বিসিক
নওগাঁয় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু
নওগাঁয় শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা।
শুক্রবার (১ মার্চ) বিকাল সাড়ে ৪টায় শহরের এ-টিম মাঠে এ মেলার উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল বলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প ইউনিটকে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে উপস্থাপন করার লক্ষ্যেই এ মেলার আয়োজন করেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা
তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশে ইন্টারনেট সহজ লভ্য হওয়ায় এখন যেকোনো জায়গা থেকে অতি সহজেই বিশ্ব বাজারে উদ্যোক্তারা প্রবেশ করতে পারে। এ কাজকে আরও সহজতর করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, শুধুমাত্র পোশাক নয় আগামীতে কৃষি পণ্য, মৎস্য ও তৈজসপত্র রপ্তানি করে হাজার হাজার কোটি ডলার আয় করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) নওগাঁর উপ-ব্যবস্থাপক শামীম আক্তার মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা।
১০ দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় পাটের তৈরি হস্তশিল্প, মৃৎশিল্প, মেয়েদের থ্রি-পিস ও প্রসাধনী সামগ্রীসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন স্থানীয় উদ্যোক্তারা। মেলায় মোট ৬৩টি স্টল রয়েছে।
আরও পড়ুন: অমর একুশে বইমেলা-২০২৪ এর সময় বাড়ল ২ দিন
৮ মাস আগে
পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দিচ্ছে বিসিক ঝিনাইদহ
উদ্যোক্তা উন্নয়নে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), জেলা কার্যালয় ঝিনাইদহ।
বুধবার (২০ ডিসেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন মো. মাহবুবুর রহমান, আঞ্চলিক পরিচালক, বিসিক আঞ্চলিক কার্যালয়, খুলনা।
বিসিক জেলা কার্যালয়, ঝিনাইদহের উপব্যবস্থাপক সেলিনা রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন শিল্পনগরী কর্মকর্তা অর্ণব কুমার পোদ্দার এবং সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল বারিক।
পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণে ঝিনাইদহ জেলার ২৫ জন সম্ভাবনাময় উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।
আরও পড়ুন: ২০০৯ সাল থেকে বিসিক এস্টেটে ৩ হাজারের বেশি শিল্প কারখানা গড়ে উঠেছে: শিল্পমন্ত্রী
উদ্ভাবন প্রদর্শনীতে বিসিক ওয়ানস্টপ সার্ভিসের প্রথম স্থান অর্জন
১০ মাস আগে
নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া) শাহজাহান সিকদার ইউএনবিকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে ফকির অ্যাপারেলস লিমিটেডে আগুন লাগে।
তিনি আরও জানান যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ১১টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আরও পড়ুন: গাজীপুর হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, ৩৩টি দোকান পুড়ে ছাই
খুলনার সোনাডাঙায় কাগজের গোডাউনে আগুন ১ ঘন্টা পর নিয়ন্ত্রণে
১ বছর আগে
২০০৯ সাল থেকে বিসিক এস্টেটে ৩ হাজারের বেশি শিল্প কারখানা গড়ে উঠেছে: শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বৃহস্পতিবার সংসদে বলেন, ২০০৯ সাল থেকে বিসিক শিল্পাঞ্চলে তিন হাজারের বেশি শিল্প কারখানা গড়ে উঠেছে।
তিনি বলেন, বর্তমান সরকারের তিন মেয়াদে ৫ হাজার ৬৬৭টি শিল্প প্লটে ৩ হাজার ৬৪টি শিল্প কারখানা স্থাপন করা হয়েছে।
মন্ত্রী বলেন, সারাদেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ৮২টি শিল্প এস্টেট স্থাপন করা হয়েছে।
এসব শিল্প এস্টেটে ১২ হাজার ৩১৩টি শিল্প প্লট রয়েছে। এর মধ্যে ১০ হাজার ৭৫০টি প্লটে ৫ হাজার ৮৪৪টি শিল্প কারখানা স্থাপন করা হয়েছে। এছাড়া ১ হাজার ৫৬৩টি শিল্প প্লট বরাদ্দের অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন: কর্ণফুলী পেপার মিলস আবার ঘুরে দাঁড়াবে: শিল্পমন্ত্রী
দেশে চিনির কোনো অভাব নেই: শিল্পমন্ত্রী
