ছাদ
খিলক্ষেতে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
রাজধানীর খিলক্ষেতে ঘুড়ি ওড়াতে গিয়ে সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত সালমান আদিব (৯) বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কর্মচারী রুহুল আমিনের ছেলে।
শিশুটির বাবা বলেন, 'সে আজ একা ছাদে গিয়েছিল এবং খেলার সময় পড়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক পুলিশ ফাঁড়ির কর্মকর্তা বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ইবি শিক্ষকের গাড়ির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
বসতঘরে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু
রাজধানীতে ছাদ থেকে পড়ে ভাই-বোনের মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচরে পাঁচতলা আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কামরাঙ্গীরচরের আহসানবাগের সিলেটি বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রোমান মিয়ার ছেলে আব্দুর রহিম (৯) এবং সুনামগঞ্জের আব্দুর রশিদ মিয়ার মেয়ে লামিয়া আক্তার (২)। তারা চাচাতো ভাই-বোন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতার মৃত্যু
নিহত আব্দুর রহিমের বাবা রোমান মিয়া জানান, তারা কামরাঙ্গীরচর আহসানবাগ এলাকায় বোরহান মিয়ার পাঁচতলা ভবনের ছাদে থাকতেন। আজ সন্ধ্যায় তার ছেলে ও ভাতিজি ছাদে খেলছিল। ছাদে কোনো প্রকার রেলিং না থাকায় হঠাৎ করে সেখান থেকে তারা পড়ে যায় বলে জানান তিনি। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত
ছাদ থেকে পড়ে চোরের মৃত্যু
বগুড়ায় চুরি করতে গিয়ে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক চোরের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও এক চোর।
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত রাশেদুল ইসলাম রয়েল (৩৪) ওই এলাকায় মৃত আব্দুস সাত্তারের ছেলে।
আরও পড়ুন: কালীগঞ্জে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
এ ঘটনায় নিহত রাশেদুলের সহযোগী লাল মিয়াকে আহত অবস্থায় আটক করেছে পুলিশ। আহত লাল সদর উপজেলার হাজরাদিঘী গ্রামের মকবুল মিয়ার ছেলে।
বগুড়া সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রহিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
রহিম উদ্দীন বলেন, সদর উপজেলার শিকারপুর এলাকায় হামিদ আলীর পাঁচতলা নির্মাণাধীন ভবন রয়েছে। সেই ভবনের চারতলায় কিছু লোহার যন্ত্রাংশ ও রড রাখা আছে। শুক্রবার রাত ৯টার দিকে চুরির উদ্দেশ্যে রাশেদুল ও লাল মিয়া চার তলায় ওঠে।
এ সময় স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া করলে রাশেদুল চার তলার ছাদ থেকে পা ফসকে নিচে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় আহত লাল মিয়াকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহত লাল মিয়া জানিয়েছে, তারা লোহার যন্ত্রাংশ ও রড চুরির উদ্দেশ্যে ওই ভবনে প্রবেশ করেছিলেন।
এসআই আরও জানান, রাশেদুলের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: নাটোরে ট্রেনে কাটা পড়ে নারীসহ ৩ জনের মৃত্যু
নড়াইলে নবগঙ্গায় নৌকাডুবে মা ও ছেলের মৃত্যু
কুমিল্লায় ট্রেনের ছাদ থেকে পড়ে ৬ যাত্রী আহত
কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের ছাদ থেকে পড়ে ছয় যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রাম রুটের সদর দক্ষিণ উপজেলায় বিজয়পুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁদপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
আহতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার সামিউল্লাহ (১৮), রাজু (২১), রকি (২০), হৃদয় (২০), ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা উপজেলার কুটি এলাকার মো. আলম (২০), ও মোবারক হোসেন (৩০)।
আহতদের মধ্যে আলম ও মোবারকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুর রহমান জানান, ট্রেনের ছাদে করে যাত্রীরা চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে ছয়জন ছিটকে নিচে পড়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে ভারতীয় মেডিকেল ছাত্রীর মৃত্যু
সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে এক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রীর মৃত্যু হয়।
নিহত খুশবু মানজুর (২১) ভারতের জম্মু কাশ্মীরের অনন্তনাগ কাতুবিজবিহারা এলাকার মানজুর আহম্মেদ কারাইয়ের মেয়ে এবং সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন: ইজিবাইকে খেলতে গিয়ে শিশুর মৃত্যু!
