রামগতি
রামগতিতে ৪ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ, আটক ৯
লক্ষ্মীপুরের রামগতিতে শনিবার সকাল ১০ টায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে চার হাজার কেজি জাটকা ইলিশ ও বিভিন্ন প্রকার মাছ জব্দ করা হয়েছে। এসময় ৯জনকে আটকের পর জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।
জানা যায়, অভয়াশ্রম রক্ষা অভিযান-২০২৩ উপলক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্ত বিসিজি স্টেশন, রামগতির নেতৃত্বে লক্ষীপুরের রামগতি থানার চৌধুরীর হাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ওই এলাকা থেকে অবৈধভাবে বহনকালে একটি ট্রাকসহ ৭৫ মণ ইলিশ,২৫ মণ পোয়া এবং চিংড়ি মাছ জব্দ করা হয়। এসময় ট্রাক ড্রাইভারসহ মোট ৯ জন মাছ ব্যবসায়ীকে আটক করা হয়।
পরবর্তীতে,রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এম শান্তনু চৌধুরীর উপস্থিতিতে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা,গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয় ।
এছাড়া, আটকদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে ১৪৮ মণ সরকারি চাল জব্দ, আটক ১
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন জব্দ, আটক ১
১ বছর আগে
লক্ষ্মীপুরে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
লক্ষ্মীপুরের রামগতিতে ১৬টি মাছ ধরার নৌকায় অভিযান চালিয়ে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জালগুলোর বাজারমূল্য প্রায় পাঁচ কোটি ২৫ লাখ টাকা। পরে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে নষ্ট করা হয়।
আরও পড়ুন: চাঁদপুরে ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
শনিবার সন্ধ্যায় কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল বিষয়টি জানিয়েছেন।
এর আগে মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জাল ব্যবহার বন্ধে বিকাল ৩টায় বিশেষ কম্বিং অপারেশন-২০২৩ উপলক্ষে কোস্টেগার্ড দক্ষিণ জোন বিসিজি স্টেশন রামগতি মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
পরে জব্দকৃত জালগুলো রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি মো.মাসুক উদ্দিনের উপস্থিতিতে পোড়ানো হয়।
আরও পড়ুন: চাঁদপুরে ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
বরিশালে ৩৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
১ বছর আগে
১০ বছরে মেঘনায় বিলীন ১৭০ বর্গ কিলোমিটার এলাকা
চোখের সামনেই মেঘনা নদীতে ভেঙে পড়ল জেলার রামগতি উপজেলার চর বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এভাবে ৩০ বছরে মেঘনায় ভয়াবহ ভাঙনে লক্ষ্মীপুরেরর রামগতি ও কমলনগর উপজেলার প্রায় ২৪০ বর্গ কিলোমিটার এলাকা বিলীন হয়েছে। শেষ ১০ বছরেই বিলীন হয়েছে ১৭০ বর্গ কিলোমিটার এলাকা।
স্থানীয় এলাকাবাসী, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের নথিপত্র পর্যালোচনা ও সংশ্লিষ্ট জনদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। সর্বশেষ সোমবার নদীগর্ভে বিলীন হয়েছে কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি স্কুল ভবন। এটি রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নে অবস্থিত চরবালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৯৫ সালে স্থাপিত হয়। নতুন ভবনটি ২০১৬-১৭ অর্থবছরে নির্মাণ করে প্রাথমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
লক্ষ্মীপুর উপকূলের মেঘনার ভাঙনে ক্ষতিগ্রস্তদের ভাষ্য, মেঘনার ভাঙনের ভয়াবহতা বিগত সময়ের তুলনায় তিনগুণ বেশি। গত ১০ বছরে লক্ষাধিক মানুষ মেঘনায় ভিটেমাটি হারিয়ে বাস্তুহারা হয়েছে।
সর্বশেষ গত দুই বছর ধরে মেঘনার ভাঙন ছাড়াও লোকালয়ে ও ফসলি জমিতে অস্বাভাবিক জোয়ারের পানি ঢুকে পড়ছে। চলতি বছরে নতুন সমস্যা যোগ হয়েছে জোয়ারের পানিতে অতিরিক্ত লবণাক্ততা। এমন পরিস্থিতিতে ভাঙনকবলিত মেঘনাপাড় এলাকায় স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবি করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর এবং কমলনগর উপজেলার পশ্চিম সীমানার উত্তর-দক্ষিণ এবং রামগতি উপজেলার পশ্চিম ও দক্ষিণ বরাবর মেঘনা নদী বহমান। কমলনগর উপজেলায় মেঘনার দৈর্ঘ্য ১৭ এবং রামগতিতে ২০ কিলোমিটার। দুই উপজেলার ৩৭ কিলোমিটার মেঘনা নদী তীরবর্তী এলাকায় প্রতিনিয়ত চলছে ভাঙন।
আরও পড়ুন: কয়রায় নদীভাঙন: ১১ বছরে বাড়ি ছেড়েছে ১৬ হাজার পরিবার
১৯৯১ সালের আদমশুমারি প্রতিবেদনে সাবেক রামগতি (রামগতি-কমলনগর) উপজেলার আয়তনছিল ৬৬৩ বর্গ কিলোমিটার। ২০ বছর পর ২০১১ সালের আদমশুমারি প্রতিবেদনে সে আয়তন উল্লেখ করা হয় ৫৯৪ বর্গ কিলোমিটার। যাতে দেখা যায় ২০ বছরে মেঘনায় বিলীন হয়ে যায় ৬৯ বর্গকিলোমিটার এলাকা। ২০১১ সালের পর আর কোনো আদমশুমারি হয়নি।
এর মধ্যে এ অঞ্চলে নদী ভাঙনের গতি ভয়াবহ আকার ধারণ করেছে। ভাঙনকবলিত ইউনিয়নগুলোর চেয়ারম্যানরা জানিয়েছেন, ভাঙনের তীব্রতায় গত ৫ বছরে বিলীন হয়েছে কমলনগর উপজেলার ৪টি ইউনিয়নের ১৫টি ওয়ার্ড।
