উত্তরা
উত্তরায় দম্পতিকে রামদা দিয়ে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ৫
রাজধানীর উত্তরা এলাকায় দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তার আসামিরা হলেন- মোবারক হোসেন (২৫), রবি রায় (২২), আলফাজ মিয়া ওরফে শিশির (২২), সজীব (২০) ও মেহেদী হাসান সাইফ (২৪)।
আরও পড়ুন: উত্তরার ঘটনায় সঙ্গে-সঙ্গেই অ্যারেস্ট করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
এরআগে মেহেবুল হাসান (৩৭) ও তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তিকে (২৮) রামদা দিয়ে প্রকাশ্যে কোপানোর ঘটনায় সন্ত্রাসীবিরোধী আইনে মামলা হয়েছে। মামলাটি হয়েছে উত্তরা পশ্চিম থানায়।
জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে ‘বেপরোয়া’ চালিয়ে যাওয়া একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। সেখানে আরেকটি মোটরসাইকেলে থাকা মেহেবুল ও নাসরিন দম্পতিও এর প্রতিবাদ জানান।
আরও পড়ুন: উত্তরায় চাপাতি দিয়ে দম্পতির ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২
এরপর রিকশায় ধাক্কা দেওয়া বাইকের আরোহীরা ওই দম্পতিকে হুমকি দেয় এবং একপর্যায়ে ‘কিল-ঘুসি’ মারে। পরে তারা ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনলে তারা অস্ত্রসহ ওই দম্পতির ওপর চড়াও হয়। বর্তমানে ওই দম্পতি চিকিৎসাধীন রয়েছেন।
২৬ দিন আগে
উত্তরার ঘটনায় সঙ্গে-সঙ্গেই অ্যারেস্ট করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজধানীর উত্তরায় দম্পতিকে রামদা দিয়ে প্রকাশ্যে কোপানোর ঘটনায় জড়িতদের সঙ্গে-সঙ্গেই আইনের আওতায় এনে অ্যারেস্ট করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইন-শৃঙ্খলার উন্নতি হচ্ছে কি, উন্নতির ধাপটা কেমন, একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘উন্নতি হচ্ছে কিনা এটা তো আপনারাই সবচেয়ে ভালো বলতে পারবেন।’
উত্তরার ঘটনার ইস্যুতে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘উত্তরায় যে ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গেই তাদের আইনের আওতায় আনা হয়েছে।’
কিশোর গ্যাং, ছিনতাই আগের থেকে অনেক কমছে দাবি করে তিনি বলেন, ‘কিন্তু তাও এখনো সহনীয় পর্যায়ে আসেনি।’
আরও পড়ুন: উত্তরায় চাপাতি দিয়ে দম্পতির ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২
‘প্লাস আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, আমাদের আইন-শৃঙ্খলার সঙ্গে সঙ্গে দাবি দাওয়া শুনতে শুনতে আমাদের বাহিনীটা যে কাজে ইউজ হবে, ওই কাজ না করে অন্য কাজে তাদের চলে যেতে হচ্ছে। স্ট্রেংথ তো কমে যাচ্ছে।’
তিনি আরও বলেন, তাদের দাবি দাওয়া থাকবে। তাদের ইনস্টিটিউটের সামনে গিয়ে বলুক। যদি এরকম বক্তৃতা দিয়ে বলতে হয়, তাহলে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে বলুক। তারা জনগণকে ভোগান্তি কেন করবে?
