উত্তরা
কুমিল্লায় সমাহিত হলেন উত্তরায় অগ্নিকাণ্ডে নিহত ৩ জন
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতদের তিনজনকে কুমিল্লায় তাদের নিজ গ্রামে দাফন করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়ি প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
এর আগে, গতকাল (শুক্রবার) রাতে কুমিল্লা নগরীর দারোগা বাড়ি মাজার প্রাঙ্গণে জানাজা শেষে নানুয়াদিঘীর বাসভবনে মরদেহগুলো রাখা হয়।
আজ সকালে মরদেহগুলো তাদের নিজ গ্রামে নিয়ে গেলে এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ এলাকাবাসী নিহতদের এক নজর দেখার জন্য কাজী বাড়িতে ছুটে আসেন।
জানাজার নামাজে এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন।
গতকাল রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি বহুতল ভবনে আগুন লেগে কাজী ফজলে রাব্বী (৩৭), তার স্ত্রী আফরোজা বেগম সুবর্ণা (৩০) এবং তাদের সন্তান কাজী ফায়াজ রিশান (৩) নিহত হন।
একমাত্র ছেলে রাব্বী, পুত্রবধূ ও আদরের নাতিকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছেন কাজী খোরশেদল আলম ও ফেরদৌস আরা বেগম দম্পতি। রাব্বীর মা কুমিল্লার নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
ঢাকায় জানাজা শেষে মরদেহ রাতেই কুমিল্লায় নানুয়ার দিঘীরপাড়ের বাসায় আনা হয়। এরপর পার্শ্ববর্তী দারোগা বাড়ি জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। আজ (শনিবার) সকালে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়িতে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
৬ দিন আগে
উত্তরায় অগ্নিকাণ্ড: ময়মনসিংহে পাশাপাশি সমাহিত হলেন এক পরিবারের ৩ জন
রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডে নিহত ৬ জনের মধ্যে তিনজনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। একই পরিবারের ৩ সদস্যের মৃত্যুতে শোকে স্তব্ধ পড়েছে পুরো গ্রাম। অগ্নিকাণ্ডে নিহত বাবা, ছেলে ও ভাতিজিকে পাশাপাশি তিনটি কবরে দাফন করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১০টার দিকে বাড়ির পাশে জানাজা শেষে তাদের দাফন করা হয়।
স্থানীয়রা জানান, ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের হাফিজ উদ্দিনের ছেলে হারেছ উদ্দিন (৪৭) ও শহীদুল ইসলাম (৪২) কাজের সন্ধানে ১৯৯৪ সালে ঢাকায় যান। দুই ভাই পরিবার নিয়ে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি বাসায় বসবাস করতেন। উত্তরা জমজম এলাকায় ফলের ব্যবসা করতেন তারা। গতকাল (শুক্রবার) সকালে ওই বাসায় অগ্নিকাণ্ডে হারেছ উদ্দিন, তার ছেলে রাহাব চৌধুরী (১৭) ও ভাই শহীদুল ইসলামের মেয়ে রোদেলা আক্তার (১৫) নিহত হয়। রাহাব উচ্চমাধ্যমিক ও রোদেলা অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরগঞ্জের দড়িপাঁচাশি গ্রামে গিয়ে দেখা যায়, দড়িপাঁচাশি দারুর রহমান হাফিজিয়া মাদরাসা-সংলগ্ন মসজিদের পাশে পাশাপাশি তিনটি কবর খোঁড়া হয়েছে। মসজিদের সামনে বাঁশ কেটে রাখা হচ্ছে।
মসজিদের ইমাম ও খতিব আবদুল আজিজ বলেন, মাদরাসা ও মসজিদে নিয়মিত সহযোগিতা করতেন হারেছ উদ্দিন। এমন ভালো মানুষের মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।
হারেছের দোকানে একসময় কাজ করতেন মনির হোসেন। তিনি বলেন, তিনি দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে এবং শহীদুল ইসলাম স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে বাসাটিতে থাকতেন। হারেছের তিন বছরের ছেলে আরহান চৌধুরীকে নিয়ে স্ত্রী মিরপুরে বেড়াতে গিয়েছিলেন। শহীদুলের স্ত্রী সকালে ছেলেকে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন। তিনি দোকানে চলে গিয়েছিলেন। এ সময় অগ্নিকাণ্ডে পরিবারের অন্য তিনজন মারা যান।
