বাংলাদেশ ক্রিকেট দল
বিশ্বকাপ ২০২৩: ভারতের উদ্দেশে রওনা দিল বাংলাদেশ দল
বিশ্বকাপ ক্রিকেট খেলতে বুধবার বিকেলে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ দল।
আগামী ৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেট।
এবারের বিশ্বকাপে আগামী ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে ২৩ সেপ্টেম্বর গুয়াহাটিতে শ্রীলঙ্কা ও ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত সফরে যাওয়ার একদিন আগে স্কোয়াড ঘোষণা করে।
এবারের বিশ্বকাপে বাংলাদেশে দলের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। পাশাপাশি তার সহকারী হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত।
ইনজুরির কারণে দলে জায়গা পাননি তারকা ওপেনার তামিম ইকবাল। নির্বাচক প্যানেল তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তামিমের বাদ পড়া নিয়ে কিছুটা বিতর্কের সৃষ্টি হয়েছিল। এ সময় সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জোর দিয়ে বলেন, তামিমকে বাদ দেওয়া হয়নি বরং তিনি নিজেই দলে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থাকার সিদ্ধান্ত তামিম নিজেই নিয়েছেন: মাশরাফি
তামিমের অনুপস্থিতিতে দলে এখন টপ অর্ডারে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করতে হবে বাংলাদেশকে।
তবে দীর্ঘ সময় ধরে বাজে ফর্মে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন।
দলের ১৫ সদস্যের মধ্যে নবাগত তানজিম হাসান সাকিবসহ পাঁচজন পেস বোলারকে বেছে নিয়েছে বাংলাদেশ। নাসুম আহমেদের মতো একজন সত্যিকারের স্পিনারও রয়েছেন দলে।
এবারের বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য অনেকটাই নির্ভর করবে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও নাজমুল হোসেন শান্তর মতো সিনিয়র খেলোয়াড়দের ওপর।
২০২৩ বিশ্বকাপের জন্য বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহঅধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩ ভেন্যু: ভারতের যে স্টেডিয়ামগুলোতে খেলা হবে
‘সরি, একজন খেলোয়ার তামিম ইকবাল’
১ বছর আগে
লিটনকে ছাড়াই এশিয়া কাপে যোগ দিতে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল এই বছরের এশিয়া কাপে অংশ নিতে রবিবার (২৭ আগস্ট) দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে যাত্রা করেছে।
তবে, ডানহাতি টপ অর্ডার ব্যাটার লিটন দাসের গত দুই দিন ধরে জ্বর থাকায় দলের অন্য সদস্যদের সঙ্গে তিনি যেতে পারেননি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল উইং নিশ্চিত করেছে, লিটন সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
তারা আরও আশ্বস্ত করেছেন, লিটনের পরীক্ষা করা হয়েছে। তার রিপোর্টে ডেঙ্গু বা অন্য কোনো গুরুতর অসুস্থতার কথা জানা যায়নি।
এ ছাড়া, আরেক ক্রিকেটার তানজিম হাসান সাকিবও একাই শ্রীলঙ্কা গেছেন।
তাকে পরে টিম লাইনআপে অন্তর্ভুক্ত করায় তার জন্য আলাদা ফ্লাইট নির্ধারণ করা হয়েছিল। পায়ের চোটের কারণে এবাদত হোসেন বাদ পড়ার পর তাকে অন্তর্ভুক্ত করা হয়।
শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হওয়ার আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ডানহাতি পেসার তাসকিন আহমেদ এই বছরের এশিয়া কাপে বাংলাদেশের জয়ের বিষয়ে তার বিশ্বাসের কথা জানিয়েছেন।
আরও পড়ুন: এশিয়া কাপে সুপার ফোরে খেলার লক্ষ্য বাংলাদেশের
তাসকিন বলেন, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য এই বছরের এশিয়া কাপের ফাইনালে জায়গা নিশ্চিত করা।’
তিনি আরও বলেন, ‘ফাইনালে পৌঁছানোটা একটা গুরুত্বপূর্ণ অর্জন হবে।’
তাসকিন বলেছেন, ‘ভালো ক্রিকেট খেলে আমরা চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করতে পারি। মাঠে আমাদের সেরা পারফর্ম করাই সাফল্যের চাবিকাঠি।’