২৭ দিন আগে
উত্তরার কাঁচাবাজারের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি কাঁচাবাজারে লাগা আগুন নেভানো হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, সোমবার দিবাগত রাত ২টার দিকে আগুন লাগে। এরপর উত্তরা, টঙ্গী, কুর্মিটোলা ও পল্লবী ফায়ার স্টেশনের ৯টি ইউনিট রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, কাঁচাবাজারের বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
আরও পড়ুন: পুরান ঢাকায় জুতা কারখানায় আগুন
বঙ্গবন্ধু টানেলের পরিত্যক্ত ওয়্যার হাউজে আগুন নিয়ন্ত্রণে
৩৭১ দিন আগে
উত্তরায় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা, ছাত্রদলকর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় রবিবার (৫ নভেম্বর) সকালে পুলিশের গাড়ি লক্ষ্য করে দুটি বোমা ছোঁড়ার অভিযোগে এক ছাত্রদলকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার কর্মীর নাম জিএম হাসান। তিনি ছাত্রদলের গাজীপুর নগর শাখার সাবেক সহসভাপতি।
উত্তরার হাউজ বিল্ডিং এলাকার পূবালী ব্যাংকের সামনে সকাল সাড়ে ৭টায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: খিলগাঁওয়ে বাসে আগুন, যাত্রী দগ্ধ
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতীম ব্রহ্মচারি বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ওই এলাকায় মোতায়েন করা পুলিশের গাড়ি লক্ষ্য করে দুটি বোমা ছুঁড়েছিল দুর্বৃত্তরা। একটি বোমা বিস্ফোরিত হয়েছে।
তিনি আরও বলেন, এরপর আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধাওয়া করে গ্রেপ্তার করে।
পার্থ বলেন, অবিস্ফোরিত বোমাটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।
সারাদেশে বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের মধ্যে আজ সকাল থেকে রাজধানীজুড়ে পিকেটিং ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে হরতালে বাসে আগুন
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধ চলছে
৪৯৮ দিন আগে
উত্তরার সাঈদ গ্র্যান্ড সেন্টারে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর উত্তরার সাঈদ গ্র্যান্ড সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবার সকালে প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের গুদাম পরিদর্শক (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১টা ১৮ মিনিটের দিকে ভবনের ৭ম, ৮ম ও ৯ম তলায় আগুনের সূত্রপাত হয় এবং তা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর রাত ৪টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, আগুন নেভাতে গিয়ে দু'জন দমকলকর্মী সামান্য আহত হন।
তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আরও পড়ুন: লালবাগে মিষ্টির দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
পুরান ঢাকার নাজিরাবাজারে দোকানের আগুন নিয়ন্ত্রণে
৫২৪ দিন আগে
উত্তরায় শনিবারের শান্তি সমাবেশ স্থগিত করেছে আওয়ামী লীগ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবার (৭ অক্টোবর) রাজধানীর উত্তরায় সিভিল এভিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য শান্তি সমাবেশ স্থগিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শুক্রবার (৬ অক্টোবর) দলের ঢাকা মহানগর উত্তর শাখার দপ্তর সম্পাদক প্রলয় সমাদ্দার জানিয়েছেন, ভারী বর্ষণের কারণে কর্মী-সমর্থকদের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই আগামীকালের (৭ অক্টোবর) গণসমাবেশ স্থগিত করার নির্দেশ দিয়েছেন।
তিনি আরও জানান, আগামী শনিবার (১৪ অক্টোবর) দুপুর ২টায় একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের সহিংসতার বিষয়ে সজাগ থাকুন: শিক্ষামন্ত্রী
অর্থনৈতিক সমৃদ্ধি অব্যাহত রাখতে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা: তথ্যমন্ত্রী
‘তলে তলে অনেক কিছু হচ্ছে, আমিতো ভুল বলিনি’
৫২৮ দিন আগে
