কোভিড-১৯ পরীক্ষা
নতুন করে কোভিড পরীক্ষা করালেন খালেদা জিয়া
করোনার আর কোনো লক্ষণ না থাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভাইরাস থেকে সুস্থ হয়েছেন কিনা জানতে শনিবার নতুন করে কোভিড-১৯ পরীক্ষা করান বলেতার ব্যক্তিগত চিকিত্সক মোহাম্মদ আল মামুন জানিয়েছেন।
ইউএনবির সাথে আলাপকালে মামুন বলেন, খালেদার মেডিকেল দলের সদস্যরা তার কোভিড পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর তার পরবর্তী চিকিত্সা সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।
আরও পড়ুন: মৃদু জ্বরে ভুগছেন খালেদা, অবস্থা এখনও স্থিতিশীল: ডাক্তার
তিনি বলেন, খালেদার বাসভবনে ভাইরাসে সংক্রমিত আরও আটজনও সকালে নতুন করে কোভিড পরীক্ষা করিয়েছেন।কেননা তাদেরও ভাইরাসের কোনো লক্ষণ নেই। 'আমরা প্রথমে তাদের জন্য সকালে পরীক্ষার ব্যবস্থা করেছি এবং তারপর বিকেলে ম্যাডামের জন্য।'
খালেদার মেডিকেল দলের সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা ভালো আছে।
তিনি বলেন, 'ম্যাডাম এখন খুব ভালো আছেন। কোভিডের কোনো লক্ষণ তার নেই।'
আরও পড়ুন: খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত
বিএনপি প্রধান এখন আশঙ্কামুক্ত আছেন কিনা জানতে চাইলে জাহিদ বলেন, তার নতুন করে পরীক্ষা না করে তারা এখনও এ ব্যাপারে কিছু বলতে পারবেন না। 'ম্যাডাম গত বৃহস্পতিবার ভাইরাস সংক্রমণের তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছেন। কিছু ক্ষেত্রে, ভাইরাস-সংক্রমিত রোগীদের অবস্থা তৃতীয় সপ্তাহে অবনতি হতে পারে। সুতরাং, আমরা এখন তার নতুন পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছি।'
তিনি বলেন, খালেদা জিয়ার দেহের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। 'তার শ্বাস-প্রশ্বাস এবং অক্সিজেন স্যাচুরেশন খুব ভালো। তারখাবারে স্বাদ আগের মতোই আছে। '
আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ল
খালেদা জিয়ার বাড়ির আটজন সদস্য ভাইরাসে সংক্রমিত হওয়ায় ১০ এপ্রিল তিনি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলেন এবং তার রিপোর্ট পজেটিভ আসে।
করোনভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেই গত বছরের ২৫ মার্চ সরকার একটি নির্বাহী আদেশের মাধ্যমে খালেদা জিয়াকে ছয় মাসের জন্য কারাগার থেকে মুক্তি দিয়েছে। পরে, সরকার তার এই মুক্তি আদেশ দুই বার বাড়ায়।
৩ বছর আগে
সিলেটে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১১৫
সিলেট বিভাগে মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ৩ জন। এছাড়া আরও ১১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে ৭৬ জনই সিলেট জেলার। এছাড়া, একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৮৫ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে যে ৩ জন মারা গেছেন এদের মধ্যে ২ জন সিলেটের ও ১ জন মৌলভীবাজারের বাসিন্দা।
আরও পড়ুন: দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১১৫ জন করোনায় আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৭৬ জন, সুনামগঞ্জে ২ জন, মৌলভীবাজারে ৯ জন, হবিগঞ্জে ২৮ জনের করোনা শনাক্ত হয়।
নতুন এই ১১৫ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ১৮৭ জন। এর মধ্যে শুধু মাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৯৭ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭০৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৩১৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৭৩ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় কুমিল্লায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৫৪
গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮৫ জন। এর মধ্যে সিলেটের ১৭৩ জন, মৌলভীবাজারের ২২ জন, আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৩১৪ জন।
এর মধ্যে সিলেট জেলার ১১ হাজার ৮৭১ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৮৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৭০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৮ জন সুস্থ হয়েছেন।
আরও পড়ুন: করোনা: খুলনা বিভাগে আক্রান্ত ৩০ হাজারের বেশি, মৃত্যু ৫৪২
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন করোনা আক্রান্ত রোগী। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯১ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৬৮ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ৫ জন। সিলেট বিভাগে নতুন তিন জনসহ করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২৪ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৫৩ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৭ জন রয়েছেন।