হারেছের চাচা নজরুল ইসলাম বলেন, আমরা বেলা ১১টার দিকে মৃত্যুর খবর পাই। অগ্নিকাণ্ডে ৩ জন মানুষ মারা গেল। এমন মৃত্যুতে আমরা সবাই শোকাহত।
এই অগ্নিদুর্ঘটনায় মোট ৬ জন নিহত হয়েছে। অন্য তিনজনের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তাদেরও নিজ বাড়িতে দাফন করা হয়েছে।
৬ দিন আগে
উত্তরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত
রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় মো. ফুয়াদ হাসান হৃদয় (২৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে উত্তরা পশ্চিম থানার জসিম উদ্দিন রোড ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
পরে সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফুয়াদকে মৃত ঘোষণা করেন।
২৫ বছর বয়সী এই যুবক হোসেন গ্রুপে কর্মরত ছিলেন। তিনি নওগাঁ সদরের ফাইজুর রহমানের ছেলে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ফেনীর শিক্ষার্থী নিহত
রাজীব নামে এক পথচারী জানিয়েছেন, ফ্লাইওভারের ঢালে সিএনজি, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ফুয়াদ ছিটকে রাস্তার একপাশে পড়ে যান। তিনিসহ কয়েকজন পথচারী মিলে ফুয়াদকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ফুয়াদের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
১৪৩ দিন আগে
স্কুলে চলছিল কোচিং, তখনই আছড়ে পড়ে বিমান
দুপুর সোয়া ১টায় স্কুল ছুটি হয়ে যাওয়ার পর দোতলা ভবনে কোচিং ক্লাসে মগ্ন হয়ে বসেছিল শিক্ষার্থীরা। তখন হঠাৎ করে কেঁপে ওঠে স্কুলভবন। মধ্যদুপুরের নীরবতা ভেঙে সবাইকে স্তব্ধ করে দেয় বিকট শব্দ। ছত্রখান হয়ে যায় সবকিছু।
শিক্ষার্থী ও অভিভাবকেরা বলেন, ভবনটিতে ছুটির পর দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা কোচিং করত।
সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত পাইলটসহ ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭১ জন। হতাহতের একটি বড় অংশই স্কুলের শিক্ষার্থী, যাদের বয়স চার থেকে আঠারো।
আহতদের স্বজনরা বলেন, ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনটিতে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির ক্লাস পরিচালনা করা হতো। স্কুল ছুটি হওয়ার পর বিমানটি বিধ্বস্ত হয়েছে—তখন কোচিং ক্লাস চলছিল।
পঞ্চম শ্রেণিতে পড়ুয়া সন্তানের খোঁজ নিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসেন শাহেদা বেগম (৪০)। এই প্রতিবেদককে তিনি বলেন, ‘আমার ছেলের স্কুলে কোচিংয়ের ক্লাস চলছিল! আজ কোচিং ক্লাস না করলে আমার মনি সুস্থ থাকতো।’
তিনি বলেন, ‘আমি কিছুই চাই না, আমার ছেলের সুস্থতা চাই।’
সায়েম নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর সহোদর বলেন, ‘আমার ভাইয়ের শরীরে কিছু নাই, তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। সে কোচিং ক্লাস করছিল, তখনই বিমানটি বিধ্বস্ত হয়েছে।
বার্ন ইনস্টিটিউটে ইফতিসার হোসেন ইফতি নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমার ভাই অষ্টম শ্রেণীতে পড়ে। তাদের স্কুল ছুটি দেওয়ার পর আমার ভাই কোচিং না করেই বেরিয়ে গিয়েছিল। সে সুস্থ আছে। কিন্তু তার বন্ধু আগুনে পুরোপুরি পুড়ে গেছে। এমন হতাহতের সংখ্যা বহু!’
