শবে বরাত
পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি
শাবানের চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশের মুসলমানরা এ বছর ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালন করবেন।
রবিবার (১১ ফেব্রুয়ারি) চাঁদ দেখা যাওয়ায় সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে।
আরও পড়ুন: পবিত্র শবে বরাত ১৮ মার্চ
রবিবার (১১ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আউয়াল হাওলাদার সভায় সভাপতিত্ব করেন।
জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এ ঘোষণা দেওয়া হয়।
আরবি শাবান মাসের ১৫তম দিবাগত রাতে শবে বরাত পালিত হয়।
এ সময় মুসলমানরা বিশেষ প্রার্থনা করেন, পবিত্র কুরআন তেলাওয়াত করেন এবং অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন।
আরও পড়ুন: পবিত্র শবে বরাত ৭ মার্চ
পবিত্র শবে বরাত পালিত
৮ মাস আগে
পবিত্র শবে বরাত পালিত
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার দিবাগত রাতে দেশব্যাপী পালিত হয়েছে সৌভাগ্য ও ক্ষমার রাত পবিত্র শবে বরাত।
মুসলিমদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, পবিত্র এই রাতে মানুষের আগামী বছরের ভাগ্য নির্ধারণ করেন মহান আল্লাহ। এ রাতে তিনি তার সৃষ্টি জগতের সবার অতীতের কর্মকাণ্ড আমলে নিয়ে আগামী বছরের ভাগ্য লিপিবদ্ধ করেন।
ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে মানবজাতির জন্য স্রষ্টার অশেষ কল্যাণ কামনা করে বিশেষ নামাজ, কোরআন পাঠ, জিকির ও অন্যান্য ধর্মীয় ইবাদত করেছেন। মহামারি করোনাভাইরাসের কবল থেকে বিশ্ববাসীকে রক্ষার জন্য মহান স্রষ্টার কাছে বিশেষ দোয়া করেছেন।
আরও পড়ুন: পবিত্র শবে বরাত ১৮ মার্চ
করোনাভাইরাস মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে মুসলমানরা পবিত্র শবে বরাতের ইবাদত যথাযথ মর্যাদায় আদায় করেছেন।
পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি ও রেডিওগুলোতে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হয়। এছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।
পবিত্র শবে বরাতকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে বিস্ফোরক দ্রব্য বহন ও পটকা ফাটানোতে নিষেধাজ্ঞা জারি করেছে।
বুধবার এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়ে শনিবার সকাল ৬টা পর্যন্ত তা বলবৎ থাকবে।
২ বছর আগে
পবিত্র শবে বরাত ১৮ মার্চ
দেশে শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশের মুসলমানরা ১৮ মার্চ রাতে পবিত্র শবে বরাত পালন করবেন।
চাঁদ দেখা না যাওয়ায় ৫ মার্চ থেকে পবিত্র শাবান মাস শুরু হবে এবং ১৮ মার্চ শব-ই-বরাত পালিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং ইনস্টিটিউট থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এ ঘোষণা দেয়া হয়।
উল্লেখ্য,আরবি ক্যালেন্ডার অনুযায়ী শাবান মাসের ১৫তম রাতে মুসলমানদের অন্যতম পবিত্র দিন শব-ই-বরাত পালিত হয়।
২ বছর আগে
আতশবাজির আগুনে সিলেটে পুড়ল ৪ ঘর
শবে বরাতের রাতে সিলেটে আতশবাজি থেকে আগুন লেগে চারটি ঘর পুড়ে গেছে।
সিলেট নগরের দক্ষিণ সুরমার ২৫নং ওয়ার্ডের কায়েস্থরাইল এলাকার আকিল শাহ্ মাজার রোডে সোমবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কায়েস্থারাইল এলাকার লন্ডন প্রবাসী মাহবুবুর রহমানের বাসায় শবে বরাতের রাতে ফুলঝরি ও আতশবাজি দিয়ে শিশুরা খেলা করছিল। হঠাৎ করে বাসায় আগুন দেখতে পান প্রতিবেশীরা। পরে খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আধাপাকা বাসার চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুন: দুই ট্রাকের সংঘর্ষে ইঞ্জিনে আগুন: সিরাজগঞ্জে চালক নিহত
ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শবে বরাতের আতশবাজি থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
