কারওয়ান বাজার
অসাধু ব্যবসায়ীদের চিহ্নিতকরণে বাজার কমিটিগুলোর সহযোগিতা চায় এফবিসিসিআই
অনিয়ম ও কৃত্রিম সংকট তৈরি করে বাজারকে অস্থিতিশীল করে এমন অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে বাজার কমিটিগুলোর সহযোগিতা চায় এফবিসিসিআই।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর কারওয়ান বাজার কাঁচাবাজারে ইসলামিয়া শান্তি কমিটির নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় এ সহযোগিতার আহ্বান জানান এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি এবং বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক মো. আমিন হেলালী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আমিন হেলালী বলেন, ব্যবসায়ীরা নিয়মের মধ্যে ব্যবসা-বাণিজ্য করতে চায়। কতিপয় অসাধু ব্যবসায়ীর কারণে গোটা ব্যবসায়ী গোষ্ঠী প্রশ্নবিদ্ধ হয়। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য সারা দেশের ব্যবসায়ীদের অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি আরও বলেন, শুধু রমজান মাস নয়, সারা বছর দেশব্যাপী এফবিসিসিআইয়ের বাজার মনিটরিং কার্যক্রম চলবে।
আরও পড়ুন: অসাধু ব্যবসায়ীদের রুখতে বাজার কমিটিকে সক্রিয় থাকার আহ্বান এফবিসিসিআইয়ের
বাজার অস্থিতিশীল হওয়ার কারণগুলো শনাক্ত করে লিখিত আকারে এফবিসিসিআইকে দিতে আহ্বান জানান তিনি। সমস্যাগুলো সমাধানে সরকারের সহযোগিতা নিয়ে এফবিসিসিআই কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।
মত বিনিময় সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, কৃষক ও ভোক্তারা ভোগান্তিতে থাকলেও মধ্যস্বত্বভোগীরা লাভবান হচ্ছেন।
ক্যাশ মেমো ব্যবস্থা না থাকায় বেশি কারচুপি হচ্ছে উল্লেখ তিনি বলেন, ক্যাশ মেমো ব্যবস্থা চালু করা গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশেই কমে আসবে। ব্যবসায়ীরা সচেতন ও সোচ্চার হলে পণ্যে ভেজাল রোধ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: রমজানে কাঁচামাল পণ্যের মূল্য স্বাভাবিক ও সরবরাহ ঠিক রাখার আহ্বান এফবিসিসিআই সভাপতির
পণ্য কেনা-বেচার সময় রসিদ রাখার বিষয়ে জোর দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস।
সভাপতির বক্তব্যে ইসলামিয়া শান্তি সমিতির সভাপতি মো. বাবুল মিয়া আড়ৎদারদের পাশাপাশি আমদানিকারকদেরও মনিটরিংয়ের আওতায় নিয়ে আসার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক, সাবেক পরিচালক, বাজার মনিটরিং কমিটির সদস্য ও ব্যবসায়ী নেতারা।
এর আগে কারওয়ান বাজার কাঁচাবাজার পরিদর্শন করে এফবিসিসিআইয়ের বাজার মনিটরিং কমিটি।
আরও পড়ুন: রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি এফবিসিসিআইয়ের আহ্বান
৩৫৫ দিন আগে
কারওয়ান বাজারে বস্তির আগুন নিয়ন্ত্রণে, নিহত ২
রাজধানীর কারওয়ান বাজারের মোল্লাবাড়ি বস্তিতে শুক্রবার দিবাগত রাতের অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জনের দগ্ধ লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের (মিডিয়া সেল) গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, রাত ২টা ২৩ মিনিটের দিকে বস্তিতে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুতই তা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বস্তি থেকে দুটি দগ্ধ লাশ উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে ৮টি শেড
ফেনীতে আগুনে দগ্ধ সেই পরিবারের ৩ জনের কেউই বেঁচে নেই
৪৩০ দিন আগে
রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় শ্রমিক নিহত
রাজধানীর কারওয়ান বাজার-১ রেলগেট এলাকায় বুধবার বিকালে ট্রেনের ধাক্কায় এক গুদাম শ্রমিক নিহত হয়েছেন।
নিহতের নাম আহমেদ আলী (৫৫)। নিহতের ছেলে সুজন আলী জানান, তার বাবা কারওয়ান বাজারে একটি চালের গুদামে শ্রমিকের কাজ করতেন।
নিহতের ছেলে জানান, ঘটনাটি ঘটেছে যখন একই সময়ে দুটি ট্রেন অতিক্রম করছিল এবং আহমেদের শ্রবণ সমস্যা ছিল।
সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীর আশকোনায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল নছিমন, ৩ ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল
৬৯৮ দিন আগে
রমনায় শাহ সিমেন্টের ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত
রাজধানীর রমনার অফিসার্স কোয়ার্টারের সামনের রাস্তায় শাহ সিমেন্টের মিকচার মেশিন যুক্ত একটি ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক ভ্যান চালক। সোমবার ভোর ছয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ভ্যান চালক হলেন নূর আলম (৪০) এবং আহত ব্যক্তি হলেন তুহিন (৩৬) ।
আহত তুহিনের ভাই মো. শামিম জানান, নূর আলম ও তুহিন দু'জন দুটি ভ্যানে প্রায় সাড়ে ছয় হাজার করে ডিম নিয়ে কারওয়ান বাজার থেকে জিনজিরা যাচ্ছিল। পথে রমনা অফিসার্স কোয়ার্টারের সামনের রাস্তায় পেছন থেকে শাহ সিমেন্টের (মিকচার মেশিন যুক্ত) একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। পরে তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক ) নিয়ে গেলে চিকিৎসক নূরকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। আহত তুহিন চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চালক-হেলপারসহ নিহত ৩
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
১১৪৯ দিন আগে
রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন
রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।
পুলিশ এখনো নিহত যুবকরে পরিচয় জানাতে পারেনি।
পুলিশ জানায়, কারওয়ান বাজার প্রিন্স হোটেলের সামনে ছিনতাইকারীরা নিহতের মোবাইল ছিনিয়ে নেয়ার সময় ওই যুবক বাধা দিলে ছিতাইকারীদের ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত হয়। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল নিয়ে যায়। পরে সেখান থেকে রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিষয়টি তেজগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
আরও পড়ুন: পাবনায় ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত
সুপারি চুরির ঘটনায় লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন
১২৫৯ দিন আগে
কারওয়ান বাজারে খুচরা বিক্রেতারা বসতে পারবেন না
করোনাভাইরাস সংক্রমণ রোধে রাজধানীর বৃহত্তম কাঁচাবাজার কারওয়ান বাজারে বসতে পারবেন না খুচরা বিক্রেতারা।
১৭৯১ দিন আগে
শ্রমজীবীদের মাঝে ১৫ হাজার মাস্ক বিতরণ শুরু বাণিজ্য মন্ত্রণালয়ের
শ্রমজীবী, নিম্নবিত্ত ও বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের মধ্যে ১৫ হাজার মাস্ক বিতরণ শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
১৮১৫ দিন আগে