৩১ আগস্ট এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচ। এরপর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে টাইগাররা পাকিস্তানে যাবে। সেখানে তারা ৫০ ওভারের দুটি ম্যাচ খেলবে।
বাংলাদেশের হেডকোচ এই ভ্রমণের সময়সূচি নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন।
তামিম ইকবাল সম্প্রতি ফিটনেস অনিশ্চয়তার কারণে পদত্যাগ করার পর অধিনায়ক নির্ধারণ হওয়ায় এশিয়া কাপের এই সংস্করণে দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।
সাকিব ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে উভয়েই এশিয়া কাপে ইতিবাচক ফলাফল অর্জনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
এশিয়া কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শাকিব আহমেদ, মাহেদী হাসান, নাইম শেখ, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব।
আরও পড়ুন: এশিয়া কাপ-২০২৩: এবাদতের বদলি খেলবেন তানজিম সাকিব
ব্যাটিং অনুশীলন শুরু করেছেন তামিম ইকবাল
১ বছর আগে
এশিয়া কাপে সুপার ফোরে খেলার লক্ষ্য বাংলাদেশের
শ্রীলঙ্কা ও পাকিস্তানে অনুষ্ঠিতব্য এসিসি এশিয়া কাপে অংশ নিতে আগামীকাল রবিবার (২৭ আগস্ট) শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল।
শ্রীলঙ্কা রওনা হওয়ার আগে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, তাদের প্রাথমিক লক্ষ্য ইভেন্টের দ্বিতীয় রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করা।
বাংলাদেশ ছাড়াও এশিয়া কাপে অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল।
৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ গ্রুপ বি-তে রয়েছে এবং আফগানিস্তান গ্রুপের তৃতীয় দল। শ্রীলঙ্কায় শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানে যেতে হবে তাদের।
মাত্র তিন দিনের ব্যবধানে বাংলাদেশ দুটি দেশে গিয়ে ৫০ ওভারের দু’টি ম্যাচ খেলবে। কোচ চন্ডিকা এই ব্যস্ত সময়সূচি নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এটি অবশ্যই একটি নতুন চ্যালেঞ্জ। কারণ আমরা সাধারণত একাধিক দেশে ভ্রমণ টুর্নামেন্ট খেলি না। তবে, দুই দলের ক্ষেত্রেই বিষয়টি একই কথা। তাই আমরা চ্যালেঞ্জটির অপেক্ষা করছি।’
আরও পড়ুন: এশিয়া কাপ-২০২৩: এবাদতের বদলি খেলবেন তানজিম সাকিব
শ্রীলঙ্কা ও আফগানিস্তান উভয় দেশই গত এশিয়া কাপে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। এবার আবারও ৫০ ওভারের ফরম্যাটে টাইগারদের পরীক্ষা নিতে প্রস্তুত তারা।
এর আগে ঢাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চন্ডিকা বলেন, ‘এই দুই দল একে অপরের বিপক্ষে সত্যিই ভালো ম্যাচ খেলেছে, বিশেষ করে আগের এশিয়া কাপে। তাই আমি মনে করি, দুই দলই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে একই সময়ে আমি মনে করি সাম্প্রতিক অতীতে আমরা তাদের বিরুদ্ধে কিছু সাফল্য পেয়েছি।’
শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হওয়ার আগে বাংলাদেশ মেডিকেল অ্যাসেসমেন্ট ও ফিটনেস পরীক্ষাসহ প্রস্তুতি ক্যাম্পের মধ্য দিয়ে গেছে। এশিয়া কাপের জন্য দলের প্রস্তুতি নিয়ে 'খুব খুশি' চন্ডিকা।
৭ নম্বরে কে ব্যাট করবেন- এই প্রশ্নটি বাংলাদেশের ক্রিকেট মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। চন্ডিকা স্পষ্ট করেন, তিনি এই স্থানের জন্য কাউকে নির্বাচন করছেন না; বরং সিদ্ধান্ত নির্ভর করবে পরিস্থিতি ও প্রতিপক্ষের ওপর।
আরও পড়ুন: ব্যাটিং অনুশীলন শুরু করেছেন তামিম ইকবাল
