দীঘিনালা
খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি
খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে হওয়া সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দীঘিনালায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত লারমা স্কয়ার বাজার পরিদর্শন করে তদন্ত কমিটি।
তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরীর নেতৃত্বে পরিদর্শনে ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তফিকুল আলম, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদসহ তদন্ত কমিটির সদস্যরা।
আগুনে পুড়ে যাওয়া বাজার পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন তারা।
পরে উপজেলা পরিষদ কার্যালয়ে পাহাড়ি ও বাঙালি নেতা ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেন তারা।
এসময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করার অনুরোধ জানান তদন্ত কর্মকর্তারা।
আরও পড়ুন: দীঘিনালায় যুবকের মৃত্যু, অর্ধশতাধিক দোকানপাটে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার
ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরী জানান, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, সুধীজনের মতামত, ঘটনার ভিডিও ও পত্রপত্রিকার রিপোর্ট দেখে ঘটনার কারণ উদঘাটন করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় গঠিত এই তদন্ত কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ভোরে চুরির অভিযোগে এক যুবককে হত্যাকে কেন্দ্র করে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনায় ৪ জন নিহত হয়। আহত হয় আরও অনেকে।
এছাড়াও পুড়ে গেছে অনেক দোকানপাট, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের ঘর-বাড়ি।
আরও পড়ুন: খাগড়াছড়িতে সব হত্যাকাণ্ডের বিচার ও সহায়তার আশ্বাস তথ্য উপদেষ্টার
২ মাস আগে
দীঘিনালায় যুবকের মৃত্যু, অর্ধশতাধিক দোকানপাটে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার
খাগড়াছড়ি জেলার দীঘিনালায় মো. মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে ‘লারমা স্কয়ার’ এলাকায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আশপাশের অর্ধ-শতাধিক দোকানপাট পুড়ে গেছে।
বৃহস্পতিবার বিকালে দুই পক্ষের বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে।
এদিন বিকাল সাড়ে ৩টার দিকে দীঘিনালা কলেজ এলাকা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ বের করে। বিক্ষোভটি লারমা স্কয়ার অতিক্রম করার সময় কিছু পাহাড়ি ছাত্রদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে উত্তেজনা বিরাজ করে।
সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হন। তাদের দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরে একদল উত্তেজিত জনতা লারমা স্কয়ার এলাকার বাজারে আগুন দেয়। এতে ৫০টির বেশি দোকানপাট পুড়ে যায়।
বর্তমানে এই ঘটনায় দীঘিনালায় উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ নুরুল হক জানান, দুর্বৃত্তরা বাজারে আগুন দিয়েছে। আগুন নেভানোর কাজ চলছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, দীঘিনালা ও খাগড়াছড়ি সদরে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্থিতিশীল রাখতে সমন্বিত টহল জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে চুরির অভিযোগে মো. মামুন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। একটি আঞ্চলিক দলের সদস্যরা তাকে হত্যা করেছে বলে বাঙ্গালি সংগঠনগুলোর দাবি।
৩ মাস আগে
দীঘিনালায় সহকর্মীকে গুলি করার অভিযোগ জেএসএস কর্মীর বিরুদ্ধে
খাগড়াছড়ির দীঘিনালায় এক সহকর্মীকে গুলি করার অভিযোগ উঠেছে জেএসএসের (এম এন লারমা) এক সদস্যের বিরুদ্ধে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরসংলগ্ন থানাবাজারের মাঈনীব্রিজে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে চলতি বছর ৪৭০টি নির্বিচারে গুলির ঘটনা ঘটেছে
আহত সুজন চাকমা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকার রমনি মোহন চাকমার ছেলে।
অপরদিকে অভিযুক্ত বিজয় চাকমার বাড়িও রাঙ্গামাটির বাঘাইছড়ির মাচালং এলাকার উজ্যেগছড়িগ্রামে।
জেএসএস (এম এন লারমা) উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সমির চাকমা জানান, বিজয় চাকমার করা গুলি সুজনের ডান হাঁটুতে লেগে স্লিপ করে চলে যাওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তিনি সুস্থ রয়েছেন।
রাতে উপজেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উপসহকারী চিকিৎসা কর্মকর্তা প্রমেশ চাকমা জানান, সুজন চাকমার ডান হাটুর চামড়া ছিঁড়ে গুলি বেরিয়ে যাওয়ায় বেশি ক্ষতি হয়নি, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