সর্বশেষ কী কারণে মেঘনায় এত ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে স্থানীয়ভাবে কেউ তা জানাতে পারছেন না।
খোঁজ নিয়ে জানা যায়, রামগতি ও কমলনগরের কিছু এলাকায় আগে মাটির বেড়িবাঁধ ছিল। ২০০৭ সালের ঘূর্ণিঝড় আইলার আঘাতে বাঁধের ৩৭ কিলোমিটার মেঘনা নদীতে বিলীন হয়ে যায়। এরপর সেইবাঁধ আর নির্মাণ করা সম্ভব হয়নি। তখন থেকে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে ব্যাপক হারে নদীর তীর ভাঙছে।
৩ বছর আগে
লক্ষ্মীপুরে ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটকেন্দ্র দখল নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন।
কমলনগর তোরাবগঞ্জের উত্তর চরপাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ফয়সাল আহমদ রতন ও আওয়ামী লীগের প্রার্থী মির্জা আশরাফুল জামাল রাসেল সমর্থকদের মধ্যে ধায়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর গাড়িসহ ৫টি গাড়ি ভাঙচুর করা হয়। পরে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে কেন্দ্রের বাইরে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া মধ্য চরপাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তোরাবগঞ্জ ইসলাম পাড়া আনসার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আরও পড়ুন: বরিশালে নির্বাচনী সহিংসতায় নিহত ১, আহত ১০
অপরদিকে, রামগতির পোড়াগাছার কোডেক কলোনীর নোমানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রেও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পাঁচজন আহত হয়। একই উপজেলার চররমিজ ইউপির উত্তর পূর্ব চর আফজাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও চররমিজ দক্ষিণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষে আরও ১০ জন আহত হয়।
আহতদের রামগতি, কমলনগর ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চরবাদাম, হাজিরহাট ও চরফলকন ইউপির কয়েকটি কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।।
বিদ্রোহী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা প্রতিটি ভোট কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দিয়ে প্রকাশ্যে নৌকা মার্কা সিল মারার অভিযোগ করেছেন।
তোরাবগঞ্জ ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফয়সাল আহমদ রতন অভিযোগ করে বলেন, ‘পুলিশ, প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে নৌকা মার্কায় সিল মারা হয়েছে। এসব বিষয়ে অভিযোগ দিয়ে কোন লাভ হয়নি।’
আরও পড়ুন: চসিক নির্বাচনকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন
সোমবার (২১ জুন) লক্ষ্মীপুর-২ আসনে ইভিএম পদ্ধতিতে এবং রামগতি ও কমলনগরের ৬ ইউপিতে ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সংসদীয় আসনে নৌকা প্রতীক নিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শেখ ফায়েজ উল্লাহ শিপন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৯৬৩জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪ হাজার ৬৬৪জন এবং নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ২৯৯ জন। কেন্দ্রের সংখ্যা ১৩৬টি।
আওয়ামী লীগের প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়ন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে উত্তর টুমচর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এসে শতভাগ জয়ের আশাবাদ ব্যক্ত করে সাংবাদিকদের জানান, নির্বাতি হয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন।
মানুষ উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন বলে জানান তিনি।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ ও পুলিশ সুপার ড. এএইচ এম কামরুজ্জামান বলেছেন, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কোথাও কোন ধররনে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
৩ বছর আগে
রামগতিতে ২০ হাজার মানুষের ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নে ভুলুয়া নদীর ওপর সেতু না থাকায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে ওই এলাকা ও আশপাশের প্রায় ২০ হাজার মানুষকে। চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে শিক্ষার্থী শিশু ও বৃদ্ধদের।
৪ বছর আগে
লক্ষ্মীপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার আরও ২
জেলার রামগতিতে বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ বছর আগে
লক্ষ্মীপুরের রামগতিতে শনাক্ত হল দ্বিতীয় করোনা রোগী
লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্তের পর এবার রামগতিতে দ্বিতীয় রোগী শনাক্ত করা হয়েছে।
৪ বছর আগে
রামগতিতে জ্বর-কাশিতে একজনের মৃত্যু
লক্ষ্মীপুরের রামগতিতে মঙ্গলবার দুপুরে জ্বর-কাশিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
৪ বছর আগে