যাত্রাবাড়ী
যাত্রাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু
ঢাকার যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় কামাল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত কামাল হোসেন ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: ফরিদগঞ্জে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০
নিহতের ভাই মো. আক্তার হোসেন জানান, ওয়ার্কশপে কাজ শেষ করে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তার ভাইকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় কামালকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আরও পড়ুন: চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একজন দগ্ধ
ঋণ করে ওমানে গিয়েছিলেন অগ্নিকাণ্ডে নিহত হোসেন
৭ মাস আগে
যাত্রাবাড়ীতে গাড়িচাপায় কিশোর নিহত
রাজধানীর যাত্রাবাড়ীতে গাড়িচাপায় এক কিশোর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার(৪ জানুয়ারি) সকালে অজ্ঞাত একটি গাড়িচাপায় ওই কিশোর নিহত হয়েছে।
নিহত নাঈম (১৩) ওই এলাকার এক পথশিশু।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, আজ সকালে যাত্রাবাড়ী কালাপট্টির বিপরীতে ফ্লাইওভারের নিচে অজ্ঞাত একটি গাড়ি নাঈমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ইউএনও’র গাড়িচাপায় সাংবাদিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে।
পুলিশ নাঈম সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে বলে জানান ওই কর্মকর্তা।আরও পড়ুন: সিলেটে গাড়িচাপায় স্কুলছাত্রী নিহত
৯ মাস আগে
যাত্রাবাড়ীতে জামায়াতের মানববন্ধন ছত্রভঙ্গ করেছে পুলিশ
রাজধানীর যাত্রাবাড়ীতে মানবাধিকার দিবস উপলক্ষে রবিবার (১০ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর মানববন্ধন ছত্রভঙ্গ করেছে পুলিশ।
এছাড়া পুলিশ দল ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের বেশ কয়েকজন নেতা-কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করেছে।
দলটির বেশ কয়েকজন নেতা বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আইনজীবী ড. হেলাল উদ্দীনের নেতৃত্বে দলের রাজনৈতিক নিবন্ধন মামলা, একতরফা নির্বাচনের তফসিল, গুপ্ত হত্যা, গণগ্রেপ্তার, ক্রমাগত মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এবং আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনে মানববন্ধন করা হয়।
তারা অভিযোগ করেন, হঠাৎ পুলিশ গুলি ছুড়ে, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের বাধা দেয়।
আরও পড়ুন: সিলেটে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে ১২ দিনে ১৭ মামলা, গ্রেপ্তার ৫০
তাৎক্ষণিকভাবে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর (প্রধান) নুরুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী জানান, সকালে শহীদ ফারুক সড়কে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বিক্ষোভ করার সময় লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়।
এ ঘটনায় দলের ৩ জন সমর্থককে আটক করা হয়েছে বলে জানান তিনি।
দীর্ঘদিন পর রবিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দলটি রাস্তায় নেমেছে।
আরও পড়ুন: সিলেটে বিএনপি-জামায়াতের ৭ কর্মী আটক, আহত ৫ পুলিশ সদস্য
জামায়াতের অর্থের ‘জোগানদাতা’ ডা. ফাতেমাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার
১০ মাস আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে আগুন
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় হানিফ ফ্লাইওভারের নিচে মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টার অবরোধের আগে ঢাকার যাত্রাবাড়ীতে বাসে আগুন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের (মিডিয়া সেল) ডিএডি শাহজাহান শিকদার জানান, রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশি পাহারায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুন: রাজধানীর বিজয়নগরে বাসে আগুন
কুষ্টিয়ায় পুলিশের জব্দ করা বাসে আগুন
১১ মাস আগে
যাত্রাবাড়ী থেকে যুবক ও কিশোরীর লাশ উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ীর একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিস থেকে এক যুবক ও এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক মিশেলকে (২৬) অচেতন অবস্থায় উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরও পড়ুন: মূল চ্যালেঞ্জ হলো ভোটারদের ভোটকেন্দ্রে আনা: জাপা মহাসচিব চুন্নু
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম রহিম (২৫) এবং তিনি ‘বন্ধন এন্টারপ্রাইজের’ কর্মী। তবে তাৎক্ষণিকভাবে নিহত মেয়েটির পরিচয় জানা যায়নি। মেয়েটির বয়স ছিল আনুমানিক ১৪ বছর।