পড়ুন: উত্তরায় বিমান বিধ্বস্ত: বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৭০, স্বজনদের ভিড়
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল সংবাদমাধ্যমকে বলেন, ‘বিমানটি একটি ভবনের গেইটে আছড়েপড়ে। সেটি অ্যাকাডেমিক ভবন। সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল। একের পর এক আহতদের বের করে নিয়ে আসা হচ্ছে।’
আন্তঃবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।
আইএসপিআর-এর তথ্য অনুযায়ী, বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং ১৬৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
যখন এই বিপর্যয় নেমে আসে, এইসএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহিন ছিলেন উত্তরা মাইলস্টোন কলেজের আটতলা ভবনের সাততলায়। ১৯ বছর বয়সী এই শিক্ষার্থী বলেন, ‘তখন সবে আমাদের পরীক্ষা শুরু হয়েছে। আমরা বিকট শব্দ শুনতে পাই, কলেজভবন কেঁপে ওঠে। পরে সিঁড়ি বেয়ে নেমে এসে উদ্ধার অভিযানে যোগ দিই।’
পড়ুন: উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ নিহত ১৯, আহত ১৬৪: আইএসপিআর
‘সর্বত্র তাপ ও ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। কিছু শিশুকে দেখলাম স্কুল থেকে বেরিয়ে আসছে। কেউ কেউ মারাত্মকভাবে দগ্ধ। আমরা যতটা পেরেছি, সহায়তা করেছি,’ বলেন এই শিক্ষার্থী।
কিন্তু অতিরিক্ত তাপ ও অবসাদের কারণে মাহিন নিজেও অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
১৮৬ দিন আগে
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ১৯
রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় পাইলটসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এছাড়াও অর্ধশতাধিক আহত হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকালে ফায়ার সার্ভিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শাহজাহান শিকদার এমন তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ও ৬টি অ্যাম্বুলেন্স কাজ করছে।
এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের বেশির ভাগই শিক্ষার্থী। আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরি সেবা খোলা হয়েছে।
বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির একটি ভবন পুরোপুরি ভেঙে গেছে। আন্তঃবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়।
১৮৬ দিন আগে
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত অন্তত ৫
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে এফ-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে একজন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুজন ও কুর্মিটোলা মেডিকেল কলেজে দুজন মারা গেছেন।
সোমবার (২১ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘জাতীয় বার্ন ইনস্টিটিউটে একজন এবং কুর্মিটোলা হাসপাতালে ২ জন মারা গেছেন। কিন্তু এখানে আসা রোগীদের মধ্যে শিশু অনেকেই এসেছে, তাদের অনেকের জীবন ঝুঁকির মধ্যে আছে।’
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, বিশেষজ্ঞদল নিযুক্ত করা হয়েছে। তারা কিছুক্ষণের মধ্যে এখানে যোগ দিবেন। এখন পর্যন্ত এখানে ৬০ জনের মতো ভর্তি করা হয়েছে। আরও ১০-১৫ জন ভর্তি করার মতো সক্ষমতা এখানে আছে। এরপর ঢাকা মেডিকেল প্রস্তুত আছে। এরপর যারা আসবেন সেসব রোগীদের ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হবে।
‘এটা একটি বড় ধরনের ঘটনা, আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ সামর্থ দিয়ে, সব বিশেষজ্ঞরা চেষ্টা করছে এবং ঢাকা মেডিকেল কলেজেও যোগাযোগের মধ্যে আছে। রোগীদের ঢাকা মেডিকেলে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে,’ যোগ করেন তিনি।
এদিকে ঢামেক বার্নের বিভাগীয় প্রধান বিধান সরকার বলেন, এখানে যারা ভর্তি হয়েছেন, তাদের মধ্যে দুজন মারা গেছেন।
এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের বেশির ভাগই শিক্ষার্থী। আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরি সেবা খোলা হয়েছে।
বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির একটি ভবন পুরোপুরি ভেঙে গেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আন্তঃবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
১৮৬ দিন আগে
উত্তরায় বিমান বিধ্বস্ত: বার্ন ইনিস্টিটিউটে রোগীদের ভিড়, খোলা হয়েছে জরুরি সেবা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে এফ-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের ভিড় বাড়ছে। এ ঘটনায় হাসপাতালটিতে জরুরি সেবা খোলা হয়েছে।
বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির একটি ভবন পুরোপুরি ভেঙে গেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আন্তঃবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
এখন পর্যন্ত অর্ধশতাধিকের বেশি আহতকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছেন। তবে আহতদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।
বার্ন ইনস্টিটিউটে ইফতিসার হোসেন ইফতি নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমার ভাই অষ্টম শ্রেণীতে পড়ে। তাদের স্কুল ছুটি দেওয়ার পর আমার ভাইয়ের একেবারেই সামনে বিমানটি বিধ্বস্ত হয়। আমার ভাই সুস্থ আছে। কিন্তু তার বন্ধু আগুনে পুরোপুরি পুড়ে গেছে। এমন হতাহতের সংখ্যা বহু!’
