ছাদ
চাঁদপুরে কৃষি ব্যাংকের ছাদ থেকে নৈশপ্রহরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা এলাকার কৃষি ব্যাংকের ছাদ থেকে নৈশ্য প্রহরী শাহাদাত হোসেন সাজ্জাদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মতলব পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। নিহত শাহাদাত হোসেন সাজ্জাদ গজরা গ্রামের ছামাদ প্রধানিয়ার ছেলে।
সাজ্জাদের ফুফু রহিমা বেগম ওই ব্যাংকে রান্না-বান্নার কাজ করেন।
আরও পড়ুন: শেবাচিমের কোয়ার্টার থেকে আইএইচটি ছাত্রীর লাশ উদ্ধার
তিনি জানান, সাজ্জাদ রাতের ডিউটি শেষে বাড়ি না ফেরার খবর পেয়ে খুঁজতে থাকেন তিনি। পরে ব্যাংকের ছাদে তাকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান।
মা শিরিন বেগম বলেন, দুই মাস হলো ব্যাংকে চাকরি করছেন তিনি। মাত্র এক মাসের বেতন পেয়েছেন। প্রতিদিন বিকালে বাড়ি থেকে ব্যাংকে যান, আর সকালে বাসায় ফিরে যান।
তিনি আরও বলেন, রবিবার সকালে বাড়িতে না ফিরে যাওয়ায় আমি নিজে ব্যাংকে আসি। এসে দেখি ব্যাংকের সব দরজা তালাবদ্ধ। পরে চলে যাই। মনে করেছি কোনো দোকানে নাস্তা খেতে গেছে। আমার ছেলের কোনো শত্রু নেই।
ছেলে হত্যার বিচার দাবি করে তিনি কান্নায় ভেঙে পড়েন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন ইউএনবিকে জানান, এ বিষয়ে তদন্ত কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
কৃষি ব্যাংকের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমুল এই হত্যাকাণ্ডের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কথা বলতে পারবেন বলে জানান।
আরও পড়ুন: সিরাজদিখানে একই বাড়ি থেকে মাসহ ২ সন্তানের লাশ উদ্ধার
ভারত সীমান্তের ভেতরে পড়ে থাকা বাংলাদেশি কিশোরের লাশ হস্তান্তর
৮ মাস আগে
মালিবাগে ভবনের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
রাজধানীর মালিবাগে একটি ভবনের ছাদ থেকে পড়ে ৪০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত আনোয়ারা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা এবং মিরপুর জোনের ডিবি পুলিশের সহকারী কমিশনার মো. তরিকুল ইসলামের বাসায় কাজ করতেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: খিলক্ষেতে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মালিবাগের রেলগেট এলাকায় ১০ তলা ভবনের ছাদে হাঁটার সময় হঠাৎ পা পিছলে মাটিতে পড়ে গুরুতর আহত হন আনোয়ারা বেগম।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।
ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীর বনশ্রীতে ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
রাজধানীর হাজারীবাগে মাদরাসার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
৯ মাস আগে
ছাদ থেকে পড়ে আহত শিল্পী নকুল কুমার
বাড়ির ছাদ থেকে পড়ে আহত হয়েছেন গীতিকার, গায়ক ও সংগীত পরিচালক নকুল কুমার বিশ্বাস।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের নিজ বাড়িতে শিমুলগাছের ডাল কাটতে নিজ বাড়ির দোতলার ছাদে ওঠেন তিনি। এ সময় অসাবধানবশত রেলিংয়ের পাশ থেকে মাটিতে পড়ে যান তিনি।
রবিবার সন্ধ্যায় নকুল কুমার নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে খবরটি নিশ্চিত করেছেন।
জানা যায়, তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করার পর অবস্থার উন্নতি না হলে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভিসা বিপত্তির কারণে যা বললেন ফারিণ
ভিডিওতে নকুল কুমার বিশ্বাস বলেন, ‘গ্রামের বাড়ির দোতলা ভবনের চারপাশ শিমুলগাছের ডালে ছেঁয়ে গেছে। সেই ডাল কাটতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। অন্যের সাহায্য ছাড়া এখন চলতে পারছি না। পপুলার হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। রিপোর্ট হাতে পেলে চিকিৎসকের পরামর্শে পরবর্তী স্বাস্থ্যসেবা নেব। আমার জন্য সবাই দোয়া করবেন।’
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. আবু সফর হাওলাদার সংবাদমাধ্যমকে বলেন, কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তেমন কোনো ক্ষতি হয়নি। শরীরের বিভিন্ন স্থানে ব্যথা পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা নিতে তাকে মেডিকেল কলেজে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাকিবের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা জানালেন মাহি
৯ মাস আগে
সিদ্ধিরগঞ্জে ছাদ থেকে পড়ে যুবক নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে জুনায়েদ হাসান আল-আমীন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২৭ আগস্ট) বিকালে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ৮ নম্বর গলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক একই এলাকার সাইফুল মঞ্জিলের ভাড়াটিয়া এস এম ইদ্রিসের ছেলে। তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবক মানসিক রোগের কারণে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভূমিপল্লী এলাকার ইসমাইল করিমের মালিকাধীন ১০ তলা ভবনের ৮ তলা থেকে পড়ে মৃত্যু হয় তার। পরবর্তীতে ঘটনাস্থলে থাকা এলাকাবাসী পুলিশকে ফোন দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। সে একটি ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছে। আমাদের থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ৪
নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
নারায়ণগঞ্জে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
১ বছর আগে
চীনে স্কুলে জিমের ছাদ ধসে ১১ জন নিহত
চীনের হেইলংজিয়াং প্রদেশের কিকিহার শহরে একটি মিডল স্কুলের জিমের ছাদ ধসে ১১ জন নিহত হয়েছে। সোমবার (২৪ জুলাই) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