তিনি আরও জানান, দিবাগত রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে যে কোনো সময় তাদের মৃত্যু হয়।
তিনি বলেন, পুলিশের তদন্তে প্রমাণ পাওয়া গেছে, তারা ওই কক্ষে মদ পান করেছেন।
আরও পড়ুন: ২০২৪ সালের জুনের মধ্যে ভাঙ্গা-যশোর রেলপথ নির্মাণ শেষ হবে: মন্ত্রী
রাঙ্গামাটি রাজবন বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
১১ মাস আগে
যাত্রাবাড়ীতে নাশকতার মামলায় শ্রমিকদল নেতাসহ ৪ জন গ্রেপ্তার: র্যাব
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল ও যুবদলের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র ্যাব)।
শনিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-১০।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ঢাকা দক্ষিণ ৬২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আলী আকবর (৪৪) ও ৬২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. জিয়াউল হাসান খান ( ৪০), শ্রমিক দলের সদস্য সচিব মো. শুক্কুর আলী (৫২), শ্রমিক দলের ৪৮ নং ওয়ার্ড শাখার আহ্বায়ক, শ্রমিক দলের ৬৩ নং ওয়ার্ড শাখার সভাপতি মো. আবু বকর (৫৭)।
আরও পড়ুন: নাশকতার অভিযোগে গত ২২ দিনে প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব
র ্যাব-১০ এর সহকারী পরিচালক (অপারেশনস) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময় নাশকতার ষড়যন্ত্রে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা ও দানিয়াসহ আশপাশের এলাকায় গাড়ি ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত ছিল।
তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের সহকারী পরিচালক।
আরও পড়ুন: হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজির বাসায় র্যাবের অভিযান
১১ মাস আগে
রাজধানীর যাত্রাবাড়ী ও গুলিস্তানে আরও দুটি বাসে আগুন
বিএনপি ও সমমনা বিরোধী দলের ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগেই শনিবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও গুলিস্তান এলাকায় আরও দুটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের সামনে সময় নিয়ন্ত্রণেরর একটি বাসে আগুন দেওয়া হয়।
তিনি জানান, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুন: বনানীতে মিনিবাসে আগুন
এদিকে রাত ৯টা ২৭ মিনিটের দিকে যাত্রাবাড়ীর একটি ফলের বাজারের সামনে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে রাজধানীর নটরডেম কলেজ ও গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
আরও পড়ুন:৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগেই ঢাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন
১১ মাস আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত ইস্তিয়াক হোসেন খাঁন (৭০) রাজধানীর শান্তিবাগ এলাকার বাসিন্দা।
রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ৯টা ২০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আরও পড়ুন: সিলেটে বৃদ্ধের লাশ উদ্ধার
মিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
১ বছর আগে
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত
রাজধানীর যাত্রাবাড়ীতে রবিবার (২৭ আগস্ট) সড়ক দুর্ঘটনায় মাসুদ মিয়া (২৭) নামে বাসের এক হেলপার নিহত হয়েছেন।
নিহত মাসুদ মিয়া জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কালিবাড়ি গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় লেগুনা চালক নিহত
তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সুতারলাড়া এলাকায় স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ওসমান আলী জানান, রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজের কাছে গাড়িটি মাসুদকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, গাড়িটিকে শনাক্ত করা এবং অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
১ বছর আগে
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় যুবক নিহত
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (০৬ আগস্ট) উক্ত এলাকায় ড. মাহবুবুর রহমান কলেজের সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক রাত ৯টা ৪০ মিনিটের দিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় নারী আইনজীবী নিহত
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, রাতে ডিউটি করার সময় ৯৯৯-এর মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই।
তিনি বলেন, পরে সেখান থেকে পথচারীদের সাহায্য নিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আমরা নিহত যুবকের পরিচয় জানতে পারিনি।
এসআই আরও বলেন, আমরা বাসটি শনাক্তের চেষ্টা করছি। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আরোহী আহত
ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
১ বছর আগে