পবিত্র শবে বরাত পালিত
ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র শবে বরাত পালিত
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশে পালিত হয়েছে সৌভাগ্য ও ক্ষমাপ্রাপ্তির রজনী পবিত্র শবে বরাত।
এ বছর শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাংলাদেশে শবে বরাত পালিত হয়েছে।
আরবি শাবান মাসের ১৫ তারিখ দিবাগত রাতে শবে বরাত পালিত হয়। শব-ই-বরাত একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান হিসাবে বিবেচিত হয় যখন মুসলমানরা আল্লাহর ইবাদত বন্দেগি করে এবং তাদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে।
বিশ্বাস করা হয়, পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই রাতটি উপযু্ক্ত এবং পুরো বছরের জন্য তাদের সৌভাগ্য নির্ধারণ করে দেয়।
আরও পড়ুন: শবে বরাত: মুখরোচক ৫ হালুয়ার রেসিপি
করোনাভাইরাস মহামারির ভয়াবহ সংক্রমণ থেকে মানবজাতির নিরাপদ থাকা ও মানুষের মুক্তির জন্য মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এ দিনের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করেছে।
পবিত্র শবে বরাত উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তত্ত্বাবধান আতশবাজি ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পবিত্র শবে বরাত উপলক্ষে দেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এদিন বিপুল সংখ্যক মুসল্লি কবরস্থানে গিয়ে স্বজনদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন।
এছাড়া গরীব ও দুস্থদের মাঝে অর্থ, খাবার ও মিষ্টান্নও বিতরণ করা হয়।
৫১ দিন আগে
পবিত্র শবে বরাত পালিত
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে দেশব্যাপী পালিত হয়েছে সৌভাগ্য ও ক্ষমার রাত পবিত্র শবে বরাত।
১৮২৪ দিন আগে