কোচ বোলারদের ব্যাটিং উন্নতিরও প্রশংসা করেন। তাদের, মাঝেমধ্যেই শেষ কয়েক ওভারে ব্যাটিং করতে দেখা যায়। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমানের অগ্রগতিকে ইতিবাচক হিসেবে বিবেচনা করেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সুপার ফোরের জন্য যোগ্যতা অর্জন করা। আমরা শ্রীলঙ্কায় তাদের বিপক্ষে খেলছি। শ্রীলঙ্কা এমন একটি দল যারা ঘরের মাঠে ভালো পারফর্ম করে। এ ছাড়া আমরা পাকিস্তানে আফগানিস্তানের মুখোমুখি হব। তারা সম্প্রতি এখানে একটি সিরিজ জিতেছে। সুতরাং, বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। তবে আমরা তাদের জন্য প্রস্তুত।’
দ্রুততম পেসার এবাদত হোসেনের অনুপস্থিতি কাটিয়ে উঠতে হবে বাংলাদেশকে। কোচ এবাদতের অনুপস্থিতিকে ‘উল্লেখযোগ্য ক্ষতি’ হিসেবে উল্লেখ করে বলেন, সরাসরি তার সমকক্ষ কাউকে খুঁজে বের করা কঠিন কাজ।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় পায়ে চোট পান এবাদত। প্রাথমিকভাবে স্কোয়াডের অংশ করা হলেও দলের ফিজিওথেরাপিস্ট জানান, চোট থেকে সেরে উঠতে তার আরও সময় প্রয়োজন। ফলে, তার বদলি হিসেবে জায়গা পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।
আরও পড়ুন: সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর
১ বছর আগে
বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিলেন চন্ডিকা হাথুরুসিংহে
চন্ডিকা হাথুরুসিংহে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি সোমবার ঢাকায় পৌঁছান এবং নতুন ভূমিকায় তার প্রথম দিন হিসেবে মঙ্গলবার দলের অনুশীলন সেশনে যোগ দেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাথুরুসিংহেকে প্রধান কোচ হিসেবে তার সফল প্রথম কার্যকালের পর পরবর্তী দুই বছরের জন্য পুনরায় নিয়োগ দিয়েছে।
তার প্রথম মেয়াদে বাংলাদেশ দেশে ও বিদেশে বেশ কয়েকটি ঐতিহাসিক জয়ের স্বাদ পেয়েছে, যার মধ্যে রয়েছে- ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি বিখ্যাত জয় এবং পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়।
মঙ্গলবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামসহ গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে দেখা যায় হাথুরুসিংহেকে।
তবে তিনি এখনও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। বুধবার একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে, যেখানে হাথুরুসিংহে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং দলের জন্য তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।
আগামী ১ মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল।
আরও পড়ুন: আচরণবিধি লঙ্ঘন করায় বিপিএলের ৪ খেলোয়াড়, কোচের জরিমানা
বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের পদে ফিরতে পারেন চন্ডিকা হাথুরুসিংহে
১ বছর আগে
বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের পদে ফিরতে পারেন চন্ডিকা হাথুরুসিংহে
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের(পুরুষ) প্রধান কোচের শূন্য পদ শিগগিরই পূরণ করতে পারে চন্ডিকা হাথুরুসিংহে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
ক্রিকেট নিউ সাউথ ওয়েলস তার সহকারী কোচের পদ থেকে হাথুরুসিংহের প্রস্থান নিশ্চিত করার পর এটি আলোচনায় এসেছে। প্রধান কোচের পদ থেকে রাসেল ডোমিঙ্গোর পদত্যাগের পর চন্ডিকা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে একটি চুক্তির খবরে সাম্প্রতিক জল্পনাকে গণমাধ্যম উসকে দিয়েছে।
ক্রিকেট নিউ সাউথ ওয়েলস মঙ্গলবার নিশ্চিত করেছে যে চন্ডিকা সহকারী কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন এবং অস্ট্রেলিয়ান দল বলেছে যে তিনি ‘আন্তর্জাতিকভাবে কোচিং এর ভূমিকা নিতে চান।’
তবে, চন্ডিকা কোথায় নতুন ভূমিকা নিতে পারে তা তারা প্রকাশ করেনি।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স মেন্টর হলেন ব্রায়ান লারা