ঢাকার উত্তরায় কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা
রাজধানীর উত্তরায় বৃহস্পতিবার(১৭ আগস্ট) রাতে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
নিহত লিমন (১৮) ওই এলাকার বাসিন্দা।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লিমনের বন্ধু মো. লিয়ন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লিমনসহ পাঁচ বন্ধু ৫ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে হাঁটতে যায়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পায়ের রগ কেটে যুবককে হত্যা, আহত ১
হঠাৎ লিমনের সঙ্গে তার এক বন্ধু ওবায়দুল (১৮) তালা ঝগড়া করে। তবে ওবায়দুল স্থান ত্যাগ করে মমিনুল ও শাহজালালের সঙ্গে ফিরে এসে লিমনকে নির্মমভাবে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হলে চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: দিনাজপুরে মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২
৫৭৮ দিন আগে
রাজধানীর উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
রাজধানীর উত্তরায় বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মই থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২২মে) বেলা ১২টার দিকে উত্তরার আজমপুর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় সূত্রধর (৩০) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সাওয়ালি বাজার মহেরা গ্রামের রামকৃষ্ণের ছেলে এবং তিনি বাড্ডা এলাকায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হৃদয় অন্যদের সঙ্গে আজমপুরের হোসেন মার্কেট এলাকায় একটি বেসরকারি কোম্পানির বিলবোর্ড লাগাতে যান। হৃদয় আরেকজনের সঙ্গে সিঁড়ি বেয়ে একটি ভবনের উপরের অংশে ওঠার চেষ্টা করছিল।
দুপুর ১২টার দিকে ভবন সংলগ্ন মইটি হঠাৎ তার ওপরে পড়ে গেলে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনেই অজ্ঞান হয়ে পড়েন।
পরে তাদের উত্তরা বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে হৃদয়কে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
টঙ্গীতে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু
৬৬৫ দিন আগে
ঢাকার উত্তরায় গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ডাকাতি
রাজধানীর উত্তরায় একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার গাড়ি থেকে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাই করেছে ডাকাতরা।
বৃহস্পতিবার সকালে তুরাগ এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।
তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান, ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ১১ কোটি ২৫ লাখ টাকা নিয়ে একটি বেসরকারি নিরাপত্তা কোম্পানির গাড়িটি ব্যাংকের এটিএম বুথে টাকা জমা দিতে সাভার ইপিজেড এলাকায় যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
উত্তরা সেক্টর-১৬-এ আটজন সশস্ত্র লোকের একটি দল গাড়ি থামিয়ে বন্দুকের মুখে টাকা ছিনিয়ে নেয়।
পুলিশ টাকা উদ্ধারে অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: নড়াইলে আ.লীগ নেতার বাড়িতে ডাকাতি, ৪০ লাখ টাকার মালামাল লুট
খোকসায় ডাকাতির সময় গলায় তার পেঁচিয়ে বৃদ্ধাকে খুন, আটক ১
৭৩৯ দিন আগে
মতিঝিল, উত্তরায় বিএনপি ঢাকা দক্ষিণ ও উত্তর শাখার মিছিল
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী নির্বাচন অনুষ্ঠানসহ দলের ১০ দফা দাবি আদায়ে পৃথক মৌন মিছিল করেছে বিএনপির ঢাকা দক্ষিণ ও উত্তর মহানগর শাখার নেতাকর্মীরা।
শুক্রবার রাজধানীর মতিঝিল থেকে নয়া বাজার ও উত্তরার জসীম উদ্দিন থেকে পদযাত্রা শুরু করে বিএনপি।
আয়োজকরা জানান, বিদ্যুত-গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দলের প্রতিবাদ, বিরোধী দলের ওপর দমন-পীড়ন এবং দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্যও এই পদযাত্রা কর্মসূচি পালন করছে।
