পুলিশে সোপার্দ
পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের এক নেত্রীকে পুলিশে সোপর্দ
রাজশাহী মহিলা কলেজে জান্নাতুল ফেরদৌস প্রিয়া নামে এক ছাত্রলীগের নেত্রীকে পরীক্ষার হল থেকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রীরা।
রবিবার (২৭ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে।
জান্নাতুল মহানগর ছাত্রলীগের পরিবেশবিষয়ক সম্পাদক। তার ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্র বিষয়ে পরীক্ষা ছিল বলে জানা গেছে।
আরও পড়ুন: গাইবান্ধায় ডিসি অফিস সহায়ক পরীক্ষায় প্রক্সি, ২২ জন আটক
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী মহিলা কলেজে পরীক্ষা দিতে আসেন প্রিয়া নামের ওই ছাত্রলীগ নেত্রী। বিষয়টি টের পেয়ে মহিলা কলেজের ছাত্রীরা তাকে আটকে রাখে। পরে তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় ছাত্রলীগের নেত্রী জান্নাতুল প্রিয়াকে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, ছাত্রলীগের নেত্রী প্রিয়াকে থানায় নেওয়া হয়েছে।
তিনি বলেন, তার বিরুদ্ধে হলের সিট বাণিজ্য ও সাধারণ শিক্ষার্থীর নির্যাতনের অভিযোগও রয়েছে। তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আরও পড়ুন: ডিএনএ পরীক্ষার জন্য বিএনপি নেতা হারিছের লাশ তোলা হয়েছে
১ মাস আগে
রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে অস্ত্রসহ পুলিশে সোপার্দ
রাজশাহীর চারঘাট উপজেলায় একটি বিদেশি পিস্তলসহ ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাগর ইসলামকে(২০) পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
৪ বছর আগে