যুবলীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামে জাতীয় সংগীত অবমাননা করে টিকটক, যুবলীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় সংগীতকে ব্যঙ্গ করে টিকটক ভিডিও বানানোর অভিযোগে মো. আলম মিয়া নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিওতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়েও কটুক্তি করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় উপজেলার গোপালপুর ঝান্ডারের মোড় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আলম মিয়া উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য ও একই ইউনিয়নের গোপালপুর ঝান্ডারের মোড় এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: উত্তরায় চাপাতি দিয়ে দম্পতির ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২
কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত গণমাধ্যম কর্মকর্তা ও ডিআইও-১ মো. আলমগীর হোসেন জানান, নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মো. আলম মিয়া গত ৩ থেকে ৪ দিন আগে তার টিকটক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে বাংলাদেশের জাতীয় সংগীতকে ব্যঙ্গ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উসকানি দেওয়াসহ কটুক্তি করেছেন তিনি। এজন্য নাগেশ্বরী থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাত ৯টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সম্পর্কে কটুক্তি ও উসকানিমূলক ভিডিও ছড়িয়ে দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে আসছিল আলম মিয়া।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
৭২ দিন আগে
কুড়িগ্রামে আ. লীগের ৩ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় এক ইউপি চেয়ারম্যানসহ দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে ধরনীবাড়ি ইউনিয়নের বামনের হাট বাজার থেকে ইউপি চেয়ারম্যান এরশাদুল হককে গ্রেপ্তার করা হয়।
তিনি উপজেলা কৃষক লীগ নেতা ছিলেন বলে জানা গেছে।
আরও পড়ুন: রাবিতে সার্টিফিকেট তুলতে এসে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
এর আগে বুধবার (১১ ডিসেম্বর) রাতে পৌর শহরের পাট হাটি থেকে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর প্যানেল মেয়র খোরশেদ আলম লিটন (৪৪) ও গুনাইগাছ ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামকে (৪০) গুনাইগাছ ইউনিয়নের নাগরাকুড়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এই ঘটনার পর গত ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৮০ জনকে আসামি করা হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
১৪০ দিন আগে
সিলেটের যুবলীগ নেতা বাবর মিয়া গ্রেপ্তার
সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে যুবলীগ নেতা বাবর মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের বন্দরবাজার এলাকা থেকে বাবরকে গ্রেপ্তার করে এসএমপির কোতোয়ালি থানা পুলিশের একটি টিম।
বাবর মিয়া (৪৫) দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সহসভাপতি ও তেতলী ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সদস্য এবং দক্ষিণ সুরমার ধরাধরপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের (হাবান মিয়া) ছেলে।
তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
জানা গেছে, বাবর মিয়ার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময় সিলেট মহানগরের বন্দরবাজারসহ বিভিন্ন স্থানে ও দক্ষিণ সুরমায় আন্দোলনকারীদের ওপর হামলা এবং নাশকতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে করা একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
অন্যদিকে ২০২৩ সালের ৩১ অক্টোবর আওয়ামী সরকারবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় ৩ নম্বর আসামি বাবর মিয়া।
এছাড়াও তিনি সিলেটের শীর্ষ সন্ত্রাসী স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দের অন্যতম সহযোগী ছিলেন বলে অভিযোগ রয়েছে।
১৯০ দিন আগে
ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ফেনীতে ছাত্র-জনতার ওপর অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগে যুবলীগ নেতা কামরুল হাসান প্রকাশ ওরফে বোমা কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে কাজীরবাগ ইউনিয়নের মধ্যম সোনাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: সাবেক মন্ত্রী ইমরান গ্রেপ্তার
কামরুল কাজীরবাগ ইউনিয়ন আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কামরুলের সশস্ত্র হামলার একটি সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসময় তাকে মুখে কাপড় বেঁধে থাকতে দেখা যায়।
১৯২ দিন আগে
কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর: যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
কুষ্টিয়ায় বহুল আলোচিত ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় স্থানীয় এক যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৫৯৪ দিন আগে
সাতক্ষীরায় সংখ্যালঘুর বাড়িতে হামলা: যুবলীগ নেতার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরার বাঁকাল জেলে পাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানসহ পাঁচ আসামির গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৭৩২ দিন আগে
করোনা নিয়ে ফেসবুকে গুজব: পাবনায় যুবলীগ নেতা গ্রেপ্তার
করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে সোমবার রাতে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
১৮৫৭ দিন আগে