দলের পরিকল্পনা অনুযায়ী বিকাল ৪টা ৫ মিনিটে মতিঝিল থেকে নয়াবাজার পর্যন্ত পদযাত্রা শুরু করে বিএনপি ঢাকা দক্ষিণ মহানগর।
সংক্ষিপ্ত বক্তব্যের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান অংশ নেন।
ফখরুল বলেন, মৌন পদযাত্রার মাধ্যমে তারা নগরবাসীকে বর্তমান সরকারের দুঃশাসন ও দমনমূলক কর্মকাণ্ড এবং দেশ পরিচালনায় ব্যর্থতা এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জেগে ওঠার ও প্রতিরোধ গড়ে তোলার বার্তা দেবে।
বিএনপি নেতা বলেন, ‘সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তারা দেশ ও এর প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তাদের সামিট ফর ডেমোক্রেসিতে আমন্ত্রণ জানায়নি। এটা লজ্জার বিষয়।’
আরও পড়ুন: পাল্টা কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আ.লীগ: বিএনপি
তিনি বলেন, আওয়ামী লীগ মূলত একটি 'সন্ত্রাসী দল' এবং সব সময় শক্তির জোরে ক্ষমতা আঁকড়ে থাকতে চায়। আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি ও দেশের মানুষ আর নির্বাচনে যাবে না।
ফখরুল বলেন, সাধারণ মানুষ ক্রমশ দরিদ্র হচ্ছে আর ক্ষমতাসীন দলের লোকেরা দুর্নীতি ও লুটপাট করে ধনী হচ্ছে।
বিএনপি নেতা বলেন, সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে বেআইনিভাবে ক্ষমতায় বসেছে। ‘সরকারের নির্দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে লিপ্ত হওয়ায় যুক্তরাষ্ট্র র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ‘তারা (সরকার) এখন পুলিশকে ব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা ও দমন-পীড়ন করছে।’
তিনি আরও বলেন, বর্তমান জাতীয় দাবির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সমস্যা সমাধান করা সম্ভব না হওয়ায় সংবিধান সংশোধন করতে হবে।
এর আগে বেলা পৌনে তিনটার দিকে উত্তরা থেকে আবদুল্লাহপুর পর্যন্ত মিছিল শুরু করেন ঢাকা উত্তর মহানগর বিএনপির নেতাকর্মীরা।
আবদুল মঈন খান ও আবদুল আউয়াল মিন্টুসহ দলের সিনিয়র নেতাদের সঙ্গে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
মিছিল বের করার আগে সংক্ষিপ্ত বক্তব্যে মোশাররফ বলেন, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কারণে জনগণ কঠিন সময় পার করায় জনগণের দাবি আদায়ে এবং জনদুর্ভোগের প্রতিবাদে তাদের দল বিভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছে।
তিনি বলেন, তাদের কর্মসূচি ব্যাপক জনসমর্থন পাচ্ছে, ক্ষমতা হারানোর ভয়ে ক্ষমতাসীন দল পাল্টা কর্মসূচি পালন করছে। রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করে আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে।
আরও পড়ুন: রাজধানীতে রোডমার্চের তারিখ পরিবর্তন করল বিএনপি
বিএনপি নেতা বলেন, জনগণ ও বিদেশিরা এখন বুঝতে পারছে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না। ‘এ কারণেই বিদেশি নেতা এবং রাষ্ট্রদূতরা সরকারকে বিশ্বাসযোগ্য নির্বাচন সম্পর্কে পরামর্শ দিচ্ছেন।’
মোশাররফ দলীয় নেতাকর্মীদের কোনো উসকানিতে সাড়া না দিয়ে অতীতের মতো শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।
ব্যানার, জাতীয় ও দলীয় পতাকা, ফেস্টুন ও দলের শীর্ষ নেতাদের ছবি নিয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী পৃথক দু’টি কর্মসূচিতে যোগ দেন।
আইনশৃঙ্খলা রক্ষায় এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
বিএনপি ছাড়াও এলপিডি, গণফোরাম, পিপলস পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট ও পেশাজীবী গণতান্ত্রিক জোটও বর্তমান সরকারকে হটিয়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার ভিন্ন ভিন্ন সময়ে রাজধানীর কয়েকটি এলাকায় পদযাত্রা কর্মসূচি পালন করে।
শনিবার একই ধরনের কর্মসূচি পালন করবে বিএনপির অন্য সব মহানগর ইউনিট।
আরও পড়ুন: পণ্যের বাজার, সরবরাহ চেইন নিয়ন্ত্রণ করে টাকা লুটপাট করছে আ.লীগ সিন্ডিকেট: বিএনপি
৭৫৯ দিন আগে