লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্তের পর এবার রামগতিতে দ্বিতীয় রোগী শনাক্ত করা হয়েছে।
রবিবার রাত ১০টার দিকে সিভিল সার্জন আব্দুল গাফ্ফার ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে রামগতিতে এসেছে। বাড়িতে আসার পর অসুস্থ হয়ে পড়লে তাকে আলেকজান্ডার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। করোনা সন্দেহে তার নমুনা পরীক্ষায় রবিবার রাতে পাওয়া ফলে পজিটিভ পাওয়া যায়।
এর আগে রবিবার করোনাভাইরাস আক্রান্ত প্রথম রোগী শনাক্তের পর লক্ষ্মীপুর জেলা লকডাউনের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক।