ক্রয়াদেশ
ন্যায্য মূল্য ছাড়া ক্রয়াদেশ না নেয়ার আহ্বান বিজিএমইএ’র
ন্যায্য মূল্যের চেয়ে কম দামে ক্রয়াদেশ চুক্তি না করতে পোশাক খাতের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে এ বিষয়ে আরও সতর্ক হওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বলেন, ‘কোনো অবস্থাতেই আমরা যেন স্বাভাবিক উৎপাদন মূল্যের চেয়ে কম দামে অর্ডার নেগোশিয়েট না করি।’
শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সম্প্রতি যুক্তরাজ্য, বেলজিয়াম ও স্কটল্যান্ড সফরের ফলাফল জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজন করে সংগঠনটি।
এ সময় তুলা, সুতাসহ অন্যান্য কাঁচামাল ও পরিবহন খরচ বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের পোশাকের মূল্যের ব্যাপারে আরও সংবেদনশীল হওয়ার অনুরোধ করেন বিজিএমইএ সভাপতি।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জ্যৈষ্ঠ সহ-সভাপতি এস.এম. মান্নান (কচি), সহ-সভাপতি মো. শহীদুল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মিরান আলী, রকিবুল আলম চৌধুরী, পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী, আসিফ আশরাফ, মো. মহিউদ্দিন রুবেল ও ব্যারিস্টার বিদ্যা অমৃত খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজিএমইএ এবং ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফাউন্ডেশনের (আইএএফ) যৌথ আয়োজনে আগামী বছরের নভেম্বরে ঢাকায় ৩৭তম আইএএফ ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ইইউতে জিএসপি প্লাস সুবিধা পেতে বাধা নেই: বিজিএমইএ
কানাডায় পোশাক রপ্তানি বাড়াতে চায় বিজিএমইএ
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজেট: বিজিএমইএ
১২২৭ দিন আগে
এখন পর্যন্ত বাতিল হয়েছে ৩০০ কোটি ডলারের ক্রয়াদেশ: বিজিএমইএ
করোনভাইরাস প্রাদুর্ভাবের জেরে ক্রেতারা এখন পর্যন্ত ৩০০ কোটি ডলার মূল্যের ক্রয়াদেশ বাতিল করেছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
১৮২৪ দিন আগে