দক্ষিণ সুরমা থানার সেকেন্ড অফিসার যতন চন্দ্র পাল বলেন, ‘কোনো শিশু তারাবাতি জ্বালিয়ে ওই ঘরের টিনের চালায় ছুড়ে মারে। কিছুক্ষণ পর চালায় জমে থাকা গাছের শুকনো পাতায় আগুন লেগে ওই ঘরে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে চারটি কক্ষের সব আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসকে জানাই ও একদল পুলিশ ঘটনাস্থলে পাঠাই।’
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে শিশুসহ ৭ জনের মৃত্যু
তিনি জানান, শবে বরাতের রাতে আতশবাজি বা তারাবাতি জ্বালানো আইনত দণ্ডনীয় অপরাধ।
আরও পড়ুন:উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
ফরিদপুরের করিম জুট মিলে আগুন
৩ বছর আগে
শবে বরাত পালিত
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার দিবাগত রাতে দেশব্যাপী পালিত হয়েছে সৌভাগ্য ও ক্ষমার রাত পবিত্র শবে বরাত।
মুসলিমদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শবে বরাতে মহান আল্লাহ আগামী বছরের ভাগ্য নির্ধারণ করেন। এ রাতে তিনি তার সৃষ্টি জগতের সবার অতীতের কর্মকাণ্ড আমলে নিয়ে আগামী বছরের ভাগ্য লিপিবদ্ধ করেন।
ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে মানবজাতির জন্য স্রষ্টার অশেষ কল্যাণ কামনা করে বিশেষ নামাজ, কোরআন পাঠ, জিকির ও অন্যান্য ধর্মীয় ইবাদত করেছেন। মহামারি করোনাভাইরাসের কবল থেকে বিশ্ববাসীকে রক্ষার জন্য মহান স্রষ্টার কাছে বিশেষ প্রার্থনা করেছেন।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে মুসলিমরা পবিত্র শবে বরাতের ইবাদত যথাযথ মর্যাদায় আদায় করেছেন।
পবিত্র শবে বরাতের রাতে ইবাদতের পর আজ অনেক মুসলমান নফল রোজা পালন করছেন। আজ সরকারি ছুটির দিন।
পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি ও রেডিওগুলোতে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হয়। এছাড়া রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দেন।
৩ বছর আগে
শবে বরাত রাতে
সৌভাগ্য ও ক্ষমার রাত পবিত্র শবে বরাত সোমবার রাতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সারাদেশে পালিত হবে।
মুসলিম বিশ্বাস অনুসারে, এই রাতে সমস্ত সৃষ্টির অতীতের আমলগুলো বিবেচনা করে আল্লাহ তাদের আগামী বছরের জন্য ভাগ্য লিখে রাখেন।
এই রাতে মুসলমানরা পবিত্র কোরআন তেলাওয়াত করে বিশেষ প্রার্থনা করবেন, মানবজাতির মঙ্গল কামনায় দোয়া করবেন।
তারা ইবাদাত বন্দেগীর মাধ্যমে সারা রাত অতিবাহিত করবেন।
আরও পড়ুন: শবে বরাতে বাসায় দোয়া ও নামাজ আদায় করুন: ইসলামিক ফাউন্ডেশন
ক্রমবর্ধমান করোনাভাইরাস সংক্রমণ এবং প্রতিদিনের সংক্রমণের হার উদ্বেগজনক উত্থানের মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এ বছর মুসলমানরা নামাজ আদায় করবেন।
রবিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে ৩,৯০৮ জন নতুন সংক্রমণ ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে, শবে বরাত উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আতশবাজি পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ করেছে।
আরও পড়ুন: শবে বরাতে আতশবাজি ও বিস্ফোরক নিষিদ্ধ করেছে ডিএমপি
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারী টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এবং সংবাদপত্রগুলো এ রাতের তাত্পর্য তুলে ধরে ক্রোড়পত্র প্রকাশ করবে।
ইতিমধ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।
৩ বছর আগে
সিলেটে শবে বরাতের রাতে বিদেশফেরত যুবক খুন
পবিত্র শবে বরাতের রাতে সিলেটে বিদেশফেরত এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
৪ বছর আগে
পবিত্র শবে বরাত পালিত
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে দেশব্যাপী পালিত হয়েছে সৌভাগ্য ও ক্ষমার রাত পবিত্র শবে বরাত।
৪ বছর আগে
পবিত্র শবে বরাত আজ
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ দিবাগত রাতে দেশব্যাপী পালিত হবে সৌভাগ্য ও ক্ষমার রাত পবিত্র শবে বরাত।
৪ বছর আগে