বিএসটিআইয়ের বৈশ্বিক মানকে শক্তিশালী করতে সরকার কাজ করছে: শিল্পমন্ত্রী
১ বছর আগে
হারিয়ে যাওয়া টাকা মালিককে ফিরিয়ে দিলেন দিনমজুর, পরিচয় প্রকাশে অনীহা
বরিশালে নগরীর এক আটা-ময়দা মিল মালিক তিনদিন পূর্বে হারিয়ে যাওয়া দুই লাখ টাকা ফিরে পেয়েছেন। তবে যিনি টাকা ফেরত দিয়েছেন দিনমজুর হওয়া সত্বেও কোনো উপহার নেয়া তো দূর নিজের পরিচয় পর্যন্ত প্রকাশ করেননি তিনি।
মঙ্গলবার রাতে নগরীর বিসিক এলাকায় এই ঘটনা ঘটে।
বিসিক এলাকার সুগন্ধা ফ্লাওয়ার মিলের মালিক শংকর কুমার সাহা জানান, গত ৬ আগ বিসিক এলাকার ফ্রেশ বেকারি থেকে তাকে এক লাখ ৯০ হাজার টাকা দেয়া হয়। ওই টাকা একটি শপিং ব্যাগে নিয়ে মোটরসাইকেলে ঝুলিয়ে নগরীর হাটখোলা কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। এরপর হাটখোলা গিয়ে দেখতে পেয়েছেন টাকা ভর্তি ব্যাগ নেই। সঙ্গে সঙ্গে টাকার সন্ধানে নেমে পড়েন কিন্তু কোনো সন্ধান পাননি। গত ৮ আগস্ট দিনভর মাইকিং করেন। টাকা ফিরিয়ে দিলে পুরস্কার দেয়ারও ঘোষণা দেয়া হয়।
আরও পড়ুন: ডাক্তার দেখানোর কথা বলে রাস্তায় ফেলে গেলেন মাকে
শংকর সাহা জানান, টাকা ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। হঠাৎ করে বেলা ১১টার দিকে নগরীর ২নং ওয়ার্ড কাউন্সিলর একেএম মতুর্জা আবেদীন ফোন করে বলেন তার টাকা হারানো গিয়েছে কিনা। টাকার পরিমাণ কত জানতে চেয়ে নিশ্চিত হয়ে বিকালে তার কার্যালয়ে গিয়ে টাকা আনতে যেতে বলেন।
তিনি বলেন, রাস্তায় টাকা কুড়িয়ে পাওয়া ব্যক্তি গরীব লোক। তার পরিচয় জানাতে নিষেধ করেছেন। তাই কাউন্সিলর তার পরিচয় জানায়নি। এমনকি তাকে চোখে দেখেননি বলে জানান শংকর সাহা।
নগরীর ২নং ওয়ার্ড কাউন্সিলর একেএম মতুর্জ আবেদীন বলেন, টাকা কুড়িয়ে পাওয়া ব্যক্তি শ্রমিক। এক কথায় দিন মজুর। তিনি টাকা পেয়ে বাসায় নিয়ে যান। পরে টাকার মালিকের সন্ধান করতে থাকেন। মাইকিং শুনে স্থানীয় কাউন্সিলর হিসেবে তার কাছে জমা দিয়েছেন বলেন জানান তিনি।
আরও পড়ুন: কিউকম ডটকমের গ্রাহকদের টাকা ফেরত দেয়া শুরু
মতুর্জা বলেন, লোকটি কাউনিয়া এলাকার বাসিন্দা। তার পরিচয় কারো কাছে জানাতে নিষেধ করেছেন। তাই কাউকে তার পরিচয় জানানো হয়নি।
২ বছর আগে
সীমান্ত এলাকায় চামড়া পাচার রোধে পদক্ষেপ নেয়া হয়েছে: শিল্প সচিব
দেশের সীমান্তবর্তী এলাকায় কাঁচা চামড়া পাচার রোধে সরকার পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন শিল্প সচিব জাকিয়া সুলতানা।
বুধবার বিসিকের ট্যানারি শিল্প এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘ইতোমধ্যেই সরকার রাজধানীর বাইরে কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে এবং কাঁচা চামড়া পাচার রোধে সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার করেছে।’
সচিব জানান, এ বছর ঈদুল আজহায় সারাদেশে ৯৭ থেকে ৯৮ লাখ পশু কোরবানি হতে পারে।
তিনি জানান, ইতোমধ্যে ১ দশমিক ২১ কোটি কাঁচা চামড়া প্রস্তুত করা হয়েছে এবং একই পরিমাণ সাভারের সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে প্রক্রিয়াজাত করা হবে।
জাকিয়া সুলতানা জানান, মন্ত্রণালয় ধলেশ্বরী নদী ও এর ট্যানারি শিল্প এলাকা সংলগ্ন এলাকাকে দূষণমুক্ত রাখতেও পদক্ষেপ নিয়েছে।
আরও পড়ুন: কোরবানির ঈদ: জমে উঠেছে চুয়াডাঙ্গার পশুর হাটগুলো
২ বছর আগে
রপ্তানি বাড়াতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
সরকার ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি খাদ্যদ্রব্য রপ্তানি বাড়াতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আমরা যদি প্রক্রিয়াকরণের মাধ্যমে খাদ্য পণ্যগুলোতে মূল্য যোগ করতে পারি তবে আমরা আমাদের দেশে চাহিদা মেটানোর পাশাপাশি এই পণ্যগুলো রপ্তানি করতেও সক্ষম হব।’