১ বছর আগে
খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, দীঘিনালা-লংগদু সড়ক যোগাযোগ বন্ধ
কয়েকদিনের টানা বর্ষণে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ৭/৮টি গ্রামের হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
এছাড়া, দীঘিনালা-লংগদু সড়কের বড়মেরুং স্টিলব্রিজ এলাকা এবং দাঙ্গাবাজার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (৮ আগস্ট) বিকাল থেকে দ্রুত পানি বাড়তে থাকে। এতে মেরুং ইউনিয়নের ১নং কলোনি, ২নং কলোনি, চিটাগাং পাড়া, বাজার এলাকা, হাজাছড়া, সোবানপুর, বেতছড়ি এলাকার তিন শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পরেছে। বিকাল থেকেই আশ্রয়কেন্দ্রে যাওয়া শুরু করে পানিবন্দি পরিবারগুলো।
টানা বর্ষণ অব্যাহত থাকলে মঙ্গলবারের মধ্যে পানিবন্দি পরিবারের সংখ্যা অনেক বেড়ে যাবে।
মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা আক্তার লাকি জানান, বন্যা পরিস্থিতি বিবেচনায় পানিবন্দি পরিবারগুলোর জন্য পাঁচটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
এরমধ্যে ছোটমেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সোমবার বিকালের মধ্যে ৫০জনের বেশি আশ্রয় নিয়েছে। আশ্রয় কেন্দ্রে আশ্রিতদের জন্য প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।
১ বছর আগে
রাঙ্গামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাঙ্গামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরও চারজন।
শনিবার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা কাঁঠাল বাগান মোড় ও বাঘাইছড়ি উপজেলা দীঘিনালা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন-মাহেন্দ্র চালক হ্লাথোয়াইইচিং মারমা (৩২) ও মো.সামীম (৩০)।
স্থানীয় প্রত্যাক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি হ্লাথোয়াইচিং মারমা তাংখালি পাড়া থেকে দুইজন যাত্রী নিয়ে বাঙ্গালহালিয়ার উদ্দেশ্যে রওনা হন। এক পর্যায়ে গাইন্দ্যা কাঁঠাল বাগান রাজস্থলী-চন্দ্রঘোনা প্রধান সড়কে চাউল বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত দুই জনকে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: ভোলায় সড়ক দুর্ঘটনায় সাবেক শিক্ষা কর্মকর্তা নিহত
বিষয়টি নিশ্চিত করে রাজস্থলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সালেহ জানান,সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ট্রাক ও মাহেন্দ্র গাড়ি দুটো জব্দ করা হয়েছে। এই ব্যাপারে আইনী প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।
অন্যদিকে বাঘাইছড়ি থেকে দীঘিনালা যাওয়ার পথে জীপ (চাঁদের গাড়ী) উল্টে মো. শামীম (৩০) নামে এক হেলপার নিহত হয়েছে। এসময় গাড়ির চালকসহ আরও দুই সহযোগি আহত হয়েছে।গাড়িতে কাঠ ব্যতিত অন্য কোন যাত্রী ছিল না।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল দীঘিনালা উপজেলা হওয়ার কারণে দীঘিনালা পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
২ বছর আগে
দীঘিনালায় সাবেক ইউপিডিএফ’র সদস্যকে কুপিয়ে হত্যা
খাগড়াছড়ির দীঘিনালায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সাবেক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দিবাগত মধ্যরাতে তাকে উপজেলার নোয়াপাড়া গ্রামের শ্বশুর বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করা হয়।
নিহত অমর জীবন চাকমা (৪০) জেলার হাজাছড়া জোড়াব্রিজ এলাকার সুরেশ চন্দ্র চাকমার ছেলে। তিনি দীঘিনালার নোয়াপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন।
আরও পড়ুন: সাতক্ষীরায় যুবককে কুপিয়ে হত্যা
নিহতের শ্বশুর বিজয় চাকমা জানান, রাতের খাবার খেয়ে জীবন চাকমা ঘুমিয়ে ছিলেন। কয়েকজন লোক ঘুম থেকে ডেকে তুলে পাশের গ্রাম দীঘিনালার বড়াদম পূর্ব খামারপাড়ায় নিয়ে দেশিয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করে।
স্থানীয়ভাবে জানা গেছে, অমর জীবন চাকমা ইউপিডিএফ (প্রসিত খীসা) দলের সক্রিয় সদস্য ছিলেন। তবে, গেল দুই বছর ধরে তিনি দলে নিস্ক্রিয় ছিলেন।
আরও পড়ুন: মানিকগঞ্জে প্রেস শ্রমিককে কুপিয়ে হত্যা
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিয়ার আহমেদ বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
৩ বছর আগে
দীঘিনালার দুর্গম গ্রামে অজ্ঞাত রোগে আক্রান্ত বহু শিশু
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের দুর্গম রথিচন্দ্র কার্বারিপাড়াসহ কয়েকটি এলাকায় অজ্ঞাত রোগে এক শিশুর মৃত্যু এবং আরও ১৮-২০ জন শিশু অসুস্থ হয়ে পড়েছে।
৪ বছর আগে