বহুতল ভবন
ঢাকার তোপখানায় বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর তোপখানা রোডে একটি বহুতল ভবনের উপরের তলায় লাগা আগুন এখন নিয়ন্ত্রণে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের ডিউটি অফিসার রশিদ বিন খালিদ জানান, সকাল ৭টা ৩৩ মিনিটের দিকে তোপখানা রোডের ১৩ তলা বিশিষ্ট ‘মেহেরবা প্লাজার’ উপরের তলায় আগুনের সূত্রপাত হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত ও এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান কর্তব্যরত এই কর্মকর্তা।
আরও পড়ুন: ঢাকার চকবাজারে ২টি দোকানের আগুন নিয়ন্ত্রণে
বস্তিতে আগুন: ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার ঘোষণা ডিএনসিসি মেয়রের
৯ মাস আগে
রাজধানীতে বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু
ঢাকার দক্ষিণ বনশ্রী এলাকায় বুধবার বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।
নিহত ফাতেমা ভূঁইয়া পুতুল (১৫) বনশ্রী এলাকার একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ১৬ তলা ভবনের ১০ তলায় পরিবারের সঙ্গে থাকতেন। পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট ।
পুতুলের ভাবি মুর্শেদা খানন জানান, সকালে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে পুতুল ভবনের ছাদে গিয়ে লাফ দেন।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুর্শেদা সন্দেহ করছেন- পুতুল প্রেমের সম্পর্কের কারণে আত্মহত্যা করেছেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
১১ মাস আগে
রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
ঢাকার শ্যামলী এলাকায় বৃহস্পতিবার রাতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় নিহত একজনকে উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বলেন, রাত ১১টা ২৫ মিনিটের দিকে ‘রূপায়ণ শেলফোর্ড’ নামের ২০ তলা ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন: শাবিপ্রবি ক্যাম্পাসে ভবনের আগুন নিয়ন্ত্রণে
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, ২৩ জনকে নিরাপদে নামিয়ে আনা হয়। এর মধ্যে টার্ন টেবল লেডার (টিটিএল) দিয়ে নামানো হয় ছয়জনকেl
এক ব্যক্তির লাশ ভবনের ১৯ তলা থেকে উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীর আদাবরে ভবনের আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
১ বছর আগে
কাটাবনে বহুতল ভবনে আগুন
রাজধানীর কাটাবন এলাকায় সোমবার সন্ধ্যায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, রাত সাড়ে ৭টার দিকে ৯ তলা ভবনের পঞ্চম তলায় আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: ঢাকার কাপ্তান বাজারে আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৩
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলেও জানান তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: মহাখালী বস্তির আগুন নিয়ন্ত্রণে
১ বছর আগে
রাজধানীর বিজয়নগরে বহুতল ভবনে আগুন
রাজধানীর বিজয়নগরে রবিবার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আরকেডিআর টাওয়ারের ১০ তলা ভবনের ৮ম তলায় আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১২টা ৪২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: চট্টগ্রামে ভবনে আগুন, দুই বোন দগ্ধ
গুলিস্তানে শেখ রাসেল কমপ্লেক্সে আগুন
২ বছর আগে
রাজধানীর গ্রিন রোডে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর গ্রিন রোডে ১৪ তলা বিশিষ্ট আর এস টাওয়ারের পঞ্চম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার বেশি সময় চেষ্টা করে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আর এস টাওয়ারের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান রাশেদ।
আরও পড়ুন: রাজধানীর গ্রিন রোডে বহুতল ভবনে আগুন
রাজধানীর বাংলামোটরে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে
২ বছর আগে
রাজধানীর গ্রিন রোডে বহুতল ভবনে আগুন
রাজধানীর গ্রিন রোডে আর এস টাওয়ার নামে ১৪ তলা বিশিষ্ট একটি ভবনের পাঁচতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা করছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীর বাংলামোটরে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে
লঞ্চে আগুন: প্রতিবেদন জমা দিলো তদন্ত কমিটি
২ বছর আগে
রাজধানীর বাংলামোটরে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর বাংলামোটরে একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দীর্ঘ দুই ঘণ্টার বেশি সময় চেষ্টা করে বৃহস্পতিবার দুপুরে এ আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের গণমাধ্যম শাখার উপসহকারী পরিচালক শাহজাহান সিকদার বলেন, ১১ তলা বিশিষ্ট রাহাত টাওয়ারের আগুন দুপুর ১টা ১২ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন: রাজধানীর বাংলামোটরে বহুতল ভবনে আগুন
এর আগে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে রাহাত টাওয়ারের ১১ তলায় আগুন লাগে এবং দ্রুতই তা ভবনে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।
আগুন লাগার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ফিলাডেলফিয়ায় ভবনে আগুন: ৮ শিশুসহ নিহত ১২
লঞ্চে আগুন: প্রতিবেদন জমা দিলো তদন্ত কমিটি
২ বছর আগে
পুরান ঢাকার চকবাজারে বহুতল ভবনে আগুন
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের এসকে টাওয়ারে একটি বহুতল ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। মঙ্গলবার বিকেলে ৪টা ৩০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স হেডকোয়ার্টার কন্ট্রোল রুম ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, এসকে টাওয়ারে যেখানে আগুন লেগেছে, সেটি একটি প্লাস্টিকের গোডাউন। আগুনে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আরও পড়ুন:হালিশহরে কাঁচাবাজারে আগুন
পেট্রাপোল বন্দরে আগুনে পুড়ল তুলাবোঝাই ১২ ট্রাক
২ বছর আগে
মিরপুরে ২ বহুতল ভবন, একটি টিনশেড লকডাউন
মিরপুর-১ নম্বরে একই পরিবারের দুজন করোনা রোগী শনাক্ত হওয়ায় দুটি বহুতল ভবন এবং একটি টিনশেড লকডাউন করে দেয়া হয়েছে।
৪ বছর আগে