প্রতিরক্ষা মন্ত্রণালয়
বন্ধ হলো চট্টগ্রামের জিয়া শিশু পার্ক
চট্টগ্রাম সদরের কাজীর দেউড়ি সংলগ্ন জিয়া স্মৃতি শিশু পার্ক বন্ধ করে দিয়েছেন জেলা প্রশাসন।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এমং মারমা মং ও রাকিবুল ইসলাম পার্কটি সিলগালা করেন।
সিলগালা শেষে চট্টগ্রাম সেনানিবাসের নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহেরকে জিয়া স্মৃতি শিশু পার্কের জায়গা বুঝিয়ে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
আরও পড়ুন: চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীর থেকে লাশ উদ্ধার
নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এমং মারমা মং বলেন, শিশু পার্কের জায়গাটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পত্তি। চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) যেসব শর্তে জমিটি ব্যবহার করতে দেওয়া হয়েছিল তার ব্যত্যয় ঘটায় শিশু পার্ক সিলগালা করে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বুঝিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত চট্টগ্রাম সার্কিট হাউজ ও জিয়া স্মৃতি জাদুঘর সংলগ্ন জিয়া শিশু পার্কটি সিটি করপোরেশনের কাছ থেকে ভাড়া নিয়ে পরিচালনা করে আসছিল একটি বেসরকারি প্রতিষ্ঠান।
তবে, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পার্কটি বন্ধ করে দেওয়ার দাবি জানাচ্ছিল।
এছাড়া এটি বন্ধের দাবিতে বিভিন্ন সময় কয়েকটি সংগঠন মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিল।
আরও পড়ুন: চট্টগ্রামে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
১ বছর আগে
বাবা হারালেন কণ্ঠশিল্পী ন্যান্সি
দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বাবা নাঈমুল হক সোমবার রাজধানী ঢাকার খিলক্ষেতের বাসায় ইন্তেকাল করেছেন।
৪ বছর আগে
করোনায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মহসিন চৌধুরী মারা গেছেন।
৪ বছর আগে
করোনা মোকাবিলায় উপকূলীয় এলাকায় কাজ করছে নৌবাহিনী
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে টহল জোরদারের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজ শুরু করেছে নৌবাহিনী।
৪ বছর আগে