পাবনা জেনারেল হাসপাতাল
পাবনায় ভাইয়ের হাতে বোন খুন!
পাবনার ফরিদপুরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে চাচাতো বোন পারুল খাতুন (২৫) নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার দিঘুলিয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে নিহতের চাচাতো ভাই একই গ্রামের মোকলেছ আলী (৩০) পলাতক রয়েছেন।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, বাড়ির শিশুদের খেলাধূলা ও মারামারি নিয়ে সকাল ৭টার দিকে মোকলেছ ও পারুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ মোকলেছ কাঠের বাটাম দিয়ে পারুলকে মাথায় আঘাতসহ মারধোর করে। এ ঘটনায় গুরুতর আহত পারুলকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে বিকাল ৩টার দিকে মারা যান পারুল।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: পাবনায় ‘চরমপন্থী’ সদস্যকে গুলি করে হত্যা
পাবনায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২
১২৮৮ দিন আগে
পাবনায় পুকুরের পানিতে ডুবে মারা গেল ২ শিশু
পাবনা জেলার সদর উপজেলার দোগাছিতে শুক্রবার পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
১৮২২ দিন আগে