এখন মানুষের ক্রয়ক্ষমতা বেড়ে যাওয়ায় স্থানীয় বাজার সম্প্রসারিত হচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ঘোড়াশাল ইউরিয়া সার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার নরসিংদী জেলায় প্রায় ১০ লাখ মেট্রিক টন বার্ষিক উৎপাদন ক্ষমতা সম্পন্ন দেশের বৃহত্তম ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যোগ দেন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) এবং নরসিংদীর সার প্রকল্প প্রান্ত থেকে সংশ্লিষ্টরা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
এছাড়া একই অনুষ্ঠানে তিনি রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) নবনির্মিত ১৪ তলা প্রধান কার্যালয় ভবনসহ চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের ছত্রছায়ায় সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায় কিছু দল: প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কৃষি উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন করায় সরকার কৃষি পণ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়নে বিশেষ মনোযোগ দিচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ নিয়মিত গবেষণার মাধ্যমে ফসল, ফল, সবজি, ডিম, মাছ ও মাংসের উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছে।
খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিকাশের জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: করোনা মোকাবিলায় ঢাকা-দিল্লি সহযোগিতার প্রশংসা প্রধানমন্ত্রীর
২ বছর আগে
ঘোড়াশাল ইউরিয়া সার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
নরসিংদী জেলায় প্রায় ১০ লাখ মেট্রিক টন বার্ষিক উৎপাদন ক্ষমতা সম্পন্ন দেশের বৃহত্তম ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যোগ দেন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) এবং নরসিংদীর সার প্রকল্প প্রান্ত থেকে সংশ্লিষ্টরা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
এছাড়া একই অনুষ্ঠানে তিনি রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) নবনির্মিত ১৪ তলা প্রধান কার্যালয় ভবনসহ চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের ছত্রছায়ায় সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায় কিছু দল: প্রধানমন্ত্রী
অন্য তিনটি সমাপ্ত প্রকল্প হল-মাদারীপর বিসিক শিল্প এস্টেট সম্প্রসারণ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিসট্যান্স সেন্টার (বিটাক) এর অধীনে ‘সরঞ্জাম প্রতিষ্ঠান স্থাপন’ এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীনে এলইডি লাইট অ্যাসেম্বলিং প্ল্যান্ট স্থাপন।
১০ হাজার ৪৬১ কোটি টাকা ব্যয়ে বার্ষিক ৯ দশমিক ২৪ লাখ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা সম্পন্ন ঘোড়াশাল ইউরিয়া সার প্রকল্পটি ২০১৮ সালের অক্টোবরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) কার্যনির্বাহী সভায় অনুমোদন পায়।
বর্তমানে সেখানের দুটি কারখানা, ঘোড়শাল ইউরিয়া সার কারখানা ও পলাশ ইউরিয়া সার কারখানা, বার্ষিক তিন দশমিক ১৫ লাখ মেট্রিক টন উৎপাদন করছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) প্রকল্পটি বাস্তবায়ন করছে।
বিসিআইসি চেয়ারম্যান শাহ মো. ইমদাদুল হক স্বাগত বক্তব্যে বলেন, দানাদার সার কারখানা চালু হলে সারের আমদানি ৫৬ শতাংশ পর্যন্ত কমে যাবে।
আরও পড়ুন: মেগা প্রকল্পে বদলে যাবে দেশের অর্থনীতি: প্রধানমন্ত্রী
তিনি বলেন, ২০২৫ সাল থেকে বাংলাদেশে কোনো ইউরিয়া সার আমদানির প্রয়োজন হবে না।
জাপান ও চীনের সহায়তায় পরিবেশবান্ধব কারখানাটি স্থাপন করা হচ্ছে বলে জানান বিসিআইসি চেয়ারম্যান।
প্রকল্প ব্যয়ের মধ্যে এক হাজার ৮৪৪ দশমিক ১৯ কোটি টাকা আসবে সরকারি তহবিল থেকে এবং বাকি আট হাজার ৬১৬ দশমিক ৭২ কোটি টাকা দরদাতাদের কাছ থেকে।
বিসিক ভবন
বিসিক প্রধান কার্যালয়ের জন্য ১৪ তলা বিশিষ্ট পরিবেশবান্ধব ভবনটি ৮৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে যাতে একটি উন্নত কর্ম পরিবেশ নিশ্চিত করা যায় এবং কর্পোরেশনের কার্যক্রমে গতি আনা যায়।
১২ লাখ ৬ হাজার ৯০০ বর্গফুট বিশিষ্ট বহুতল ভবনটিতে বিসিক প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় এবং প্রকল্প অফিস থাকবে।
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা ও বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বক্তব্য দেন।
আরও পড়ুন: করোনা মোকাবিলায় ঢাকা-দিল্লি সহযোগিতার প্রশংসা প্রধানমন্ত্রীর
২ বছর আগে
ফতুল্লায় বিসিকের নিটওয়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্প এলাকায় 'অটোমেশন নিটওয়ার' নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকাল ৪টা ৪৪ মিনিটে লাগা আগুন প্রায় পৌনে দুই ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তাৎক্ষণিকভাবে এই অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান সিকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন: গাজীপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু
২ বছর আগে
নারীদের ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর ভূমিকা অপরিসীম: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, দেশের বিভিন্ন পর্যায়ে নারীরা এগিয়ে যাচ্ছেন। সরকারি, বেসরকারি এবং প্রশাসনের উচ্চ পদে চাকরি করছেন নারীরা। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এখন নারীরা। এক কথায় নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর ভূমিকা অপরিসীম।শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস্) আয়োজনে মাসব্যাপী অনুষ্ঠানের অংশমালায় করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রান্তিক উদ্যোক্তাদের ঋণ প্রদান, প্রশিক্ষণের সনদপত্র ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সিলেটে বর্তমানে পুকুর নেই, খেলার মাঠ নেই। তাই দক্ষিণ সুরমায় চারটি মাঠ নির্মাণ করার লক্ষে সিটি মেয়রকে জায়গা একোয়ারের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। ওই চারটি মাঠ হলে সবাই খেলাধুলা করতে পারবে। আর সারা বছরই একটা না একটা মেলা হবে। সেই সকল মাঠে সকল ধরনের সুযোগ সুবিধা ও আয়োজন রাখা হবে।
আরও পড়ুন: সিলেটকে চিকিৎসা সেবার কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে: পররাষ্ট্রমন্ত্রীপররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, করোনাকালীন সময়ে নারীরা অনলাইন ব্যবসায় ব্যাপক সাড়া ফেলেছেন। প্রধানমন্ত্রীও নারী উদ্যোক্তাদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা রেখেছেন। সরকার সুযোগ সুবিধা দিচ্ছে। আপনারা সুযোগ গ্রহণ করুন। প্রধানমন্ত্রী জনগণের বন্ধু, তিনি সকলের চাওয়া পাওয়া বুঝেন। প্রধানমন্ত্রী প্রয়োজনে নারী উদ্যোক্তাদের কোটি টাকার উপরে ঋণ সহায়তা দিবেন। ফলে ভবিষ্যতে আরও নারী উদ্যোক্তা তৈরি হবেন। দেশ এগিয়ে যাচ্ছে , আরও এগিয়ে যাবে।বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সিলেট-এর ডিজিএম ইঞ্জিনিয়ার মো. সোহেল হাওলাদার এর সভাপতিত্বে এবং তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস্) এর সিইও হিমাংশু মিত্র ও অনিতা দাশ গুপ্তার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দিন খাঁন, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, বাংলাদেশ মসলিন এন্ড জামদানি সোসাইটির চেয়ারম্যান ও মেলা ইভেন্ট ম্যানেজমেন্টে’র এম এ মঈন খাঁন বাবলু, নারী উদ্যোক্তা সুষমা সুলতানা রুহী।
আরও পড়ুন: গণতন্ত্রের নামে বিভিন্ন দেশকে চাপে রাখাই আমেরিকার রাজনীতি: পররাষ্ট্রমন্ত্রীএ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক সহ প্রমুখ।অনুষ্ঠানের শেষে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ট ইভেন্ট ম্যানেজম্যান্ট হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন এম এ মঈন খাঁন বাবলু। তাছাড়া উদ্যোক্তা সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন, সুষমা সুলতানা রুহী, মারিয়াম চৌধুরী মাম্মি, বিলকিস নূর, পপি দে। এছাড়াও সাংগঠনিক সম্মাননা গ্রহণ করেন বিসিক এবং সরকারিভাবে সম্মাননা গ্রহণ করেন জাতীয় মহিলা সংস্থা।
২ বছর আগে