কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
ছয় বছরেও তনু হত্যা মামলার অগ্রগতি নেই
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের অর্ধযুগ পার হচ্ছে আজ। এই অর্ধযুগেও তনুকে ধর্ষণের পর হত্যার সঙ্গে সম্পৃক্তদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। এদিকে গত এক বছর তনুর পরিবারের খবর নেয়নি কেউই। সার্বিক যে অবস্থা, তাতে বিচার পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন তনুর বাবা-মা।
তনুর মা আনোয়ারা বেগম জানান, কেউ আসে না, কেউ খবর নেয় না। আমরা গরিব মানুষ। এই দুনিয়ায় বিচারের আশা করি না। আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। আল্লাহর বিচার বড় বিচার।
তনুর বাবা ইয়ার হোসেন জানান, তনুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মসজিদে দোয়া ও এতিম শিশুদের খাওয়ানোর আয়োজন করছি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে স্কুলছাত্র হত্যায় ৪ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন
বিচার না পাওয়া নিয়ে তিনি বলেন, আমি আর বিচার চাই না। বিচার চেয়ে কী লাভ? গরিবের ওপর জুলুমের বিচার হয় না।
তনুর পরিবার সূত্রে জানা যায় , ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাসায় ফিরেনি তনু। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে রাতে বাসার অদূরে সেনানিবাসের ভেতর একটি জঙ্গলে তনুর লাশ পায়। পরদিন তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। থানা পুলিশ ও ডিবির পর ২০১৬ সালের পয়লা এপ্রিল থেকে মামলাটির তদন্তের দায়িত্ব পায় সিআইডি কুমিল্লা। তনুর দুই দফা ময়নাতদন্তে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগ মৃত্যুর সুস্পষ্ট কারণ উল্লেখ করেনি। শেষ ভরসা ছিল ডিএনএ রিপোর্ট। ২০১৭ সালের মে মাসে সিআইডি তনুর জামা-কাপড় থেকে নেয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে তিনজন পুরুষের শুক্রাণু পাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছিল। সর্বশেষ সন্দেহভাজন হিসেবে তিনজনকে ২০১৭ সালের ২৫ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সিআইডির একটি দল ঢাকা সেনানিবাসে জিজ্ঞাসাবাদ করে। এর মধ্যে ২০২০ সালের নভেম্বরে মামলাটির দায়িত্ব পিবিআইকে দেয়া হয়। পিবিআই ঢাকার একটি টিম দায়িত্ব পাওয়ার শুরুর দিকে কুমিল্লা ক্যান্টনমেন্টে ঘুরে যান। এরপর অন্ধকারে ঢাকা পড়ে মামলার কার্যক্রম।
পিবিআই'র ডিআইজি বনজ কুমার মজুমদার জানান, সিআইডি অনেক কাজ করেছিল। সে হিসেবে আমরা অতটা এগুতে পারিনি। ডিএনও টেস্ট করে যেহেতু শুক্রাণু পাওয়া গেছে, আমরা সাসপেক্টেডদের (সন্দেহভাজন) সংখ্যা বাড়াবো। সে লক্ষ্যেই কাজ করছি।
আরও পড়ুন: খুলনায় প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের যাবজ্জীবন
১১২৪ দিন আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা নেয়ার দাবিতে কুমিল্লায় মানববন্ধন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা এবং সকল পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে বহাল রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষের পরীক্ষাথীরা। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ভিক্টোরিয়া সরকারি কলেজের তৃতীয় বর্ষের পরীক্ষার্থী আবু সুফিয়ান রাসেল, চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান ঈশিতা, ফয়সল আহমেদ ও রুবেল মজুমদার।
বক্তারা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ চালু থাকলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু থাকবে না কেন? বাণিজ্য মেলা যদি চলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানে কেন পরীক্ষা হবে না।
পরীক্ষা বন্ধের কারণে ২৮ লাখ শিক্ষার্থী বিপাকে পড়েছে বলে বক্তারা উল্লেখ করেন।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের বন্ধ হওয়া পরীক্ষার দাবিতে সড়কে শিক্ষার্থীরা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
১১৭৮ দিন আগে
ভিক্টোরিয়া কলেজ: বন্ধ ক্যাম্পাসে মাদক আর যৌনকর্মীদের আখড়া
করোনায় ১৬ মাস ধরে বন্ধ ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাস। চলছে ১৪ দিনের কঠোর লকডাউন। বন্ধ ক্যাম্পাস আর পরিত্যাক্ত ছাত্রাবাস এখন মাদকসেবী আর যৌনকর্মীদের আস্তানা। ছুটির এ সময়ে অতিরিক্ত সতর্কতা আর পুলিশের টহল উপেক্ষা করে কলেজ ক্যান্টিনে চলে মাদক বিক্রি। রাতের আধাঁরে পরিত্যাক্ত ছাত্রাবাস থাকে যৌনকর্মীদের দখলে। কলেজ কর্তৃপক্ষ বলছেন সমস্যার স্থায়ী সমাধানে ধর্মপুরে পুলিশ ফাঁড়ি প্রয়োজন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার ২২টি বিভাগে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করেন। কবি নজরুল ইসলাম ছাত্রাবাস ও নওয়াব ফয়জুন্নেসা হলে হাজার শিক্ষার্থী আবাসিক সুবিধা পেয়ে থাকে। এছাড়াও কয়েক হাজার ছাত্র-ছাত্রী ধর্মপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।
আরও পড়ুন: থমকে আছে ভিক্টোরিয়ার খেলার মাঠ ভরাট কাজ
জানা গেছে, কলেজের কান্দিরপাড় উচ্চমাধ্যমিক শাখায় দেয়ালের উপর দিয়ে বহিরাগতরা প্রবেশ করেন। সেখানে রাতে অবস্থান ও মাদকসেবন করেন। নিউ হোস্টেলের পরিত্যক্ত ভবনে রাতের আধাঁরে যৌনকর্মীদের যাতায়াত রয়েছে। ডিগ্রি শাখার পরীক্ষা ভবনের টয়লেটের সেপটিক ট্যাংক, জিয়া অডিটোরিয়ামের পেছনে, মোতাহের হোসেন কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে, কলা ভবনের নিচতলা, বিজ্ঞান ভবন-২ এর বিশেষ কিছু কক্ষে মাদকসেবীদের আড্ডা জমে। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কলেজ ক্যান্টিন ক্যাফে-৭১ এর চলে মাদকবিক্রি। শহর, শহরতলী ও কোটবাড়ি এলাকার মাদকসেবীদের নিয়মিত আসর ক্যাফে-৭১।
১৩৭৯ দিন আগে
থমকে আছে ভিক্টোরিয়ার খেলার মাঠ ভরাট কাজ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ডিগ্রি শাখার খেলার মাঠ ভরাট কাজ থমকে যাওয়ায় ক্রীড়া চর্চা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।
১৫৪৯ দিন আগে
বার্ধক্যে ধুঁকছে ভিক্টোরিয়া কলেজের কলা ভবন
শতবর্ষী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কলা ভবন অতিক্রম করেছে ছয় দশক। নানা সমস্যা, সংকটে ভবনটি এখন বার্ধক্যে উপনীত। দুর্ভোগে রয়েছের ভবনের সাত বিভাগের শিক্ষার্থীরা।
১৫৫৯ দিন আগে
কুমিল্লায় জ্বর, শ্বাসকষ্টে কলেজছাত্রের মৃত্যু
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার দুলাল ভূইয়া নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
১৮২৮ দিন আগে