এক শিক্ষার্থীর মা ইউএনবিকে বলেন, আমি কথা বলার অবস্থায় নেই। আমার ছেলে এখনো ক্যাম্পাসের ভেতরে আছে। সেই এই স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। আমি জানি না, সে কেমন আছে এখন
সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, বার্ন ইনস্টিটিউটে একের পর এম্বুলেন্স প্রবেশ করছে। জরুরি বিভাগে রোগীর স্বজনদের ভিড়। তাদের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে গেছে।
এ বিষয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. অভিজিত বলেন, উত্তরার এই ঘটনায় আহতদের চিকিৎসায় সাভাবিক চিকিৎসার পাশাপাশি ওই হাসপতালে জরুরি সেবা খোলা হয়েছে।
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত পঞ্চাশের বেশি রোগী ভর্তি হয়েছেন। এই সংখ্যা প্রতিক্ষণেই বাড়ছে।’
উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালের এক নার্স বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হচ্ছে। আমরা এরইমধ্যে ৬০ জনের বেশি আহত রোগী পেয়েছি।
১৮৬ দিন আগে
উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত অন্তত ১
রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এমন তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওখানে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে। আমাদের দল একজনের লাশ উদ্ধার করেছে। বিমান বাহিনীর লোকজন চারজনকে উদ্ধার করেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, উত্তরার মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান ১টা ১৮ মিনিটে বিধ্বস্ত হয়েছে। এখন সেখানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।
এছাড়াও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, যাতের উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
এক শিক্ষার্থীর মা ইউএনবিকে বলেন, আমি কথা বলার অবস্থায় নেই। আমার ছেলে এখনো ক্যাম্পাসের ভেতরে আছে। সেই এই স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। আমি জানি না, সে কেমন আছে এখন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল সংবাদমাধ্যমকে বলেন, ‘বিমানটি একটি ভবনের ফটকে আছড়ে পড়ে। সেটি অ্যাকাডেমিক ভবন। সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল। একের পর এক আহতদের বের করে নিয়ে আসা হচ্ছে।’
১৮৬ দিন আগে
উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমানটি বিধস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এমন তথ্য জানিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, উত্তরার মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান ১টা ১৮ মিনিটে বিধ্বস্ত হয়েছে। এখন সেখানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।
তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর জানা সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম চলছে।
১৮৬ দিন আগে
উত্তরায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের নিহত ৩
রাজধানীর উত্তরা এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন।
নিহতরা হলেন, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অমিত (২৩), তার আত্মীয় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী নাইমুল হক (৩২) এবং জাবেদ আলম খান (৫৫)।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, শনিবার (২৯ জুন) দিবাগত রাত ২টার দিকে উত্তরা পূর্ব থানাধীন আজমপুর মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন তারা। এ সময় ময়মনসিংহ থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়।
আরও পড়ুন: রাজধানীর তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন বলে জানান তিনি। ওসি বলেন, অপরজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান।
তিনি আরও জানান, মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য।
নিহতরা কাছাকাছি একটি হাসপাতালে রোগী দেখতে গিয়েছিলেন এবং সেখান থেকে বাড়ি ফিরছিলেন। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এর চালক রাকিবুল ইসলামকে (৪২) আটক করা হয়েছে বলে জানান ওসি।
২০৮ দিন আগে