সবজি বিক্রেতা
মানিকগঞ্জে গাড়ি চাপায় প্রাণ গেল ২ সবজি বিক্রেতার
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়ায় গাড়ি চাপায় আব্দুস সালাম ও ছানোয়ার হোসেন নামে দুই সবজি বিক্রেতা নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামের সাইজুদ্দিনের ছেলে আব্দুস সালাম এবং আবদুস ছামাদের ছেলে ছানোয়ার হোসেন।
আরও পড়ুন: সাজেকে সড়ক দুর্ঘটনা: মৃত্যু বেড়ে ৯
গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বলেন, সকালে মানিকগঞ্জের জাগীর সবজি আড়ত থেকে সবজি কিনে কাটিগ্রাম বাজারে যাচ্ছিলেন তারা। যাত্রাপথে তাদের বহন করা ভ্যানটিকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। এ সময় ভ্যানচালক রাস্তার পাশে পড়ে গেলেও ওই দুই সবজি বিক্রেতা ঘটনাস্থলেই মারা যায়।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহত দুইজনের লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত গাড়িটি ও চালককে আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত
৬ মাস আগে
সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় সবজি বিক্রেতার মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে আদমজী-নারায়ণগঞ্জ নাগিনা জোহা মহাসড়কের শিমুলপাড়া পূর্ব মুনলাইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মজনু মিয়া (৪৮) পূর্ব শিমুলপাড়া আইলপাড়া এলাকার আরশাদ আলীর ছেলে।
স্থানীয়রা অটোচালক শাওনকে (১৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে। তিনি একই এলাকার মোশারফ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সিদ্ধিরগঞ্জ থানা তাঁতি লীগের আহ্বায়ক লিটন আহমেদ জানান, নাগিনা জোহা সড়ক পার হওয়ার সময় দ্রতগামী একটি ইজিবাইক ধাক্কা দিলে মজনু ছিটকে গিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: যশোরে মোটরসাইকেলে বাসের ধাক্কা, সাবেক সেনা সদস্য নিহত
শেরপুরে ট্রাক উল্টে সিএনজিকে চাপা দেওয়ায় নিহত ১, আহত ২
৯ মাস আগে
নারায়ণগঞ্জে সবজি বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আক্কাস সিকদার (৪৫) নামের এক সবজি বিক্রেতা নিহত হওয়ার অভিযোগ পোওয়া গেছে।
মঙ্গলবার ভোর পাঁচটার দিকে মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চবিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে চার্জার ফ্যান বিস্ফোরণ: স্বামীর পর স্ত্রীর মৃত্যু
নিহত আক্কাস সিকদার বরগুনার আমতলী উপজেলার চুনাখালী হাটবাজার এলাকার নুর মোহাম্মদ সিকদারের ছেলে। তিনি মিজমিজি বাতানপাড়া তালতলা ক্লাব এলাকায় মোতালেব মিয়ার ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। বিভিন্ন সবজির আড়ত থেকে সবজি কিনে ভ্যানে করে মহল্লায় মহল্লায় বিক্রি করতেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ভোর পাঁচটার দিকে সবজি কেনার জন্য যাত্রাবাড়ী আড়তের উদ্দেশে রওনা দেন আক্কাস সিকদার। পাইনাদি রেকমত আলী উচ্চবিদ্যালয়ের দক্ষিণ পাশে এসে রাস্তায় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এ সময় ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকাপয়সা ছিনিয়ে নিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ: ৮১৪ জনের নামে মামলা
নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ৪
১ বছর আগে
ইউটিউব দেখে মাশরুম চাষে সফল সবজি বিক্রেতা
খাদ্য হিসেবে মাশরুম অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। এটি পুষ্টিসমৃদ্ধ ও সহজে হজম হয়। হয়তো সেজন্যই নওগাঁর সবজি বিক্রেতা সাগর আলীর মাশরুম চাষে আগ্রহ জাগে। আগ্রহ থেকেই কাজে নেমে পড়েন। বর্তমানে ইউটিউবে ভিডিও দেখে মাশরুম চাষ করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছেন তিনি।
ভালো ফলন হওয়ায় অল্প দিনে তিনি লাভের মুখ দেখেছেন। এছাড়া সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে ভবিষ্যতে পরিসর বাড়িয়ে মাশরুম চাষ করার স্বপ্ন দেখছেন তিনি।
সবজি বিক্রেতা সাগর আলী নওগাঁ সদর উপজেলার কির্ত্তিপুর ইউনিয়নের বেনী-ফতেপুর এলাকার বাসিন্দা। তিনি প্রশিক্ষণ নিয়ে স্বল্প পুঁজিতে প্রথমে ছোট পরিসরে শুরু করেন মাশরুম চাষ। এই চাষ লাভজনক হওয়ায় আস্তে আস্তে তিনি বড় পরিসরে মাশরুমের খামার গড়ে তোলেন। এতে তিনি বেশ সফলও হয়েছেন। খুব কম সময়ের মধ্যে লাভের মুখ দেখছেন সাগর আলী। মাশরুম বিক্রি করে সংসারেও ফিরিয়েছেন আর্থিক স্বচ্ছলতা।
সাগর আলীর মাশরুম খামারে গিয়ে দেখা যায়, দুই কাঠা জমির ওপরে টিন দিয়ে ঘর তৈরি করেছেন। ওই ঘরে সুতা দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে পলিথিন দিয়ে মোড়ানো ৩০০টি মাশরুম বীজ প্যাকেট (স্পন প্যাকেট)।
সেই পলিথিনের গায়ের ছিদ্র দিয়ে সাদা আস্তরণে দেখা যাচ্ছে মাশরুম। সেখান থেকেই কেটে বাজারজাত বা বিক্রি করছেন তিনি।
আরও পড়ুন: মাশরুমের সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোগ নেয়া হচ্ছে: কৃষিমন্ত্রী
১ বছর আগে
ক্রেতা নেই, ঢাকার বাজারে দাম কমেছে বিভিন্ন নিত্যপণ্যের
করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি সাধারণ ছুটি ঘোষণায় হাজারো মানুষ রাজধানী ছাড়ার পর ঢাকার বাজারগুলোতে হ্রাস পেয়েছে বিভিন্ন নিত্যপণ্যের দাম। ক্রেতা না থাকায় ব্যবসায়ী এবং দোকানীরা পার করছেন অলস সময়।
৪ বছর আগে