চাঁদপুরে
চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৮) এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এলাকায় রেল লাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
এখনও তার পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন: জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ২
হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, দুপুরে চাঁদপুর-লাকসাম রেলপথের হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল এলাকায় রেল লাইনের পাশে ট্রেনে কাটা লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়।
পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশকে অবহিত করেন। রেলওয়ে পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে চাঁদপুর নিয়ে যায়।
স্থানীয়দের ধারণা, নিহত যুবক আত্মহত্যা করে থাকতে পারেন। তার হাতে একটি সাদা কাগজ দেখা গেছে। তবে কাগজে কি লিখা ছিল, তা জানা যায়নি।
চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, তার পরিচয় শনাক্তের জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: নাটোরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ২
১ বছর আগে
চাঁদপুরে ‘কিশোর গ্যাংয়ের’ ১৫ সদস্য আটক
চাঁদপুরে শহরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ‘কিশোর গ্যাংয়ের’ ১৫ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে চাঁদপুর সদর মডেল থানা থেকে আটককৃতদের মুচলেকা রেখে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
আটক সবার বাড়ি শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায়।
আরও পড়ুন: ঢাকায় কিশোর গ্যাংয়ের ২০ সদস্য আটক
এর আগে সোমবার (২৭ মার্চ) বিকাল থেকে রাত পর্যন্ত শহরের মিশন রোড, তালতলা স্টাফ কোয়ার্টার এবং বাসস্ট্যান্ড ফয়সাল মার্কেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
জানা যায়, রবিবার (২৬ মার্চ) দিনগত রাত তারাবি নামাজের সময়ে শহরের মিশনরোড রেলক্রসিং এলাকায় কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। ওই ঘটনায় পুলিশ দুজনকে আটক করে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ ঘটনার সত্যথা নিশ্চিত করেন।
তিনি বলেন, আটকদেরকে সতর্ক করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। অভিভাবকদের দায়িত্বহীনতা ও খারাপ সঙ্গসহ নানা কারণে এই কিশোর গ্যাংয়ের সৃষ্টি।
তিনি আরও বলেন, মাহে রমজানে ইফতারের পর উঠতি বয়সের যুবকদের আড্ডারত অবস্থায় পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। তারা রমজান মাসে নামাজের নাম করে বাসা থেকে বের হয়ে নানা অপরাধে লিপ্ত হয়।
আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জে ‘কিশোর গ্যাং’ এর ৪ সদস্য গ্রেপ্তার
১ বছর আগে
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের বেড়িবাধ সড়কে শনিবার মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- শান্ত মিয়াজী (২৫) ওই ইউনিয়নের খাগুরিয়া গ্রামের আবদুর রশিদ মিয়াজীর ছেলে, রাশেদ (২৪) একই গ্রামের সেলিম বকাউলের ছেলে ও সেলিম মিয়া (৩০) চান্দ্রাকান্দি গ্রামের আবিদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, শান্ত, রাশেদ ও আরেক যুবক তানভীর মোটরসাইকেলে বেলতলী থেকে খাগুরিয়ার দিকে যাচ্ছিল, এমন সময় বিপরীত দিক থেকে একটি ট্রলি যাচ্ছিল।
আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, আহত ১
হৃদয় হোসেন নামের এক স্থানীয় বলেন, ‘হাপানিয়া ভূঁইয়া বাড়ির সামনে বেড়িবাধ সড়কে সংঘর্ষে মোটরসাইকেলেকে থাকা তিনজন ও ট্রলির হেলপার গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই রাশেদ মারা যায় এবং শান্ত ও সেলিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান যে পরিবারের লোকজন জোর করায় রাশেদের লাশ হাসপাতালে আনতে পারেনি পুলিশ।
তিনি বলেন, ‘শান্ত ও সেলিমের মরদেহ বর্তমানে মর্গে রয়েছে। তানভীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রলির চালক পালিয়ে গেছে। দুই যানবাহনই সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ২
খুলনায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
১ বছর আগে
চাঁদপুরে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মৃত শুভ (১৬) উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের বর্ডার বাজার এলাকার মানিক বেপারীর ছেলে। শুভ উপজেলার গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।
শনিবার রাত সাড়ে ১১টায় খেলা শেষে বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শুভ।
শুভর মা-বাবা বলেন, একটি মাত্র ছেলে, ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন। শখের ব্যাডমিন্টন খেলতে গিয়ে নিমিষেই স্বপ্ন কেড়ে নিল বিদ্যুৎ। সে অনেকক্ষণ বিদ্যুতের তারে আটকে ছিল।