৩ বছর আগে
তথ্য গোপন করে বারবার করোনা পরীক্ষা করায় দম্পতিকে জরিমানা
ফরিদপুরের বোয়ালমারীতে তথ্য গোপন করে একাধিকবার করোনা পরীক্ষা করায় বেসরকারি ব্যাংকের এক কর্মকর্তা ও তার স্ত্রীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।
আরও পড়ুন: ফরিদপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
শুক্রবার দুপুরে বোয়ালমারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আঁধারকোঠা নিবাসী অভিযুক্ত ওই ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রীকে এই জরিমানা করা হয়। ওই ব্যক্তির নাম হাফিজুর রহমান (৩৬)। তিনি প্রাইম ব্যাংকের বোয়ালমারী শাখায় কর্মরত জ্যেষ্ঠ কর্মকর্তা। তার স্ত্রীর নাম তাইয়েবা আক্তার মিলা (২৬)।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, প্রাইম ব্যাংক লিমিটেড ফরিদপুরের বোয়ালমারী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. হাফিজুর রহমান (৩৬) ও তার স্ত্রী তাইয়েবা আক্তার মিলা (২৬) গত ৫ এপ্রিল বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করান। একদিন পর রিপোর্টে স্ত্রী মিলা করোনা শনাক্ত হন। কিন্তু হাফিজুর রহমানের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।
আরও পড়ুন: করোনা: ২৪ ঘণ্টায় ফরিদপুরে আরও ৪ জনের মৃত্যু
এরপর গত ৮ এপ্রিল হাফিজুর রহমান ও তার স্ত্রী তাদের নাম পাল্টে যথাক্রমে রিপন খান ও নিলা বেগম নামে পুনরায় করোনা পরীক্ষা করান। ওই টেস্টে উভয়েরই করোনা শনাক্ত হয়। এরপর আবার ওই দম্পতি ২১ এপ্রিল নিজেদের প্রকৃত নামে অর্থাৎ মো. হাফিজুর রহমান ও তার স্ত্রী তাইয়েবা আক্তার মিলা নামে করোনা টেস্ট করান।
এবারও তাদের করোনা পজিটিভ আসে। এরপর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান গত কয়েক দিনে মো. হাফিজুর রহমান ও রিপন খানের মোবাইলে ৮-১০ বার ফোন দিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এক পর্যায়ে বিষয়টি তিনি নিশ্চিত হন যে হাফিজুর রহমান ও রিপন খান একই ব্যক্তি।
তথ্য গোপনের বিষয়টি নিশ্চিত হয়ে তিনি বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দকে বিষয়টি জানান।
আরও পড়ুন: ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
শুক্রবার দুপুর আড়াইটার দিকে পৌরসভার আঁধারকোঠায় হাফিজুর রহমানের নিজ বাসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে রোগ সংক্রমণ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনের ২০১৮ এর ২৬ এর ২ ধারায় ওই দম্পতিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ বলেন, তথ্য গোপন করে বারবার করোনা পরীক্ষা করান মো. হাফিজুর রহমান ও তার স্ত্রী। তারা দু’জনেই স্বাস্থ্য বিভাগের লোকজনকে হয়রানি করেছেন।
৩ বছর আগে
এবার করোনায় আক্রান্ত রাহুল গান্ধী
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৫০ বছর বয়সী এই নেতা বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।
মঙ্গলবার নেহেরু-গান্ধী পরিবারের বংশধর রাহুল গান্ধী টুইটারে নিজের দলের সদস্যদের জানান, তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
তিনি লিখেছেন, 'মৃদু কিছু লক্ষণ দেখার পর আমি কোভিড-১৯ পরীক্ষা করেছি এবং ফলাফল পজিটিভ আসে। সম্প্রতি যারা আমার সাথে যোগাযোগ করেছেন তারা সকলেই দয়া করে সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করুন এবং নিরাপদ থাকুন।'
আরও পড়ুন: এবার করোনায় আক্রান্ত হলেন বলিউডের সোনু সুদ
নামহীন সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সৌভাগ্যক্রমে রাহুল গান্ধী গত এক সপ্তাহে তার মা সোনিয়া বা বোন প্রিয়াঙ্কার সাথে দেখা করেননি।
রাহুলের করোনা আক্রান্ত হওয়ার পর তার দ্রুত আরোগ্য কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেছেন।
তিনি লিখেন, 'আমি লোকসভার সাংসদ শ্রী রাহুল গান্ধীর সুস্বাস্থ্য এবং দ্রুত সুস্থতা কামনা করছি।’
এর একদিন আগে গান্ধীর দলের সিনিয়র সহকর্মী এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং কোভিড-১৯ এ আক্রান্ত হন। ৮৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে দেশের প্রিমিয়ার অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সেস ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: ভারতে একদিনে করোনায় আক্রান্ত ২ লাখ
