মার্কিন নাগরিক
ইরানে হামলার পর বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি
ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানোর পর বিশ্বজুড়ে নিজ দেশের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় রবিবার (২২ জুন) দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কতা জারি করা হয়। এতে বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, ‘ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণব্যবস্থায় বিঘ্ন ঘটেছে এবং আকাশসীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে। এ প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে বিক্ষোভ বা অস্থিরতা দেখা দিতে পারে।’
আরও পড়ুন: শান্তি স্থাপন করুন, নইলে আরও হামলা আসছে: ইরানকে ট্রাম্প
‘এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সারা বিশ্বে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে।’
এ ছাড়া, ভ্রমণ পরিকল্পনার আগে পররাষ্ট্র দপ্তরের ভ্রমণসংক্রান্ত পরামর্শ, সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো দেশটির নাগরিকদের মনোযোগ দিয়ে পড়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
১৬৬ দিন আগে
ইসরায়েল ও হামাসের সংঘর্ষে ৯ মার্কিন নাগরিক নিহত: এনএসসি
হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে নিহতদের মধ্যে ৯ জন মার্কিন নাগরিকও রয়েছেন।
সোমবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানান মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) প্রতিনিধি।
যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেওয়া বক্তব্যে ওই মুখপাত্র বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৯ জন মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয় নিশ্চিত করতে পারি। আমরা ক্ষতিগ্রস্তদের এবং ক্ষতিগ্রস্ত সবার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’
আরও পড়ুন: হামাসের আকস্মিক হামলা-ইসরায়েলি প্রতিক্রিয়ায় নিহত ১০০০ ছাড়িয়েছে
প্রতিবেদনে বলা হয়েছে তিনি আরও বলেন, ‘আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং সেখানে রয়েছি। আমাদের ইসরায়েলি অংশীদারদের সঙ্গে, বিশেষ করে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।’
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার সিএনএনকে বলেছেন, ‘আমরা ইসরায়েল সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করছি, কারণ তারা নিখোঁজ মার্কিন নাগরিকদের খুঁজে বের করার জন্য নিরাপত্তা অভিযান চালিয়ে যাচ্ছে… এবং আমরা অবশ্যই নিহত এই ৯ জন আমেরিকানের পরিবারের সঙ্গে যোগাযোগ করছি এবং তাদের প্রয়োজনীয় যেকোনো কনস্যুলার সহায়তা দিচ্ছি।’
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এখনও সংঘর্ষে জড়িত মার্কিন নাগরিকদের তথ্য সংগ্রহ করছে।
আরও পড়ুন: হামাসের আকস্মিক হামলায় ২২ ইসরায়েলি সেনা নিহত
গাজায় হামাসের ওপর ইসরায়েলি বিমান হামলা
৭৮৮ দিন আগে
শূকরের হৃৎপিণ্ড নেয়া সেই মার্কিন নাগরিক মারা গেছেন
বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে মানবদেহে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করার দুমাস পর মার্কিন নাগরিক ডেভিট বেনেট মারা গেছেন। গত ৭ মার্চ তার মৃত্যু হয়েছে বলে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড মেডিকেল সিস্টেম হাসপাতাল জানিয়ছে।
মেরিল্যান্ডের ড. বার্টলি গ্রিফিথ ও তার দল যুগান্তকারী এই অস্ত্রোপচারটি করেছিলেন।
বেনেটের মৃত্যুর পর এক বিবৃতিতে ড. বার্টলি বলেছেন, ‘আমরা বেনেটের মৃত্যুতে শোকাহত। তিনি একজন সাহসী এবং মহৎ রোগী হিসেবে প্রমাণিত হয়েছিলেন যিনি শেষ পর্যন্ত লড়াই করেছেন।’
অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপন বিশেষজ্ঞরা মেরিল্যান্ডি চিকিৎসক দলের এই যুগান্তকারী অস্ত্রোপচারের প্রশংসা করেছেন।
এনওয়াইইউ ল্যাঙ্গোন মেডিকেল সেন্টারের ট্রান্সপ্লান্ট সার্জন ডা. রবার্ট মন্টগোমারি বলেন, ‘এটি ছিল অজানা একটি প্রথম পদক্ষেপ। প্রচুর পরিমাণ তথ্য পরবর্তী পদক্ষেপগুলোতে অবদান রাখবে কারণ বিভিন্ন ট্রান্সপ্লান্ট কেন্দ্রের দলগুলো প্রথম ক্লিনিকাল ট্রায়ালের পরিকল্পনা করে৷
তিনি বলেন, ‘এটি অবিশ্বাস্য এক কীর্তি। এর মাধ্যমে বেনেটকে দুই মাস জীবিত রাখা হয়েছিল এবং সে তার পরিবারকে উপভোগ করতে সক্ষম হয়েছিল।’
এর আগে চলতি বছর ৭ জানুয়ারি মেরিল্যান্ড মেডিকেল সিস্টেম হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে বেনেটের দেহে একটি শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল।
পড়ুন: বিশ্বে প্রথমবারের মতো মানবদেহে সফলভাবে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন
১৩৬৭ দিন আগে
লকডাউনে বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রের দূতাবাস সেবা
ঢাকা মার্কিন দূতাবাস দেশটির সব নাগরিককে বাংলাদেশ সরকারের সব আইন ও স্থানীয় সরকারের সব অধ্যাদেশ অনুসরণ এবং অফিসের বা ব্যক্তিগত সেলফোন পুরো চার্জ দেয়া অবস্থায় বহন করাসহ পর্যাপ্ত ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা রাখতে নির্দেশ দিয়েছে।
মার্কিন দূতাবাস জানিয়েছে, লকডাউন চলাকালীন বুধবার থেকে মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের প্রাত্যহিক সেবা কার্যক্রম বন্ধ থাকবে।
এ সময়ে মার্কিন নাগরিকদের সেবা কার্যক্রম নির্ধারিত সময়সূচি পুনর্নির্ধারণ করা হবে বলে ইতোমধ্যে দূতাবাস জানিয়েছে।
আরও পড়ুন: লকডাউন: সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশ
তাৎক্ষণিক বা জরুরি সেবার প্রয়োজনে মার্কিন নাগরিকদের অ্যাপয়েন্টমেন্টের জন্য ([email protected]) ঠিকানায় ইমেইল করার অনুরোধ করা হয়েছে। লকডাউন তুলে নেয়ার পর দূতাবাসের সেবা কার্যক্রম আবার চালু হবে।
আরও পড়ুন: লকডাউনে ৮টি বিশেষ পার্সেল ট্রেন চলবে: রেলপথ মন্ত্রী
বাংলাদেশ সরকার কোভিড-১৯ সংক্রমণ রোধে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে।
আরও পড়ুন: ১৪ এপ্রিল থেকে দেশে সর্বাত্মক লকডাউন শুরু; প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে।
১৬৯৭ দিন আগে
মার্কিন নাগরিকদের জন্য বুধবার আরেকটি ফ্লাইটের পরিকল্পনা দূতাবাসের
মার্কিন নাগরিক এবং তাদের পরিবারের জন্য বুধবার আরেকটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার জন্য কাজ করছে ঢাকার মার্কিন দূতাবাস।
২০১৩ দিন আগে
রবিবার সন্ধ্যায় ঢাকা ছাড়বে আরও মার্কিন নাগরিক
বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বাড়তে থাকার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন মার্কিন নাগরিক ও তাদের পরিবার ভাড়া করা বিশেষ ফ্লাইটে করে রবিবার সন্ধ্যায় নিজ দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে যাচ্ছেন।
২০৭১ দিন আগে
রবিবার ঢাকা ছাড়ছেন আরও মার্কিন নাগরিক
বাংলাদেশে থাকা মার্কিন নাগরিক ও তাদের পরিবারের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ঢাকার মার্কিন দূতাবাস দ্বিতীয় বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে।
২০৭২ দিন আগে
ঢাকা ছেড়েছেন ২৬৯ মার্কিন নাগরিক
সাতটি কুকুরসহ ২৬৯ জন মার্কিন নাগরিক সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে নিজেদের দেশের উদ্দেশে রওনা হয়েছেন।
২০৭৬ দিন আগে
প্রায় ৩৫০ মার্কিন নাগরিক দেশে ফিরে যাচ্ছেন
যুক্তরাষ্ট্রের প্রায় সাড়ে তিন শতাধিক নাগরিক সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে নিজেদের দেশে ফিরে যাচ্ছেন।
২০৭৭ দিন আগে