তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি
তিতাসের ব্যবস্থাপনা পরিচালক চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: রাষ্ট্রদূতসহ ২৪ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সোমবার (৯ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে ২০২১ সালে চুক্তি ভিত্তিতে নিয়োগ পান তিনি। এরপর ২০২৩ সালের ২৪ আগস্ট তার মেয়াদ বাড়ানো হয়।
আরও পড়ুন: চট্টগ্রাম চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ
২ মাস আগে
শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
জরুরি ভিত্তিতে গ্যাসের পাইপলাইন পরিবর্তন ও অপসারণের জন্য রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় শনিবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে- মগবাজার রেললাইনের উত্তর পাশের এলাকা, মৌচাক, মালিবাগ রেলগেট, নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, ও মগবাজার টিএন্ডটি কলোনি।
সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পার্শ্ববর্তী এলাকাগুলোতে এই সময়ের মধ্যে গ্যাস সরবরাহে নিম্নচাপের সমস্যা হতে পারে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পাইপলাইন স্থানান্তরের জন্য দুই উপজেলায় ৪দিন গ্যাস সরবরাহ বন্ধ
নারায়ণগঞ্জে পাইপলাইন লিকেজের কারণে গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে মানুষ
গ্যাসের গন্ধের খবরে ঢাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জ্বালানি মন্ত্রণালয়ের
১ বছর আগে
সিদ্দিক বাজারে বিস্ফোরণ গ্যাস লিকেজ থেকে হয়নি: তিতাস গ্যাস
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণের সঙ্গে গ্যাস লিকেজের কোনো সম্পর্ক নেই।
বুধবার বিকালে বিস্ফোরণস্থল পরিদর্শনের পর তিতাস গ্যাসের পরিচালক (অপারেশন) সেলিম মিয়া সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘প্রাথমিক তদন্তে আমাদের অনুসন্ধানে ইঙ্গিত করা হয়েছে যে বিস্ফোরণের সঙ্গে গ্যাস লিকেজের কোনও সম্পর্ক নেই।’
তিনি বলেন, মঙ্গলবার বিস্ফোরণের পর আংশিক ক্ষতিগ্রস্ত ভবনে গ্যাসের কোনো উপস্থিতি খুঁজে পায়নি তিতাস দল।
তিনি বলেন, দলটি পুরো এলাকা পরীক্ষা করে দেখেছে, কিন্তু কোনো প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি পাওয়া যায়নি।
সেলিম সাংবাদিকদের বলেন, ‘বিল্ডিংটিতে একটি গ্যাস-রাইজার ছিল, কিন্তু সেটি অক্ষত ছিল। দ্বিতীয়ত, যদি কোনো গ্যাস লিকেজ হতো তাহলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটত।’
এর আগে মঙ্গলবার রাজধানীর গুলিস্তান এলাকার সিদ্দিক বাজারে বিআরটিসি বাস কাউন্টারের কাছে একটি পাঁচতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত এবং শতাধিক আহত হন।
আরও পড়ুন: গুলিস্তানে বিস্ফোরণের কারণ নমুনা পরীক্ষা করে জানা যাবে: র্যাবের পরিচালক
আহতদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন।
সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে।
ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপ-অতিরিক্ত পরিচালক শাহজাহান সিকদার।
আরও পড়ুন: গুলিস্তান বিস্ফোরণ: দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে
বিস্ফোরণের পর গুলিস্তানের ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১ বছর আগে
ঢাকার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
জরুরি ভিত্তিতে পাইপলাইনের কাজের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় সব ধরনের গ্রাহকের জন্য বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে যে রাজধানীর মিন্টু রোড, ইস্কাটন, পীরবাগ, হাবিবুল্লাহ রোড, কারওয়ান বাজার, ওল্ড এলিফ্যান্ট রোড, পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল, ঢাকা ক্লাব, হলি ফ্যামিলি হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট সংলগ্ন এলাকাগুলো এর অন্তর্ভুক্ত রয়েছে।
সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সংলগ্ন অন্যান্য এলাকার গ্রাহকরা গ্যাস সরবরাহে নিম্নচাপ অনুভব করতে পারেন।
আরও পড়ুন: না’গঞ্জে গ্যাসের দাবিতে তিতাস অফিস ঘেরাও
খুলনায় এলপি গ্যাস সংকট, বিপাকে ক্রেতারা
১ বছর আগে
রাজধানীর যেসব এলাকায় শনিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
সরবরাহ লাইন পরিবর্তনের জন্য শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির দেয়া তথ্যমতে, এলাকাগুলো হলো মিরপুর ১, ২, ৬, ৭, ১০, ১১, ১২ ও ১৩, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবাদি, মিরপুর ডিওএইচএস।
ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, আশেপাশের এলাকার ভোক্তারাও তাদের গ্যাস সরবরাহে নিম্নচাপ অনুভব করতে পারে।
আরও পড়ুন: ৩ মে ঢাকার বিভিন্ন এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
ঢাকা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ পুনরায় শুরু
২ বছর আগে
রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না
গ্যাসের পাইপলাইন সংস্কার কাজের জন্য মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর কয়েকটি এলাকায় বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলো হলো-হাতিরপুল, সার্কুলার রোড, ফ্রি স্কুল স্ট্রিট, গ্রিন রোড, কাঁঠালবাগান, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার, শুক্রাবাদ এবং ইন্দিরা রোড।
এছাড়াও গ্যাসের পাইপলাইন সংস্কারের কাজের কারণে আশেপাশের এলাকায়ও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
পড়ুন: গ্যাসের দাম বৃদ্ধির ওপর গণশুনানি ২১ থেকে ২৪ মার্চ
অনলাইনে গ্যাস বিল পরিশোধ করার নিয়ম
গ্যাসের দাম সহনীয় পর্যায়ে রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
২ বছর আগে
তিতাস গ্যাসের ৪ প্রকৌশলী গ্রেপ্তারে আইইবির নিন্দা
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চার প্রকৌশলীকে গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।
৪ বছর আগে
আবাসিক প্রিপেইড গ্যাস মিটারে ২ হাজার টাকা ‘ইমার্জেন্সি ব্যালেন্স’
আবাসিক গ্যাস ব্যবহারকারীদের জন্য ইমার্জেন্সি ব্যালেন্সের পরিমাণ সরকার ঘোষিত ছুটির দিনগুলোতে ২০০ টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
৪ বছর আগে