স্যামসাং বাংলাদেশ
সকল পণ্যে ওয়ারেন্টির মেয়াদ বাড়াল স্যামসাং
ক্রেতাদের সুবিধা বিবেচনায় স্যামসাং পণ্যে ওয়ারেন্টি সেবার সময়সীমা বাড়াচ্ছে স্যামসাং বাংলাদেশ।
গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউনে যেসব স্যামসাং পণ্যের মেয়াদ শেষ হয়েছে এবং শেষ হবে, সেসকল পণ্যের ওয়ারেন্টির মেয়াদ বাড়িয়েছে প্রযুক্তি পণ্যের বৃহৎ এই প্রতিষ্ঠানটি।
স্যামসাং এর পক্ষ থেকে জানানো হয়, লকডাউন শেষ হবার দিন থেকে অতিরিক্ত ১৪ দিন পর্যন্ত ওয়ারেন্টি সেবার সময় বাড়বে।
আরও পড়ুন: মাত্র ৫,৯৯৯ টাকায় স্যামসাংয়ের স্মার্টফোন!
করোনার সংক্রমণ এবং ভাইরাসের কারণে মৃত্যু কমাতে সরকার দেশজুড়ে লকডাউন আরোপ করে। লকডাউন চলাকালে চলাফেরায় বিধি-নিষেধের কারণে ক্রেতারা ওয়ারেন্টি সেবা গ্রহণ করতে পারছেন না। তাই, ক্রেতাদের এ সমস্যা লাঘবে এবং তাদের জীবনযাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে ওয়ারেন্টি সেবার সময় বাড়িয়েছে স্যামসাং।
আরও পড়ুন: স্যামসাং বাজারে নিয়ে এলো বাজেটবান্ধব গ্যালাক্সি এম০২এস
এ নিয়ে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হোয়ানসাং উ বলেন, ‘বাংলাদেশ ও দেশের নাগরিকরা করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ দেশব্যাপী বিপর্যয় সৃষ্টি করেছে। এ অবস্থায়, মানুষ এমনিতেই নানা বিষয় নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, এ সময়ে আমরা চাই না ক্রেতারা ওয়ারেন্টির সময় শেষ হয়ে যাওয়া নিয়ে চিন্তা করুক। এজন্য, কিছুটা হলেও তাদের দুশ্চিন্তা কমাতে এবং তাদের জীবনকে আরও সহজ করে তুলতে আমরা ওয়ারেন্টির সময় বাড়াতে পেরে আনন্দিত। আমাদের বিশ্বাস, ক্রেতারা এর থেকে উপকৃত হবেন। এ প্রতিকূল অবস্থায়, আমরা সবাইকে বাসায় থেকে নিরাপদ ও সুস্থ থাকার অনুরোধ জানাই।’
আরও পড়ুন: বছর শেষে অফার নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ
গত বছর সাধারণ ছুটি চলাকালেও স্যামসাং এর সকল পণ্যে ওয়ারেন্টি সেবার সময় বাড়িয়েছিল।
১৪৬৩ দিন আগে
বছর শেষে অফার নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ
ক্রেতাদের জন্য পণ্য কেনার উপর নিশ্চিত ক্যাশব্যাকসহ উপহার হিসেবে বিভিন্ন গিফট সামগ্রীসহ ‘বছর শেষ অফার বেশ’ নামে ক্যাম্পেইন নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ।
১৬০৭ দিন আগে
স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এম২১
দেশের বাজারে নতুন বাজেট স্মার্টফোন গ্যালাক্সি এম২১ নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ।
১৭৫৪ দিন আগে
বাজারে এল শক্তিশালী ব্যাটারির গ্যালাক্সি এম৩১
বাজারে ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারির নতুন স্মার্টফোন গ্যালাক্সি এম৩১ আনল স্যামসাং বাংলাদেশ।
১৮১৯ দিন আগে
করোনাভাইরাস: পণ্যের ওয়্যারেন্টির মেয়াদ বৃদ্ধি করল স্যামসাং
করোনাভাইরাসের কারণে গত ২৯ মার্চ থেকে দেশে শুরু হওয়া সাধারণ ছুটি চলাকালে যেসব স্যামসাং পণ্যের ওয়্যারেন্টির মেয়াদ শেষ হয়ে যাবে, সেসব পণ্যের ওয়্যারেন্টির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিয়েছে স্যামসাং বাংলাদেশ।
১৮৪৯ দিন আগে