ইউএন উইমেন
আন্তর্জাতিক নারী দিবস আজ
জলবায়ু পরিবর্তনের ফলে অভিযোজন ও টেকসই ভবিষ্যতের ক্ষেত্রে প্রতিক্রিয়া বিষয়ে নারী নেতৃত্বকে স্বীকৃতি দিয়ে মঙ্গলবার সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।
এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে 'টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য।’
ইউএন উইমেন এক বিবৃতিতে জানিয়েছে, ২০২২ সালে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে লিঙ্গ সমতা অর্জনের জন্য পরিবেশগত ও দুর্যোগ ঝুঁকি হ্রাস গুরুত্বপূর্ণ। যা একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর একটি৷
ইউএন উইমেন বিবৃতিতে আরও বলেছে, ‘লিঙ্গ সমতা ছাড়া টেকসই ও সমতাভিত্তিক ভবিষ্যত আমাদের নাগালের বাইরে থেকে যাবে।’ আন্তর্জাতিক নারী দিবস ২০২২-এর প্রচারের থিম হল হ্যাশট্যাগ ব্রেক দ্য বায়াস।
সমতার জন্য নারীদের আন্দোলন ও সংগ্রামকে উদযাপন করতে প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
পড়ুন: বিশ্ব নারী দিবস-২০২২ উপলক্ষ্যে টিম গ্রুপের ভিন্নধর্মী অনুষ্ঠান
দিবসটি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে এ বছর পাঁচ নারীকে ‘জয়িতা পুরস্কার’ দেয়া হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এ বছর জয়িতা পুরস্কারপ্রাপ্তরা হলেন, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ উপজেলার সানজিদা আক্তার শিমু, শিক্ষা খাতে অবদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. হোসনে আরা আরজু, সফল মা হিসেবে চট্টগ্রাম বিভাগের খোশনাহার বেগম, নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বরিশাল বিভাগের জেসমিন আক্তার এবং সামাজিক উন্নয়নে অবদানের জন্য রংপুর বিভাগের রোকেয়া বেগম।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা জানিয়েছেন।
পড়ুন: নারী দিবস উদযাপনে দারাজের আকর্ষণীয় অফার
২ বছর আগে
ইউএন উইমেন’র নির্বাহী বোর্ডের সভাপতি রাবাব ফাতিমা
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ইউএন উইমেন’র নির্বাহী বোর্ডের ২০২২ সালের সভাপতি নির্বাচিত হয়েছেন। তার এ নির্বাচিত হওয়ার মাধ্যমে প্রথমবারের মতো ইউএন উইমেনের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ।
এর আগে রাষ্ট্রদূত ফাতিমা ২০২০ সালে ইউনিসেফ নির্বাহী বোর্ডের সভাপতি এবং ২০২১ সালে ইউএনডিপি/ইউএনএফপিএ/ইউএনওপিএস/ এর নির্বাহী বোর্ডের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
মঙ্গলবার নিউইয়র্কে পাঁচ সদস্যের ব্যুরো নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আর্জেন্টিনা, ইউক্রেন, আইসল্যান্ড ও সিয়েরা লিওনের স্থায়ী প্রতিনিধি বোর্ডের সহসভাপতি হিসেবে নির্বাচিত হন।
নির্বাহী বোর্ড ইউএন উইমেনকে কৌশলগত দিক-নির্দেশনা দিয়ে থাকে। জাতিসংঘের এ সংস্থাটি লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত।
আরও পড়ুন: অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল: রাবাব ফাতিমা
বোর্ডের সভাপতি হিসেবে বাংলাদেশ ইউএন উইমেনের পরবর্তী কার্যক্রমে অবদান রাখতে সক্ষম হবে।
রাষ্ট্রদূত রাবাব ফাতিমা তাকে নির্বাচিত করায় এবং বিশ্বব্যাপী নারী ও মেয়েরা যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে বিশেষ করে করোনা মহামারিকালে তা মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্বের প্রতি আস্থা রাখায় বোর্ডে সদস্যদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘বিলম্ব করার কোনো সময় নেই। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে সব কোভিড পুনরুদ্ধারের পরিকল্পনায় লিঙ্গ সমতা নিশ্চিত করা হয়েছে এবং সব অংশীজন – সরকারি, বেসরকারি, এনজিও – সেগুলো বাস্তবায়নে একসঙ্গে কাজ করছে। আমাদের ইউএন উইমেনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং সম্পদ সরবরাহ করতে হবে যাতে এটি এ ধরনের সব প্রচেষ্টার অগ্রভাগে থাকতে পারে।’
রাবাব ফাতিমা ইউএন উইমেনকে আশ্বস্ত করে বলেন, নতুন নির্বাহী বোর্ড এই চ্যালেঞ্জিং সময়ে ইউএন উইমেনকে সহযোগিতা করতে কঠোর পরিশ্রম করবে।
আরও পড়ুন: জ্যামাইকায় রাবাব ফাতিমার পরিচয়পত্র পেশ
বঙ্গমাতার জীবনাদর্শ হোক সকল নারীর অনুকরণীয়: রাবাব ফাতিমা
২ বছর আগে
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নারীদের ওপর করোনার প্রভাব চরম: প্রতিবেদন
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নারী ও মেয়েদের জন্য লিঙ্গ ও সামাজিক বৈষম্য কোভিড-১৯ সংক্রমণের পরে এখন আরও চরম আকার ধারণ করেছে এবং পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে সতর্ক করেছে ইউএন উইমেন।
৪ বছর আগে