বিসিবি সভাপতি নাজমুল হাসান সম্প্রতি সিলেট সফরকালে জানিয়েছেন যে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগে ফেব্রুয়ারিতে নতুন কোচ নিয়োগের পরিকল্পনা রয়েছে বোর্ডের। তবে বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী প্রধান কোচের পরিচয় প্রকাশ করেননি তিনি।
গত মাসে ডমিঙ্গো টেস্ট ও ওয়ানডে উভয় ক্রিকেটের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রীধরন শ্রীরাম গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কারিগরি পরামর্শদাতা হিসাবে কাজ করেছিলেন এবং সেই ভূমিকা অব্যাহত রাখার বিষয়ে বিসিবির সঙ্গে আলোচনা করেছেন, যা বিসিবিও রাখার আশা করছে।
২০১৭ সালে হতাশাজনক দক্ষিণ আফ্রিকা সফরের পর তার আকস্মিক প্রস্থানের আগে, চন্ডিকা ২০১৪ সালে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার মেয়াদে, দলটি ভারত, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়সহ, ঘরোয়া মাঠে ওয়ানডেতে তার জয়ের ধারা শুরু করেছিল।
আরও পড়ুন: বিপিএল-২০২৩: খুলনা টাইগার্সকে চার রানে হারাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স
১ বছর আগে
নিউজিল্যান্ডের উদ্দেশে শুক্রবার ঢাকা ছাড়বে টাইগাররা
নিউজিল্যান্ডের উদ্দেশে শুক্রবার ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।
আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে, নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে বাংলাদেশ ও পাকিস্তান।
নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় টাইগাররা
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ ২-০ ব্যবধানে জিতেছে। এই সিরিজে টাইগারদের মধ্যে ভালো করেছেন আফিফ হোসেন। কিন্তু ওপেনার হিসেবে খেলা ডানহাতি ব্যাটার সাব্বির রহমান মুগ্ধ জ্বলে উঠতে পারেননি।
বাংলাদেশ তাদের কর্মীদের একটি পরিবর্তন করেছে- টিম ম্যানেজার নাফিস ইকবালকে সরিয়ে দেয়া হয়েছে এবং সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবেদ ইমামকে নতুন টিম ম্যানেজার হিসেবে নিয়োগ করা হয়েছে।
মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, নাফিসকে টিম ম্যানেজার হিসেবে দেখে খেলোয়াড়রা খুশি নন।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ৭ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই আসরে অন্তত চারটি ম্যাচ খেলবে টাইগাররা।
সিপিএলের জন্য সংযুক্ত আরব আমিরাতের সিরিজ মিস করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তার অনুপস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেন নুরুল হাসান সোহান।
নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত, এবং স্ট্যান্ডবাই খেলোয়াড়: শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মাহেদী হাসান, সৌম্য সরকার।
আরও পড়ুন: সাকিবের প্রশংসায় মাশরাফি
সালমার দুর্দান্ত বোলিং সত্ত্বেও হারল বাংলাদেশ
২ বছর আগে
সুসময়ের ভক্তদের জন্য এই জয় নয়: রাদওয়ান মুজিব
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। অফিশিয়াল একাউন্টে দেয়া ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে সবাই টাইগারদের জয় উদযাপন করছে। তবে এই দুর্দান্ত তরুণদের ব্যর্থতার সময় যারা দূরে ঠেলে দেয় তাদের জন্য এই জয় নয়।
রাদওয়ান মুজিব সিদ্দিক আরও বলেন, এই খেলোয়াড়রা যখন বাজে ফর্মে ছিল তখন তাদের যেভাবে ব্যক্তিগত আক্রমণ করা হয় তার কোনও ব্যাখ্যা হয় না। চলুন, আমরা খেলোয়াড়দের সবসময় সমর্থন দেই। সুসময়ের ভক্তদের কোনও জায়গা নেই।
নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো স্বাগতিকদের টেস্টে হারিয়েছে টাইগাররা। বুধবার ৮ উইকেটের জয় পায় তারা। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে আটকে দেয় বাংলাদেশ। পরে নিজেরা করে ৪৫৮ রান। এতে ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ব্ল্যাকক্যাপসরা। তবে টাইগারদের বোলিং তোপে সুবিধা করতে পারেনি স্বাগতিক দলটি। তারা অলআউট হয় ১৬৯ রানে। এতে ৪০ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। ম্যাচের পঞ্চম ও শেষ দিনে সে লক্ষ্যে ৮ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় টাইগাররা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক দেশের অধিকাংশ মানুষের পরিচিত। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তরুণদের মাঝে দারুণ জনপ্রিয়। দেশের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরতে তার সৃজনশীল সব উদ্যোগ ও কার্যক্রমের কারণে তরুণদের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি।
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড, জয় বাংলা কনসার্ট, ‘মুজিব’ গ্রাফিক নভেল এবং “হাসিনা: এ ডটার’স টেল” এর মত সৃজনশীল উদ্যোগগুলো এসেছে রাদওয়ান মুজিবের হাত ধরে।
আরও পড়ুন: তরুণদের আরও দায়িত্ব দেয়ার সময় হয়েছে: রাদওয়ান মুজিব সিদ্দিক
বিজয়ীদের হাতে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ তুলে দেবেন রাদওয়ান মুজিব
২ বছর আগে
শনিবার ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল
তিন টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শনিবার ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশ সময় সকাল ৮টা ১০ মিনিটে পাকিস্তান দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে।
আগামী ১৯ নভেম্বর দু’দলের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২০ ও ২২ নভেম্বর হওয়ার কথা রয়েছে। সবগুলো ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি সিরিজের পর ২৬ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দু’দলের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। ৪ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
সংযুক্ত আরব আমিরাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে সবগুলো ম্যাচ জয়লাভ করেছিল পাকিস্তান। তবে ১১ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে দ্বিতীয় সেমিফাইনালে তারা অস্ট্রেলিয়ার কাছে পাঁচ উইকেটে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ করে।
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), সাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, শোয়েব মালিক, উসমান কাদির।
আরও পড়ুন: ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
টাইগারদের বিশ্বকাপ ব্যর্থতার পর্যালোচনা করতে বিসিবির কমিটি গঠন
৩ বছর আগে
দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়ে রবিবার দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি ওয়ানডে এবং সমান সংখ্যক টি২০ ম্যাচে অংশ নেয় বাংলাদেশ। তবে একটিতেও জয়ের দেখা পায়নি টাইগাররা।
বাংলাদেশের পরবর্তী সফর শ্রীলঙ্কায়। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১২ এপ্রিল বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: এক ফরম্যাট থেকে অবসর নিতে চান তামিম ইকবাল
৩ বছর আগে
দ্বিতীয় টি২০: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচে মঙ্গলবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এর আগে প্রথম টি২০ ম্যাচে ৬৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে সফরকারীরা।
বাংলাদেশের একাদশে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ।
এর আগে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয় বাংলাদেশ।
আরও পড়ুন: সিরিজ হারল বাংলাদেশ
বড় হার দিয়ে টি২০ সিরিজ শুরু করল বাংলাদেশ
শচীন টেন্ডুলকার করোনায় আক্রান্ত
বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মোহাম্মাদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোহাম্মাদ সাঈফউদ্দিন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
৩ বছর আগে