সিংগাইর
এসিড নিক্ষেপ মামলায় ১৩ বছর পর স্বামীর যাবজ্জীবন
মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে এসিড নিক্ষেপের মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রবিবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারিক আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন।
এসিড দগ্ধ রেবেকা বেগম সিংগাইর উপজেলার ধল্লা লক্ষ্মীপুর এলাকার সাহাজুদ্দিন মিয়ার স্ত্রী।
দণ্ডিত সাহাজুদ্দিন (৪৮) মিয়া একই এলাকার মৃত সামসুদ্দিন মিয়ার ছেলে।
আরও পড়ুন: মানিকগঞ্জে কবরস্থান থেকে কঙ্কাল চুরির অভিযোগ
মামলার এজাহারসূত্রে জানা যায়, ওই নারী তার স্বামীর কথার অবাধ্য হয়ে প্রবাসে যেতে চাইলে ২০০৯ সালের ২৮মে রাতে ক্ষিপ্ত হয়ে বাড়ির অদূরে ডেকে নিয়ে স্ত্রীর মুখে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় স্বামী সাহাজুদ্দিন মিয়া। পরে ওই নারীর আত্মচিৎকারে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সাহাজুদ্দিনকে এ রায় দেন।
একইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি মজনু মিয়াকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪
মানিকগঞ্জে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু
১ বছর আগে
সিংগাইরে শিশুধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
মানিকগঞ্জের সিংগাইরে মা-বাবার সঙ্গে মেলায় গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছরের এক শিশু। শুক্রবার বিকালে এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শরিফ মিয়াকে (২২) সিংগাইর উপজেলার খাসেরচর গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে।
পুলিশ ও নির্যাতিত শিশুটির মা জানান, উপজেলার খাসের চর এলাকায় সাবেক ইউপি সদস্য আরিফের বাড়িতে আশুরা উপলক্ষ্যে চারদিনব্যাপী গ্রামীণ মেলা বসেছে। এই মেলায় পেঁয়াজু বিক্রি করেন শিশুটির মা-বাবা। অভিযুক্ত শরিফ মিয়া একজন চা বিক্রেতা। বৃহস্পতিবার রাতে শিশুটি তার মা-বাবার কাছ থেকে একটু দূরে গেলে শরিফ তাকে পাশের পেঁপে বাগানে নিয়ে ধর্ষণ করে। সারারাত পেঁপে বাগানেই আটকে রাখে শিশুটিকে। রাতভর তার অনেক খোঁজাখুঁজি করেও তারা তার সন্ধান পাননি।
শুক্রবার ভোরে শিশুটি ফিরে এসে ঘটনা খুলে বলে তার পরিবারকে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে থানায় মামলা করেছেন। আগামীকাল শনিবার আসামি শরিফ মিয়াকে আদালতে পাঠানো হবে।
ওসি আরও জানান, জেলা সদর হাসপাতালে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে।
আরও পড়ুন: চৌগাছায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড
কক্সবাজারে শিশু ধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন
২ বছর আগে
মানিকগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন ডাকাত নিহত
মানিকগঞ্জের সিংগাইরে বুধবার দিবাগত রাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন র্যাবের দুই সদস্য।
নিহত কায়সার জয়পুর হাটের পাঁচবিবি উপজেলার জয়হার এলাকার লোকমান হোসেনের ছেলে।
র্যাবের মুখপাত্র লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে একটি মাইক্রোবাসে র্যাবের টহল দল সিংগাইর মহাসড়কের দিকে যাচ্ছিল। এসময় বেশ কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী র্যাবের গাড়ি লক্ষ্যে করে গুলি ছুঁড়ে। পরে আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। এসময় ডাকাত দলের সদস্য কাওসার আহমেদ নিহত হন। এ ঘটনায় র্যাক-৪ এর দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের ঢাকার সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুটি রামদা, একটি চাপাতি, দুটি চাকু, একটি মানিব্যাগ, দুটি টর্চ লাইট ও দুই জোড়া স্যান্ডেল উদ্ধার করেছে র্যাব।
পড়ুন: কুমিল্লায় সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত
বাঘাইছড়িতে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত ২
২ বছর আগে
মানিকগঞ্জে জামিনে এসে খুন হলেন যুবক, আটক ১
মানিকগঞ্জের সিংগাইরে প্রতিপক্ষের দায়ের করা মামলায় আদালত থেকে জামিনে আসার পর জুলহাস (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন।
বুধবার (১২ জানুয়ারি ) সন্ধা সাড়ে ৬টার দিকে উপজেলার জয়মন্টপ নতুন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। খুনের ঘটনায় জড়িত সন্দেহে মুজিবুর রহমান (৭০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত জুলহাস জয়মন্টপ ইউনিয়নের ফকির পাড়া গ্রামের মৃত মো. নওয়াব আলীর ছেলে।
আরও পড়ুন: নোয়াখালীতে জোড়া খুন: ৮ জন খালাস, তিনজনের মৃত্যুদণ্ড বহাল
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৬ ডিসেম্বর জুলহাস ও ব্যাপারী পাড়া গ্রামের মজিবুরের ছেলে দুলালের পরিবারের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন বিকালে জুলহাসের পরিবারের লোকজন জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে দুলালকে মারধর করে। এতে দুলালের বাবা মজিবুর বাদী হয়ে জুলহাসসহ ৯ জনকে আসামি করে মামলা দায়ের করে। ওই মামলায় জুলহাস বুধবার (১২ জানুয়ারি ) জামিনে এসে সন্ধ্যায় জয়মন্টপ নতুন বাসস্ট্যান্ডে চা খেতে গেলে দুলালের নেতৃত্বে ৮-১০ জনের সশস্ত্র গ্রুপ তাকে কুপিয়ে আহত করে। পরে আহত জুলহাসকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বলেন, ঘটনার সঙ্গে জড়িত মজিবুর নামে একজনকে আটক করা হয়েছে। থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ছুরিকাঘাতে কিশোর খুন!
২ বছর আগে
সিংগাইরে ছাত্রলীগ নেতাকে হত্যার দায় স্বীকার করে দুই আসামির জবানবন্দী
অভ্যন্তরীণ কোন্দলের জেরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরুকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করে বৃহস্পতিবার দুই আসামি জবানবন্দী দিয়েছেন।
৩ বছর আগে
সিংগাইরে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ঘোনাপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার সকালে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
৪ বছর আগে
মানিকগঞ্জের সিংগাইরে ছাত্রীকে ধর্ষণ, সহায়তাকারী নারী গ্রেপ্তার
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামসা ইউনিয়নের বাস্তা গ্রামের প্রাইভেট শিক্ষক রহুল আমীন রুবেল (৩২) বিরুদ্ধে ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করার অভিযোগ ওঠেছে।
৪ বছর আগে
সিংগাইরে তাবলীগ জামাতের ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত
মানিকগঞ্জের সিংগাইরে কোয়ারেন্টাইনে থাকা তাবলীগ জামাতের ১১ জনের নমুনা পরীক্ষায় তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
৪ বছর আগে
সিংগাইরে কর্মহীন মানুষের মাঝে টুটুলের খাদ্য সহায়তা
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফীন টুটুলের অর্থায়নে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের ৪৫০ দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
৪ বছর আগে