মোড়েলগঞ্জ
মোড়েলগঞ্জে নৌকা প্রতীকের অফিসে অগ্নিসংযোগ
মোড়েলগঞ্জে নৌকা প্রতীকের অফিসে অগ্নিসংযোগবাগেরহাট-৪ আসনে (মোড়েলগঞ্জ-শরণখোলা) আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগের একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রবিবার(৩১ ডিসেম্বর) গভীর রাতে মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের এই ঘটনা ঘটে।
দুষ্কৃতকারীরা ওই আগুন দিয়েছে বলে মনে করছেন প্রার্থী ও স্থানীয় প্রশাসন। তবে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দাখিল করা হয়নি।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের নাশকতা ঠেকাতে ৭ জানুয়ারি ভোট দিন: শেখ হাসিনা
নৌকার প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, দুষ্কৃতকারীরা তার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে। তাদের খুঁজে বের করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছি।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে সামান্য ক্ষতি হয়েছে। দুষ্কৃতকারীরা আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ খালিদ হোসেন জানান, ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়াতে বলা হয়েছে। একই সঙ্গে আগুনের ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আমি দৌঁড়াতে পারি বলেই নড়াইলে মেগা প্রকল্প আসছে : মাশরাফি
১১ মাস আগে
বাগেরহাটে কোটি টাকার পণ্য নিয়ে ট্রলারডুবি
বাগেরহাটের মোড়েলগঞ্জে বিভিন্ন মুদি দোকানের মালামাল নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সন্যাসী বাজার এলাকায় খালে নৌঙ্গর করা অবস্থায় এমভি বলেশ্বর নামে ওই ট্রলার ডুবে যায়।
স্থানীয়রা ডুবে যাওয়া ট্রলার থেকে মালামাল উদ্ধার কাজ শুরু করেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ট্রলারের ম্যানেজার সান্টু মাঝি জানান, বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন মুদি দোকানের প্রায় কোটি টাকার মালামাল নিয়ে ট্রলারটি বুধবার ভোরে খুলনার বড়বাজার থেকে ছেড়ে আসে। কিছু মালামাল নামাতে সকাল ১০টার দিকে সন্যাসী বাজার এলাকায় নৌঙ্গর করে ট্রলারটি। এসময় হঠাৎ করে এক পাশ কাত হয়ে ট্রলারটি ধীরে ধীরে খালে ডুবে যায়।
তিনি জানান, ট্রলারে দুটি ফ্রিজ, ডিজেল, চাল, ডাল, চিনি, বাদামসহ কোটি টাকা মূল্যোর বিভিন্ন মালামাল রয়েছে। এসব মুদি দোকানের মালামাল বাগেরহাটের মোড়েলগঞ্জের সন্যাসী এবং পিরোজপুরের কাউখালী, তুষখালী এবং মঠবাড়িয়া বাজারে নামানোর কথা ছিল।
স্থানীয় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার জানান, ৬০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন স্টিল বড়ির ওই ট্রলারটি একপাশ কাত হয়ে ডুবে গেছে। স্থানীয় লোকজন ট্রলার থেকে মালামাল উদ্ধার কাজ শুরু করেছে।
পড়ুন: মেঘনা চরে ফেরি আটকা, যাত্রীদের উদ্ধার
জাহাজ ও ফেরি ভাড়া ২০ শতাংশ বাড়াল বিআইডব্লিউটিসি
২ বছর আগে
বাগেরহাটে আড়াই ঘণ্টার ব্যবধানে বৃদ্ধ দম্পতির মৃত্যু
বাগেরহাটের মোড়েলগঞ্জে বুধবার সকালে আড়াই ঘণ্টার ব্যবধানে এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে।
৪ বছর আগে