গান্ধী সোমবার টুইটে লিখেন, ‘প্রিয় ড. মনমোহন সিং, আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে ভারতের আপনার দিকনির্দেশনা এবং পরামর্শ প্রয়োজন।’
ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন মঙ্গলবার সকালে টুইট করেন, সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা 'স্থিতিশীল' এবং তাকে যথাসম্ভব পর্যাপ্ত চিকিৎসা দেয়া হচ্ছে।
হর্ষ বর্ধন লিখেন, 'দিল্লির এআইআইএমএসে তার মেডিকেল টিমের মাধ্যমে ড. মনমোহন সিংয়ের স্বাস্থ্যের খোঁজখবর নেয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল। সর্বোপরি তাকে সর্বোচ্চ সেবা দেয়া হচ্ছে। আমরা সকলেই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।'
৩ বছর আগে
করোনায় আক্রান্ত বিসিবির পরিচালক আকরাম খান
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালক আকরাম খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে হোমআইসোলেশনে রয়েছেন।
আকরামের পরিবারের ঘনিষ্ঠ সূত্র ইউএনবিকে জানিয়েছে,সাবেক এই অধিনায়ক গত কয়েকদিন ধরেই কোভিড-১৯ এর নানা উপসর্গে ভুগছিলেন, তাই পরীক্ষা করান।
আরও পড়ুন: শচীন টেন্ডুলকার হাসপাতালে ভর্তি
আকরাম স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেন,তারদেহে করোনভাইরাসের উপসর্গগুলো দেখা দিলেতিনি কোভিড-১৯ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন।
আকরাম খান বলেন, 'আমি গত কয়েকদিন ধরে ঠান্ডা ও গলা ব্যথায় ভুগছি, তাই আমি নিজেই পরীক্ষা করাই। বর্তমানে, আমি হোম আইসোলেশনে আছি। শনিবার আমার পরিবারের অন্য সদস্যরা কোভিড-১৯ পরীক্ষা করাবে।'
আরও পড়ুন: শচীন টেন্ডুলকার করোনায় আক্রান্ত
সাম্প্রতিক সপ্তাহগুলোতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় বিসিবি জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) বাকি ম্যাচ স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার থেকে সরকার সাত দিনের লকডাউন কার্যকর করলেওলোকজন নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। এতে আরও সংক্রমণ বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এদিকে, সরকার ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।
৩ বছর আগে
বিএনপি নেতা খন্দকার মোশাররফ সস্ত্রীক করোনায় আক্রান্ত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ ও তার স্ত্রী বিলকিস আক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার তাদের ছেলে ব্যারিস্টার মারুফ হোসেন ইউএনবিকে বলেন, বুধবার রাতে এই দম্পতিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: করোনায় মারা গেলেন বিএনপি নেতা রুহুল আমিন চৌধুরী
তিনি বলেন, তারা হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন আছেন।
মারুফ বলেন, ‘মঙ্গলবার মোশাররফ ও বিলকিসের কোভিড-১৯ পরীক্ষা করা হয় এবং বুধবার করোনা পজিটিভ শনাক্ত হয়। ‘তারা জ্বর, কাশি ও অন্যান্য জটিলতায় ভুগছিলেন, তাই আমরা তাদের হাসপাতালে নিয়ে আসি।’
তিনি বিএনপির নেতা-কর্মীসহ সবাইকে তার বাবা-মায়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
আরও পড়ুন:বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ আর নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মোশাররফ বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের শাসনামলে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন।
৩ বছর আগে
জিনজিয়াংয়ের পুরো কাশগড় শহরে কোভিড-১৯ পরীক্ষা করছে চীন
জিনজিয়াং প্রদেশে করোনার আঞ্চলিক প্রকোপের মধ্যে চীন আবারও একটি পুরো শহরের কোভিড-১৯ পরীক্ষা করছে বলে বিবিসি জানিয়েছে।
কাশগড়ের প্রায় ৪.৭ মিলিয়ন লোককে পরীক্ষা করা হচ্ছে, এ পর্যন্ত ১৩৮টি উপসর্গহীন করোনা রোগী পাওয়া গেছে।
৪ বছর আগে
করোনার ভুয়া সনদ: সাহাবুদ্দিন মেডিকেলের এমডি গ্রেপ্তার
করোনাভাইরাস পরীক্ষার ভুয়া সনদ দেয়াসহ জালিয়াতির অভিযোগে রাজধানীর বেসরকারি সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে রাজধানী গুলশানের এক হোটেল থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৪ বছর আগে
২৩ জুলাই থেকে বিদেশ যাত্রায় করোনা সনদ বাধ্যতামূলক
আগামী ২৩ জুলাই থেকে বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশ গমনকারীদের জন্য করোনা পরীক্ষার সনদ বাধ্যতামূলক করেছে সরকার।
৪ বছর আগে
খুমেকে শনিবার থেকে করোনাভাইরাসে আক্রান্তদের পরীক্ষা
করোনাভাইরাস শনাক্তসহ বিভিন্ন জটিল রোগীর নমুনা পরীক্ষার জন্য পলিমারজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন সোমবার সকালে খুমেকে এসে পৌঁছেছে।
৪ বছর আগে