বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল
নাশতা করতে বের হয়ে ৫ দিনেও ফেরেনি ফয়সাল
বরিশালের কাউনিয়া উপজেলায় নাশতার জন্য মাদরাসা পরিচালকের কাছ থেকে টাকা নিয়ে বের হয়ে পাঁচ দিনেও ফেরেনি হাফেজি শ্রেণির এক শিক্ষার্থী।
এ ঘটনায় বৃহস্পতিবার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ ফয়সাল (১৫) কাউনিয়া থানার পুরানপাড়া এলাকার মারকাজুল ইসলাম এছহাকিয়া হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী।
আরও পড়ুন: বংশী নদীতে মাছ ধরতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ
শুক্রবার বিকালে ওই মাদরাসার পরিচালক ফোরকান উদ্দিন জানান, ফয়সাল রবিবার সন্ধ্যার দিকে টাকা নিয়ে নাস্তা খেতে বাইরে যায়। এর পরে মাদ্রাসায় ফিরে না আসায় খোঁজাখুঁজি করে না পেয়ে রাত ৮ টার দিকে ছাত্রের বাবা ওমর ফারুককে জানানো হয়।
এরপর ফয়সালের পরিবার সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি। পরে বৃহস্পতিবার কাউনিয়া থানায় ফয়সালের বাবা জিডি করেন।
অঅরও পড়ুন: চট্টগ্রামে নিখোঁজ পথচারীর সন্ধান মেলেনি
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। ওই ছাত্রকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। একই সাথে তার পরিবারের লোকজনও বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছেন।
৩ বছর আগে
বরিশালে করোনায় ৬ জনের মৃত্যু
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় শনাক্ত হয়েছে ১৩২ জন এবং সুস্থ হয়েছেন ৪৬৭ জন।
রবিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় জনের মধ্যে বরিশালে দুজন, ভোলায় দুজন, পিরোজপুর ও বরগুনায় একজন করে রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৪ জনে।
আরও পড়ুন: খুলনা বিভাগে করোনায় ৯ মৃত্যু, শনাক্ত ১২৪
একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩২ জন। এনিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৫৮৫ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৪৬৭ জন, নতুনদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৩৫৮ জন।
এদিকে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: সিলেট বিভাগে করোনায় আরও ৯ মৃত্যু
ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্র জানায়, রবিবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে একজন ও করোনা ওয়ার্ডে পাঁচ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১০৭ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫৩ জন করোনা ওয়ার্ডে এবং ৫৪ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৯৬ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে শনাক্তের হার ১৭ দশমিক ৮৫ শতাংশ।
৩ বছর আগে
বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে ৮ মৃত্যু
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আট জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় পাঁচ জন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।
একই সময়ে বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪২ জন। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৭৯৭ জন।
শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা আক্রন্ত হয়ে বরিশালে দুইজন, ভোলায় দুইজন এবং পটুয়াখালীতে একজন মারা গছেন।
আরও পড়ুন: করোনায় মারা গেলেন বিএনপি নেতা মাওলানা রশিদ
সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৫ জনে। একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ১৪২ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৩৭৮ জনে।
আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৭৯৭ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৩৩২ জন।
এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্র জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৯৪৪ জন ও করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩৯২ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনায় মৃত্যু ৬
শুক্রবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ১৩ জন ও করোনা ওয়ার্ডে আট জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১১৪ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৩৬ জন করোনা ওয়ার্ডে ও ৭৮ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।
আরটি পিসিআর ল্যাবে ১৯১ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে শনাক্তের হার ১৭ দশমিক ২৭ শতাংশ।
৩ বছর আগে
বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে ১৮ মৃত্যু
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৪০ জন।
সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ৭ আগস্ট থেকে গণটিকাদান শুরু
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত জনের মধ্যে বরিশালের তিন জন,পটুয়াখালী ও বরগুনার দুজন করে রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৪ জনে। একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪০ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩৬৭ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭১১ জন।
আরও পড়ুন: খুলনা বিভাগে করোনায় ২৬ মৃত্যু
এদিকে, শেবাচিম হাসপাতাল কার্যালয় সূত্রে জানায়, মঙ্গলবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩৫ জন ও করোনা ওয়ার্ডে ২০ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩২৭ জন চিকিৎসাধীন। এর মধ্যে ১২৩ জন করোনা ওয়ার্ডে ও ২০৪ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৯০ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে শনাক্তের হার ৪৩ দশমিক ১৫ শতাংশ ।
৩ বছর আগে
কর্মবিরতিতে শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা
তিন দফা দাবিতে শনিবার দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
৪ বছর আগে
করোনা পরীক্ষায় বরিশালে এসেছে পিসিআর মেশিন
করোনাভাইরাস শনাক্তসহ বিভিন্ন জটিল রোগের নমুনা পরীক্ষার জন্য সোমবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন।
৪ বছর আগে