাকা জরিমানা
করোনা আতঙ্কের মাঝেই ঢাকা থেকে রাজশাহী নগরীতে কুরিয়ার যোগে পণ্যের বদলে মানুষে আনার অভিযোগে আহমেদ কুরিয়ার সার্ভিসকে বুধবার এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৪ বছর আগে