খেলার সঙ্গীরা জানায়,শুভ নিজ বাড়ির উঠানে বাড়ির ছেলেদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিল। খেলা শেষে বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় শুভ। সে অবস্থায় মিনিটখানেক থাকে সে। চিৎকার দিয়ে ছুটতে চেষ্টা করার এক পর্যায়ে শুভকে বিদ্যুৎ ছিটকে ফেলে দেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ হোসেন এ খবর নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় এ নিয়ে কোনো মামলা হয়নি।
আরও পড়ুন: যশোরে বিদ্যুৎস্পৃষ্টে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নবদম্পতির মৃত্যু
মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
২ বছর আগে
চাঁদপুরে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
চাঁদপুরের মতলব উত্তরে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত পারভেজ (১৮) হানিরপাড় গ্রামের শাহজাহান মোল্লার ছেলে ও মোহনপুর আলী আহম্মদ মিয়া কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।
নিহতের স্বজন ও পরিবার সূত্রে জানা যায়,শনিবার সকালে নির্মাণাধীন বিল্ডিংয়ে তার নিথর দেহ ঝুলতে দেখে রশি কেটে নামানো হয়।
আরও পড়ুন: ফতুল্লায় নতুন জামার জন্য কিশোরীর ‘আত্মহত্যা’
তারা আরও জানান, সম্প্রতি পারভেজ একটি মোটরসাইকেল কিনে দেয়ার জন্য আবদার করে আসছিলো। কিন্তু তার বাবা মোটরসাইকেল কিনে দেননি। এই কারণেই পারভেজ আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন তার বাবা ও স্বজনরা।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ভোর রাতে ওই কলেজ ছাত্র নিজ বাড়িতে নির্মাণাধীন বিল্ডিংয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: জামালপুরে স্কুলছাত্রী ‘ধর্ষণের পর আত্মহত্যা’, যুবক গ্রেপ্তার
সাতক্ষীরায় স্কুলছাত্রীর আত্মহত্যা!
২ বছর আগে
চাঁদপুরে টিকার জন্য শিক্ষার্থী প্রতি নেয়া হচ্ছে ৫০ টাকা!
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়েরর শিক্ষার্থীদের কাছ থেকে করোনার টিকা নিতে জনপ্রতি ৫০ টাকা করে নেয়া হচ্ছে বলে অভিভাবক ও শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।
জানতে চাইলে অভিযোগ স্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক বেনজির আহমদ।
তিনি বলেন, আমাদের স্কুলে টিকাদান কেন্দ্র করা হয়েছে। এখানে আমাদের অনেক খরচ আছে। সেটা মেটাতে আমরা আমাদের স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৫০ টাকা করে নিচ্ছি। এর চেয়ে বেশি নেয়ার অভিযোগ থাকলেও তিনি জানান, জনপ্রতি ৫০ টাকার বেশি নেয়া হচ্ছে না।
অভিভাবকদের দাবি, কিছু শিক্ষার্থীকে ৫০ টাকার বেশি দিতে হয়েছে।
বিদ্যালয়টিতে বর্তমানে ১ হাজার শিক্ষার্থী রয়েছে। হিসাব অনুযায়ী, টিকাদান কার্যক্রমে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আয় হবে ৫০ হাজার টাকা।
আরও পড়ুন: টিকা নিতে শিক্ষার্থীদের ভিড়, স্বাস্থ্যবিধি মানার বালাই নেই
বর্তমানে করোনার প্রাদুর্ভাব বাড়লেও সরকার শিক্ষার মান ধরে রাখার কথা চিন্তা করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখার লক্ষ্যে স্কুলের শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যা শেষ করতে হবে আগামী ৩১ জানুয়ারির মধ্যে।
সরকার বিনামূল্যে শিক্ষার্থীদের টিকা দিলেও মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের টাকার বিনিময়ে টিকাদানের বিষয়ে অভিভাবক ও শিক্ষা সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন।
তবে মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইযূম খান বলেন, ‘আপনার মাধ্যমে আমি অভিযোগ পেলাম। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: গিয়াস উদ্দীন পাটোয়ারি বলেন, ‘এটা আমার জানা নেই। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিব।’
আরও পড়ুন: বাংলাদেশকে আরও ৯৬ লাখ ডোজ ফাইজার টিকা উপহার দিলো যুক্তরাষ্ট্র
২ বছর আগে
চাঁদপুরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধ ভাঙন, স্বেচ্ছাশ্রমে মেরামত
জেলার মতলব উত্তর উপজেলার ‘মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ’ জনতা বাজার সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে আচমকা ব্যাপক ভাঙন দেখা দিলে শত শত যুবক স্বেচ্ছাশ্রমে এটি মেরামত করে।
৪ বছর আগে
চাঁদপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
জেলার ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
চাঁদপুরে হাজিরা দিতে এসে কারাগারে বিএনপির ১১ নেতা
বিশেষ ক্ষমতা আইনের মামলায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১১ নেতা-কর্মী আদালতে হাজিরা দিতে আসলে জামিন নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
৪ বছর আগে
চাঁদপুরে কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে হতাশা
চাঁদপুরে এবারও কোরবানির পশুর চামড়ার দাম কম থাকায় চোখে-মুখে হতাশ নিয়ে ফিরে যাচ্ছেন শহরের ও গ্রামের অতি গরীব দুখীরা।
৪ বছর আগে