কিশোরীর মৃত্যু
পল্টনে ১৪ তলা ভবন থেকে পড়ে কিশোরীর মৃত্যু
পল্টনে একটি ভবনের ১৪ তলা থেকে পড়ে লিমা নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
পরে আহত অবস্থায় লিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হেলে সেখানে লিমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক মিয়া জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিহত লিমা (১৬) ময়মনসিংহের বাসিন্দা মো. নয়নের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকা থেকে এক যুবক ডা. অনন্যা নামে এক নারী ও গৃহকর্তা খাইরুল কবির লিমাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হয়নি তারা। লিমা ভবন থেকে কিভাবে নিচে পরে যায় তা জানাতে অস্বীকার করেন তারা। লিমার দুই পা ভাঙ্গা ছিল। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে পল্টন থানা তদন্ত করছে।
আরও পড়ুন: ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ১ জনের মৃত্যু
হাসপাতালে গৃহকর্তা খাইরুল কবির জানান, তাদের বাসা পুরানা পল্টন কালভার্ট রোডের ইস্টার্ন রেইনবো টাওয়ারে। ভবনের নবম তলায় স্ত্রী ও খারজিন কবির নামে ছেলেকে নিয়ে থাকেন। ভবনের ১৪ তলায় মেয়ে ডা. অনন্যা থাকেন। লিমা তাদের বাসায় দেড় বছর যাবত কাজ করত। নবম তলা ও ১৪ তলায় দুই জায়গাতেই থাকত সে। সকালে নবম তলায় আমাদের কক্ষে নাস্তা দেয় লিমা। এর কিছুক্ষণ পরে আরেক কাজের মেয়ে জানায়, লিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে নিচ থেকে নিরাপত্তাকর্মীরা চিৎকার করে বলেন, কে যেন ওপর থেকে পড়ে গিয়েছে। তখন ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই লিমাকে। দ্রুত ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কীভাবে নিচে পড়েছে তাদের জানা নাই।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাছান জানান, লিমা পল্টনের একটি বাসায় গৃহকর্মীর কাজ করত। সকালে ভবনের ১৪ তলা থেকে নিচে পরে গিয়ে মারা যায়। বিষয়টি বিস্তারিত জানতে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
৩৪২ দিন আগে
চকরিয়ায় বজ্রপাতে কিশোরীর মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে রোখসানা আক্তার নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরালখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোখসানা আক্তার (১৬) ওই এলাকার জাকের আহমদের মেয়ে।
সাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেন বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন রোখসানা। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
আরও পড়ুন: খুলনায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
গজারিয়ায় বজ্রপাতের কৃষাণীর মৃত্যু, স্বামী ও ছেলে আহত
৪০৯ দিন আগে
বরিশালে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোরীর মৃত্যু
বরিশাল নগরীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোরী নিহত হয়েছে। এসময় মোটরসাইকেল চালকসহ অপর আরোহী আহত হয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে নগরীর কাশিপুর রাব্বি ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনুশকা (১৮) ভোলার চরফ্যাশনের রসূলপুর গ্রামের লেরতা বাজার এলাকার আবু জাহেরের কন্যা।
আরও পড়ুন: রানীশংকৈলে সাপের কামড়ে কিশোরীর মৃত্যু
আহতরা হলেন- নগরীর কাশিপুর এলাকার আবুল হোসেনের ছেলে শাওন (২০) এবং মুলাদী উপজেলার ৪নং গাছুয়া এলাকার জুবায়ের আহমেদ (২০)।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মেহেদি জানান, নগরীর নথুল্লাবাদের বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সাকুরা পরিবহনের একটি বাস। একটি মোটরসাইকেলে কিশোরীসহ তিনজন নথুল্লাবাদের দিকে যাচ্ছিলো। এসময় কাশিপুরের রাব্বি ফিলিং স্টেশন এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই মেহেদি আরও জানান, সাকুরা পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়েছে।
এছাড়া ঢাকাগামী যাত্রীদের সাকুরা পরিবহনের অপর একটি বাস এসে নিয়ে রওনা হয়েছে বলে জানান এসআই মেহেদি।
বরিশাল শেবাচিম হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মাইনুল বলেন, বাস ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আহত কিশোরী আনুশকাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। এছাড়া আহত দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে মহাসড়কে ট্রাক উল্টে কিশোরীর মৃত্যু
নানার বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু
১০৫১ দিন আগে
চট্টগ্রামে বৃষ্টিতে ড্রেনে পড়ে ২ কিশোরীর মৃত্যু
চট্টগ্রামে প্রবল বৃষ্টিতে ড্রেনে পড়ে গিয়ে ২ কিশোরীর মৃত্যু হয়েছে।
১৯৬৩ দিন আগে
পঞ্চগড়ে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে কিশোরীর মৃত্যু, এলাকায় আতঙ্ক
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক কিশোরীর মৃত্যু হওয়ায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
২০৬৮ দিন আগে