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা তিন দিনের শিক্ষা সফরে শাহজাদপুরে যান এবং বেসরকারি সংস্থা পিপিডির আবাসিক হোটেল ভাড়া করার পর তারা ঘুরতে বের হন।
ঘোরাঘুরি শেষে দুপুরের দিকে হোটেলে পৌঁছে খাওয়ার পর ওই শিক্ষার্থী ছাদে ওঠলে সেখান থেকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হলে বুধবার চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রীর মৃত্যু হয়।
আরও পড়ুন: ভোলায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষকের মৃত্যু
এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মৃধা বলেন, হোটেলের ছাদ থেকে পড়ে যাওয়ার পর ওই শিক্ষার্থীকে উদ্ধারের পর আশঙ্কাজনক অবস্থায় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়।
তবে ওই শিক্ষার্থী পড়ে গিয়েছে নাকি কেউ তাকে ফেলে দিয়েছে তা জানাতে পারেননি তিনি।
আরও পড়ুন: সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
বরিশালে নির্মাণাধীন ভবনের ছাদে যুবকের ঝুলন্ত লাশ
বরিশাল সদর উপজেলায় শুক্রবার একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাকিব হাওলাদার (১৮) উপজেলার চরকাউয়া ইউনিয়নের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে।
বন্দর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, চরপত্তনিয়া গ্রামের বাসিন্দা নয়ন সিকদারের নির্মাণাধীন ভবনের ছাদের রডের সাথে সাকিবের লাশটি প্লাস্টিকের রশিতে ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: বগুড়ায় হত্যা মামলার আসামির গলাকাটা লাশ উদ্ধার
বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যুবক বৃহস্পতিবার রাতে যেকোনো এক সময় নির্মাণাধীন ভবনের ছাদের রডের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়েছেন। পরিবারের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে যুবক বৃহস্পতিবার রাতে তার মায়ের সাথে ঝগড়া করেছেন। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে তিনি মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়েছেন।
তিনি বলেন, মৃত্যুর আসল কারণ নিশ্চিত হতে লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: পাড়ে জুতা, পুকুরে পাওয়া গেল ২ ভাইয়ের লাশ
বরিশালে পৃথক স্থান থেকে শিশুসহ ৪ লাশ উদ্ধার
রাজধানীতে ছাদ থেকে পড়ে নার্সের মৃত্যু
রাজধানীর সবুজবাগ এলাকায় শনিবার চারতলা ভবনের ছাদ থেকে পড়ে এক নার্সের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ফিরোজা পারভিন জানান, নিহত আতাউল করিম অপু (৫০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নার্সিং স্টাফ ছিলেন।
তিনি বলেন, সকাল সাড়ে ৬টার দিকে বাসার ছাদে শরীরচর্চা করতে গেলে ভেজা ছাদ থেকে পিছলে পড়ে যান অপু।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, প্রতিবেশিরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: হাজীগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত
খুলনায় নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত
খুলনায় নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত
খুলনা নগরীতে ভবনের নির্মাণকাজ করার সময় ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মহানগরীর মিস্ত্রীপাড়া বাজারের পেছনে একটি বাড়ির তিনতলার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
নিহত রেজাউল করীম (৪৫) কয়রা মহারাজপুরের খুড়িয়া এলাকার মৃত. হোসেন সরদারের ছেলে।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মিস্ত্রীপাড়া বাজারের পেছনে জনৈক আমিনুরের বাড়িতে নিমার্ণের কাজ করছিলেন রেজাউল করিম। বাইরের পাশে বাঁশ বেঁধে ইট গাঁথছিলেন তিনি। দুর্ঘটনাবশত তিনি পা পিছলে মাটিতে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়। দু’কান দিয়ে অনবরত রক্ত পড়তে দেখে সহযোগীরা তাকে উদ্ধার করে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ ব্যাপারে খুলনা থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
খুলনা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, নিহত ব্যক্তি ইট গাঁথুনীর কাজ করছিলেন। অসাবধানতার কারণে ওপর থেকে পড়ে যান তিনি। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিলে পথিমধ্য তার মৃত্যু হয়।
লাশের ময়না তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে খুলনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে দাদা-নাতির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
হলের ছাদ থেকে পড়ে জাবি শিক্ষার্থীর মৃত্যু
বৃষ্টিতে ভিজতে গিয়ে আবাসিক হলের পাঁচ তলার ছাদ থেকে পড়ে আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র অমিত কুমার বিশ্বাস মারা গেছেন। মঙ্গলবার বিকেল ৫টা ১৮ মিনিটে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত অমিত কুমার বিশ্বাস জাবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন।
অধ্যাপক সোহেল আহমেদ জানান, দুপুর ২টার দিকে শহীদ রফিক-জব্বার হলের ছাদ থেকে পরে মারাত্মকভাবে আহত হন। বৃষ্টিতে ভেজার সময় ছাদ থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন অমিত কুমার বিশ্বাস। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, তার প্রচুর রক্তপাত হচ্ছিল। হাসপাতালে নেয়ার পর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। পরে তাকে আইসিইউতে নেয়া হয়।
আরও পড়ুন: জাবির সাময়িক উপাচার্য হলেন অধ্যাপক নুরুল আলম
জাবিতে ৭ ফেব্রুয়ারি থেকে সশরীরে পরীক্ষা
খুলনায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
খুলনার টুটপাড়া কবরখানা মোড়ে নির্মাণাধীন সিসভাস নামে একটি ভবনের ছাদ থেকে রবিবার সকালে তপন সরদার (৫০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।