রবিবার (২৩ জুলাই) বিকালে এই দুর্ঘটনা ঘটার পর থেকে সোমবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়।
দেশটির সরকারি নিউজ এজেন্সি সিনহুয়া’র তথ্যমতে, স্কুলের ত্রুটিপূর্ণ নির্মাণ কাজের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। শ্রমিকেরা জিমের ছাদে নির্মাণ সামগ্রী জমা করে রাখায় সেগুলো বৃষ্টির পানি শুষে নেয়।
সিনহুয়া জানায়, ৩৪ নম্বর মিডল স্কুলের জিমনেসিয়ামে ১৯ জন ছিলেন। কিন্তু এদের মধ্যে কতজন শিক্ষার্থী ছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
আরও পড়ুন: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধসে খনি শ্রমিক আবাসনে নিহত ১৯
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে খনির ছাদ ধসে ৫জন নিহত
চীনে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৩৮
নির্মাণ ও শিল্প দুর্ঘটনা চীনে নিয়মিত ঘটনা। মূলত কোম্পানিগুলোর নিরাপত্তা বিধি না মানা এবং দুর্নীতি বা স্থানীয় সরকারি সংস্থাগুলোর দায়িত্বহীনতার অভাবের ফলে এসব দুর্ঘটনা ঘটছে।
এসব সমস্যা বিশেষত দ্বিতীয় ও তৃতীয়-স্তরের শহরগুলোতে তীব্র। যেমন-কিকিহার, যা রাশিয়ার সীমান্তবর্তী হেইলংজিয়াংয়ের চীনা রাস্টবেল্ট প্রদেশে অবস্থিত।
সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে বড় আকারের অর্থনৈতিক পতন এবং বহির্মুখী অভিবাসন ঘটেছে।
১ বছর আগে
রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
রাজধানীর উত্তর বাড্ডায় সাততলা ভবনের ছাদ থেকে পড়ে শনিবার ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত মো. তাসিন মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ীর বাবুল মিয়ার ছেলে।
তাসিনের চাচা সৈয়দের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, তাসিন একটি অনলাইন কসমেটিকস শপের ডেলিভারি ম্যান হিসেবে কাজ করত।
আরও পড়ুন: নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
তিনি বাড্ডার গুপিপাড়ায় ওই ভবনের ষষ্ঠ তলায় থাকতেন।
শনিবার সকালে গাছে পানি দেওয়ার সময় ভবনের ছাদ থেকে পড়ে তাসিন আহত হন।
পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু
১ বছর আগে
সিলেটে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত
সিলেটের দক্ষিণ সুরমায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২২ মে) দুপুরে উপজেলার কামালবাজারের বেটুয়ারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কামালবাজার এলাকার হাজরাই গ্রামের আকমল আলীর ছেলে রুহেল আহমদ (২৫) এবং একই এলাকার মাঝপাড়া গ্রামের মোখলেস মিয়ার ছেলে নুরুল ইসলাম (২১)।
এ তথ্য নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল হোসেন জানান, বেটুয়ারমুখ এলাকার আবুল মিয়ার নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ছাদ ধসে গিয়ে ঘটনাস্থলেই এ দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। লাশ দুটি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে।
পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
১ বছর আগে
রাজধানীতে ছাদ থেকে পড়ে ১১ বছরের শিশুর মৃত্যু
রাজধানীর ডেমরা এলাকায় একটি একতলা ভবনের ছাদ থেকে পড়ে ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু আব্দুল হাওলাদার স্থানীয় একটি মাদরাসার ছাত্র ও বরিশালের মৃত সিদু মিয়ার ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে কুকুরের মুখ থেকে নবজাতকের লাশ উদ্ধার!
নিহতের বোন লাইজু হাওলাদার জানান, শনিবার দুপুরে আশপাশের অন্য ছেলেদের সঙ্গে ভবনের ছাদে ঘুড়ি ওড়ানোর সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে।
তিনি আরও বলেন যে পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আউয়াল জানান, রবিবার দুপুরে ঢামেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: খুমেক হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ
কক্সবাজারে মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় চট্টগ্রামে স্বামী আটক
১ বছর আগে
খিলক্ষেতে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
রাজধানীর খিলক্ষেতে ঘুড়ি ওড়াতে গিয়ে সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত সালমান আদিব (৯) বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কর্মচারী রুহুল আমিনের ছেলে।
শিশুটির বাবা বলেন, 'সে আজ একা ছাদে গিয়েছিল এবং খেলার সময় পড়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক পুলিশ ফাঁড়ির কর্মকর্তা বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ইবি শিক্ষকের গাড়ির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
বসতঘরে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু
১ বছর আগে
রাজধানীতে ছাদ থেকে পড়ে ভাই-বোনের মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচরে পাঁচতলা আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কামরাঙ্গীরচরের আহসানবাগের সিলেটি বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রোমান মিয়ার ছেলে আব্দুর রহিম (৯) এবং সুনামগঞ্জের আব্দুর রশিদ মিয়ার মেয়ে লামিয়া আক্তার (২)। তারা চাচাতো ভাই-বোন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতার মৃত্যু
নিহত আব্দুর রহিমের বাবা রোমান মিয়া জানান, তারা কামরাঙ্গীরচর আহসানবাগ এলাকায় বোরহান মিয়ার পাঁচতলা ভবনের ছাদে থাকতেন। আজ সন্ধ্যায় তার ছেলে ও ভাতিজি ছাদে খেলছিল। ছাদে কোনো প্রকার রেলিং না থাকায় হঠাৎ করে সেখান থেকে তারা পড়ে যায় বলে জানান তিনি। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত
১ বছর আগে