মুদি দোকান
বাগেরহাটে মুদি দোকানে আগুনে পুড়ে কিশোর নিহত, দগ্ধ-২
বাগেরহাটের কচুয়ায় মুদি দোকানে আগুন লেগে আমিনুর রহমান মুন্সি (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দিকে কচুয়া উপজেলার কামারখালী এলাকায় মুদিদোকানে এ ঘটনা ঘটে।
আগুনে নিহত আমিনুর রহমান বাগেরহাট জেলার কচুয়া উপজেলার দোপাখালী গ্রামের রেজাউল মুন্সির ছেলে।
আগুনে আহত দুইজন হলেন- ধোপাখালী গ্রামের লুৎফর রহমানের ছেলে হাবিব এবং একই এলাকার হৃদয়।
আরও পড়ুন: জুয়ায় হারের ক্ষতি পোষাতে বিকাশ এজেন্টকে হত্যা: আসামিকে গ্রেপ্তার
এদের মধ্যে হাবিবের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
চিতলমারী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আব্দুল ওয়াদুদ জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কামারখালী এলাকার বদিরুজ্জামান বাচ্চুর মুদিদোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে।
ওই দোকানে মুদিমালামালের পাশাপাশি পেট্রোল, ডিজেল এবং কেরসিন তেল বিক্রি হতো। আগুন দোকানের চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় ওই দোকানের মধ্যে ওই তিনজন অবস্থান করছিল।
আগুনে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করা হয় এবং ফায়ার ব্রিগের্ডের অ্যাম্বুলেন্সে যোগে তাদের বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের মধ্যে দুইজনকে খুলনা ২৫০ শয্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাসীন হোসেন জানান, ঘটনার সময় বদিরুজ্জামান বাচ্চুর ওই মুদিদোকানে তার নাতি (ছেলের ছেলে) হৃদয় এবং তার দুই বন্ধু অবস্থান করছিল। আগুন দ্রুত দোকানের মধ্যে ছড়িয়ে পড়লে তারা বাইরে বের হতে পারছিল না।
পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে। আগুনে আহত তিনজনে মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আমিনুর রহমান এবং হাবিবকে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি মহাসীন হোসেন আরও জানান, আগুনে দগ্ধ হয়ে আমিনুর রহমান মারা গেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ২
১৬ বছর আত্মগোপনে থেকে অবশেষে গ্রেপ্তার!
৮ মাস আগে
বাগেরহাটে কোটি টাকার পণ্য নিয়ে ট্রলারডুবি
বাগেরহাটের মোড়েলগঞ্জে বিভিন্ন মুদি দোকানের মালামাল নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সন্যাসী বাজার এলাকায় খালে নৌঙ্গর করা অবস্থায় এমভি বলেশ্বর নামে ওই ট্রলার ডুবে যায়।
স্থানীয়রা ডুবে যাওয়া ট্রলার থেকে মালামাল উদ্ধার কাজ শুরু করেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ট্রলারের ম্যানেজার সান্টু মাঝি জানান, বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন মুদি দোকানের প্রায় কোটি টাকার মালামাল নিয়ে ট্রলারটি বুধবার ভোরে খুলনার বড়বাজার থেকে ছেড়ে আসে। কিছু মালামাল নামাতে সকাল ১০টার দিকে সন্যাসী বাজার এলাকায় নৌঙ্গর করে ট্রলারটি। এসময় হঠাৎ করে এক পাশ কাত হয়ে ট্রলারটি ধীরে ধীরে খালে ডুবে যায়।
তিনি জানান, ট্রলারে দুটি ফ্রিজ, ডিজেল, চাল, ডাল, চিনি, বাদামসহ কোটি টাকা মূল্যোর বিভিন্ন মালামাল রয়েছে। এসব মুদি দোকানের মালামাল বাগেরহাটের মোড়েলগঞ্জের সন্যাসী এবং পিরোজপুরের কাউখালী, তুষখালী এবং মঠবাড়িয়া বাজারে নামানোর কথা ছিল।
স্থানীয় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার জানান, ৬০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন স্টিল বড়ির ওই ট্রলারটি একপাশ কাত হয়ে ডুবে গেছে। স্থানীয় লোকজন ট্রলার থেকে মালামাল উদ্ধার কাজ শুরু করেছে।
পড়ুন: মেঘনা চরে ফেরি আটকা, যাত্রীদের উদ্ধার
জাহাজ ও ফেরি ভাড়া ২০ শতাংশ বাড়াল বিআইডব্লিউটিসি
২ বছর আগে
ঢাকার কাঁচাবাজার ও সুপারশপ বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে: ডিএমপি
ঢাকা মহানগরীর স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে বলে শনিবার জানিয়েছে ডিএমপি।
৪ বছর আগে