বিমান চলাচল বন্ধ
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে বিমান চলাচল বন্ধ, নিহত ২
শীতের আবহাওয়ার কারণে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অংশে বরফ ছড়িয়ে পড়েছে, দেশব্যাপী এক হাজা ৭০০ টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং মহাসড়কগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে। টেক্সাসের রাস্তায় কমপক্ষে দু'জন নিহত হয়েছেন এবং রাজ্যের দুই জন আইন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন, যার মধ্যে একজন ডেপুটিও রয়েছেন। বিষয়টি দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
মঙ্গলবার বরফ ঝড়টি পূর্ব দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে টেক্সাসের পশ্চিম হিল থেকে পশ্চিম ভার্জিনিয়া পর্যন্ত ঘড়ি এবং সতর্কতা ছড়িয়ে পড়ে। ফেডারেল ওয়েদার প্রিডিকশন সেন্টার সতর্ক করে দিয়ে বলেছে, বুধবার পর্যন্ত অনেক এলাকায় হিমশীতল বৃষ্টি ও তুষারপাতসহ কয়েক দফা মিশ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার অর্থ কিছু অঞ্চলে একাধিকবার আঘাত হানতে পারে।
টেক্সাস জুড়ে শত শত অটো সংঘর্ষে জরুরি সাড়া পাওয়া গেছে এবং রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট জনগণকে সড়ক থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে নিহত ১৮
কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার ভোরে অস্টিনে এক ব্যক্তি নিহত হয়েছেন। আর্লিংটন পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, সোমবার রাতে ডালাসের কাছে হাইওয়ে গার্ডরেলে একটি এসইউভি ধাক্কা খেয়ে বেড়িবাঁধের নিচে পড়ে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়।
ট্র্যাকিং পরিষেবা ফ্লাইটঅ্যাওয়ার অনুসারে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রধান বিমানবন্দর কেন্দ্র ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯০০ টিরও বেশি ফ্লাইট এবং ডালাস লাভ ফিল্ড থেকে ২৫০ টিরও বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। ডালাস-ফোর্ট ওয়ার্থে, মঙ্গলবারের নির্ধারিত ফ্লাইটগুলোর ৫০ শতাংশেরও বেশি মঙ্গলবার বিকালের মধ্যে বাতিল করা হয়।
ডালাস ভিত্তিক সাউথওয়েস্ট এয়ারলাইন্স মঙ্গলবার ৫৬০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে এবং আরও ৩৫০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত করেছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে পুলিশের বিরুদ্ধে ফের কৃষ্ণাঙ্গ হত্যার অভিযোগ
১ বছর আগে
লকডাউনে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে: বেবিচক
লকডাউনের দিন থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। তবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আন্তর্জাতিক রুটে যথারীতি ফ্লাইট চালু থাকবে।
শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার-ভাইস মার্শাল এম মফিদুর রহমান ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লকডাউনের আনুষ্ঠানিক ঘোষণার পর ফ্লাইট স্থগিতের বিষয়ে নির্দেশনা জারি করা হবে।
যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, লকডাউনের সময় যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।
শনিবার তিনি ইউএনবিকে বলেন, ‘লকডাউনে অন্যান্য পরিবহনের মতো যাত্রীবাহী ট্রেনও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। তবে মালবাহী ট্রেন চলাচল করবে।’
সোমবার থেকে লকডাউন?
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার।
শনিবার ক্ষমতসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘করোনা সংক্রমণ ও মৃত্যুর হার দ্রুত বেড়ে যাওয়ায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিধান করা উচিত।’
ওবায়দুল কাদের বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে কিন্তু এখনো অনেকেই মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধির প্রতি অনিহা দেখাচ্ছে, যা প্রকারান্তরে ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসতে পারে।’
এদিকে, এক ভিডিও বার্তায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, দুই-তিন দিনের মধ্যেই দেশব্যাপী সাত দিনের লকডাউন শুরু হবে।
তিনি বলেন, ‘জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া সব ধরনের সরকারি বেসরকারি-প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে শিল্পকারখানা খোলা থাকবে।’
তিনি বলেন, ‘লকডাউনের মধ্যে শিল্পকারখানা খোলা থাকবে, সেখানে একাধিক শিফট করে স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকরা যাতে কাজ করেন তা নিশ্চিত করতে হবে।’
বাংলাদেশে করোনা পরিস্থিতি
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে। তবে কমেছে শনাক্ত রোগীর সংখ্যা।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮ জন। এ নিয়ে মোট মারা গেলেন ৯ হাজার ২১৩ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৬৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৩০ হাজার ২৭৭ জনে পৌঁছেছে।
৩ বছর আগে
৩০ এপ্রিল পর্যন্ত বিমান চলাচল বন্ধ
করোনাভাইরাস মোকাবিলায় সরকারের সামগ্রিক প্রচেষ্টার অংশ হিসেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের স্থগিতাদেশ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে।
৪ বছর আগে