ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)
কর্মবিরতিতে ঢামেকের ইন্টার্ন চিকিৎসকরা
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সাজ্জাদ হোসেনের ওপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত কোনো অপরাধী শনাক্ত না হওয়ায় কর্মবিরতির ঘোষণা দিয়েছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
বৃহস্পতিবার ইন্টার্ন চিকিৎসক পরিষদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
যোগাযোগ করা হামলার শিকার ডা. সাজ্জাদের ইউএনবিকে বলেন, হামলাকারীকে শনাক্ত করতে প্রশাসন ব্যর্থতার হওয়ায় আমরা প্রতিবাদ হিসেবে কর্মবিরতির আহ্বান জানিয়েছি এবং দোষীদের আইনের আওতায় না আসা পর্যন্ত কর্মবিরতি চলবে।
আরও পড়ুন: মায়ের লাশ আটকে রেখে দুই ছেলেকে পুলিশে দিল ইন্টার্ন চিকিৎসকরা
সোমবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই ডা. সাজ্জাদ হোসেনকে মারধর করে।
ডা. সাজ্জাদ হোসেনতার ফেসবুক টাইমলাইনে লিখেছেন, ‘৮ আগস্ট রাত ৯টার দিকে আমি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বসেছিলাম। হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত টি-শার্ট পরা) কয়েকজন শিক্ষার্থী এসে আমাকে আমার পরিচয় ও প্রতিষ্ঠান সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে।’
তিনি আরও লিখেছেন, ‘আমি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র বলে তাদের জানালে তারা আমার আইডি কার্ড পরীক্ষা করতে চায়। ওই মুহূর্তে আমি আমার পরিচয়পত্র দেখাতে না পারায় তারা আমাকে মারধর শুরু করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।’
আরও পড়ুন: কর্মবিরতিতে শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
২ বছর আগে
বাড্ডায় তিন ভাইকে ছুরিকাঘাত, নিহত ১
রাজধানীর বাড্ডা এলাকায় ছুরিকাঘাতে এক দোকানদার নিহত হয়েছেন। এসময় তার দুই ভাই আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় ইফতারের আগে সাতারকোল রোডে এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহতের নাম সাইফুল ইসলাম (২৫) এবং আহত দুইজন নিহতের ভাই বাবু (১৮) ও সাবু (১৪) নামে পরিচিত। তারা বরিশাল জেলার সদর উপজেলার বাসিন্দা খালেক হাওলাদারের ছেলে। নিহত সাইফুল পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে দ্বিতীয়।
নিহতের ছোট ভাই রাসেল জানান, তার ভাই সাইফুল ইসলাম দুই ভাইদের নিয়ে সাতারকোল রোডে দোকান চালান।
তিনি বলেন, ‘আমার ভাইদের সঙ্গে তাদের দোকানের পাশের দোকানদার সামিউল, তার ভাই খায়রুল এবং তাদের বাবা জুয়েলের সঙ্গে একটি তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে তারা আমার তিন ভাই সাইফুল ইসলাম, বাবু ও সাবুকে ছুরিকাঘাত করে। তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সাইফুলকে মৃত ঘোষণা করা হয়। অপর দুই ভাইকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ইউএনবিকে বলেন, সন্ধ্যায় বর্জ্য ফেলাকে কেন্দ্র করে ঝগড়া হয়। একপর্যায়ে ভিকটিম ও তার দুই ভাইকে অন্য দোকানের মালিকরা ছুরিকাঘাত করে বলে অভিযোগ।
ওসি বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমরা ইতোমধ্যে সামিউল, খায়রুল ও তার বাবা জুয়েলকে গ্রেপ্তার করেছি।
আরও পড়ুন: রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীতে ‘ছুরিকাঘাতে’ দন্ত চিকিৎসক নিহত
২ বছর আগে
ঢামেকে একমাসে থাকা-খাওয়ার বিল ২০ কোটি টাকা: খতিয়ে দেখবে সরকার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এক মাসের খাবারের বিল ২০ কোটি টাকা বরাদ্দের বিষয় খতিয়ে দেখবে সরকার।
৪ বছর আগে
কিটের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে করোনাভাইরাস পরীক্ষা
করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান পরিস্থিতিতে সরকার পরীক্ষার সুবিধা বাড়ানোর অব্যাহত চেষ্টা চালিয়ে গেলেও বিশেষজ্ঞরা বলছেন কিট সরবরাহের অভাবে এ প্রচেষ্টা বাঁধার মুখে পড়ছে।
৪ বছর আগে
ঢামেকে শ্বাসকষ্ট নিয়ে যুবকের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বুধবার সকালে শ্বাসকষ্ট নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে