নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে গ্যাস বিস্ফোরণে মা ও ছেলে দগ্ধ হয়েছেন।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ৬টায় নগরীর নিতাইগঞ্জ মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির তৃতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সীমা বেগম (৫০) ও তার ছেলে রোমান হোসেন (২৫)।
পারিবারিক সূত্রে জানা যায়, বাড়িটিতে মা-ছেলে থাকেন। সীমা বেগম গৃহিণী এবং তার ছেলে রোমান স্থানীয় একটি কারখানায় চাকরি করেন।
রাতে তারা বাসার লাইন থেকে গ্যাস বের হওয়ার গন্ধ পান। বিষয়টি কাউকে না জানিয়েই ঘুমিয়ে পড়েন তারা। সকালে ঘুম থেকে উঠে সীমা বেগম রান্নাঘরে গিয়ে দিয়াশলাই জ্বালাতেই আগুন ধরে ওঠে এবং সারা ঘরে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: ঢাকা-রাজশাহী ও গাজীপুরে ৩টি গাড়িতে আগুন
এতে সীমা বেগম এবং ঘুমিয়ে থাকা রোমানের শরীরেও আগুন লেগে যায়। তাদের চিৎকারে প্রতিবেশীরা ওই বাসায় গিয়ে আগুন নেভায়। এরপর তাদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, সীমা বেগমের শরীরের ৬০ শতাংশ এবং রোমানের ১৪ শতাংশ পুড়ে গেছে।
তিনি আরও বলেন, সীমার অবস্থা আশঙ্কাজনক। তাকে ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি রাখা হয়েছে। আর রোমানকে অবজারভেশনে রাখা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বাসে আগুন
কুলিয়ারচরে সারভর্তি ট্রাকে আগুন
নারায়ণগঞ্জে ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ, হেলপার দগ্ধ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পণ্যবাহী একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটির সামনের অংশ পুঁড়ে যায় এবং চালকের সহকারী (হেলপার) মো. সায়মন (২০) দগ্ধ হন।
বর্তমানে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার শিংলাবো এলাকায় এশিয়ান হাইওয়েতে (ঢাকা বাইপাস সড়ক) এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: রংপুরে বিএনপি কার্যালয়ের পেছন থেকে পেট্রোলবোমা উদ্ধার
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকা থেকে টাইলসবাহী একটি ট্রাক সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রাকটি এশিয়ান হাইওয়ের শিংলাবো এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ট্রাকটির সামনে অংশে আগুন ধরে যায়।
তিনি আরও বলেন, এ সময় ট্রাকের চালক দ্রুত নেমে যেতে পারলেও তার সহকারীর দুই হাত মারাত্মকভাবে দগ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটির আগুন নেভায়।
এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। তবে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশের তৎপরতা চলছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: সাভারে পরিত্যক্ত ঘরে আগুন লেগে ৭ যুবক দগ্ধ
দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ: অগ্নিসংযোগে দগ্ধ রিকশাচালক হাসপাতালে ভর্তি
নারায়ণগঞ্জে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জে নাশকতার মামলায় জেলা ছাত্রদলের এক নেতা ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
গ্রেপ্তারেরা হলেন- জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু তালেব মাসুম (৩৭) এবং তার সহকারী নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া (৩৯)।
খন্দকার আল মঈন বলেন, সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জসহ বিভিন্ন মহাসড়কে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। মহাসড়ক অবরোধ করে গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহনসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুরসহ বিভিন্ন ধরনের নাশকতা ও সহিংসতা চালায় তারা। এসব নাশকতা ও সহিংসতার ভিডিও ফুটেজ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিকযোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। এ নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির ৭০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা: ১২ জন গ্রেপ্তার
এরই ধারাবাহিকতায়, শুক্রবার রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র্যাব-১ ও র্যাব-১৫ এর একটি আভিযানিক দল কক্সবাজারে যৌথ অভিযান পরিচালনা করে মূলহোতা ও ১৫টি মামলার পলাতক আসামি আবু তালেব মাসুম ও তার সহযোগী জজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গ্রেপ্তার দুইজন তাদের দলীয় নেতাদের নির্দেশনায় ও মাসুমের পরিকল্পনা রূপগঞ্জ এলাকায় সহিংসতা ও নাশকতা চালায়। মাসুম ২৮ অক্টোবর পল্টনে সমাবেশে যোগ দেওয়ার জন্য নেতা-কর্মীদের নিয়ে ঢাকায় আসে। পরে তারা পল্টন ও এর আশপাশের এলাকায় গণপরিবহন, ব্যক্তিগত যানবাহনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ, রাস্তায় আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টি করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অপচেষ্টা চালায়।
তিনি বলেন, মাসুম ও তার অনুসারী আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে রাজধানীর বাড্ডা, বসুন্ধরা, খিলক্ষেত, যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় এবং সর্বশেষ কক্সবাজারে আত্মগোপন করে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার জজ মিয়া ছাত্রদল নেতা মাসুমের ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন থানায় চারটির বেশি মামলা রয়েছে।
আরও পড়ুন: জয়পুরহাটে নাশকতা মামলায় জেলা বিএনপির আহ্বায়ক গ্রেপ্তার
চট্টগ্রামে বিএনপির বিরুদ্ধে ৪৮ মামলা: ৭০০ নেতা-কর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা রেলস্টেশনের পাশে উকিলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর (মা) নাম মধুমালা বেগম (৫৫)। মধুমালা ওই এলাকার নুরুল ইসলামের স্ত্রী। আর তার ছেলের নাম সুমন মিয়া (৩৫)। এ ঘটনায় মধুমালার স্বামী নুরুল ইসলাম থানায় অভিযোগ করার পর পুলিশ সুমনকে ধারালো বটিসহ গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন: গৃহবধূকে হাতুড়ি দিয়ে হত্যার অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে রাতে মা-ছেলের মধ্যে ঝগড়া হয়। মধুমালা টাকা দিতে অস্বীকার করলে তার ছেলে তাকে রাস্তায় ফেলে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন।
নিহতের স্বামী নুরুল বলেন, রাতে হোটেল থেকে বাসায় ফেরার পথে দেখতে পাই সুমন ঘর থেকে বটি নিয়ে এসে রাস্তায় তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। এতে ঘটনাস্থলেই মারা যান মধুমালা। এরপর সুমন বটি হাতে নিয়ে ঘরে গিয়ে খাটে শুয়েছিল। আমি থানায় সংবাদ দিলে পুলিশ এসে সুমনকে ঘর থেকে বটিসহ গ্রেপ্তার করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যায় ব্যবহৃত বটিসহ নিহতের ছেলেকে গ্রেপ্তার করেছে।
তিনি আরও জানান, তার পরিবারের পক্ষ থেকে ছেলেকে ভারসাম্যহীন বলা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: তিস্তা নদীতে ছুড়ে সন্তানকে হত্যার অভিযোগে বাবা আটক
কনস্টেবল আমিরুল হত্যা: যুবদল কর্মীসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২ পিকআপ ভ্যানে আগুন
নারায়ণগঞ্জের মদনপুরের দেওয়ানবাগ গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ভাঙচুর ও দুটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে বন্দর স্টিল সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, গাড়িতে আগুন
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ একদল যুবক এসে মহাসড়কে চলাচলরত যানবাহনে ইট-পাটকেল ছুঁড়ে ও ভাঙচুর শুরু করে। এ সময় দুটি পিকআপ ভ্যানে তারা আগুন দেয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর জানান, আমার এলাকায় কোনো যানবাহনে অগ্নিসংযোগ ঘটেনি। শুধুমাত্র একটি পিকাপ ভ্যানে কয়েকজন ঢিল ছুঁড়ার চেষ্টা করেছে।
মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু জানান, বিএনপির কেউ আগুন দেয়নি বা ভাঙচুর করেনি। এটি আওয়ামী লীগের কাজ। তারা এ ঘটনা ঘটিয়ে মামলা করবে বিএনপির নেতা-কর্মীদের নামে।
আরও পড়ুন: চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা খালি মিনিবাসে আগুন
গাজীপুরে আগুনে পুড়ে পোশাককর্মী নিহত
নারায়ণগঞ্জে অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইঞ্জিনচালিত অটোরিকশা চাপায় তমা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) ভোর ৬টার দিকে ফতুল্লার পঞ্চবটী-মুক্তারপুর সড়কের ভোলাইল গেউদার বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে রাস্তার পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার
নিহত তমা ফতুল্লা থানার ভোলাইল গেউদ্দার বাজার এলাকার তসলিম মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, ঘুম থেকে উঠে তমা বাসার সামনে গেটের কাছে দাঁড়াতেই বেপরোয়া গতিতে আসা একটি ইজিবাইক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘাতক ইজিবাইক চালকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।
আরও পড়ুন: বুয়েট ক্যাম্পাস থেকে নবজাতকের লাশ উদ্ধার
ঢাবির ফুটপাত থেকে ২ নবজাতকের লাশ উদ্ধার
ফতুল্লায় কাগজের বাক্সে নবজাতকের লাশ!
নারায়ণগঞ্জের ফতুল্লায় কাগজের বাক্স থেকে একদিন বয়সী নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে ফতুল্লার শান্তিধারা এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সিলেটে রাস্তার পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, শান্তিধারা এলাকায় অবস্থিত পিবিআই অফিসের বিপরীত দিকের সড়কের পাশে একদিন বয়সী নবজাতক ছেলে শিশুর লাশ কাগজের বাক্সে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ওসি আরও জানান, ময়নাতদন্তের পর শিশুর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: ঢাবির ফুটপাত থেকে ২ নবজাতকের লাশ উদ্ধার
বুয়েট ক্যাম্পাস থেকে নবজাতকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ২
নারায়গঞ্জের সিদ্ধিরগঞ্জে মঙ্গলবার দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে উপজেলার শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: বাগেরহটে ট্রাক ও পিকআপের ধাক্কায় নিহত ২
নিহতরা হলেন- রামপদ চন্দ্র দাস ও চিন্তা দাস।
আহতরা হলেন- আব্দুল বাতেন, কৃষ্ণা চন্দ্র দাস, জয় মঙ্গল ও অজ্ঞাত আরও একজন। তাদের সবার বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলায়।
স্থানীয়রা জানান, হতাহতেরা সবাই মাছ ব্যবসায়ী। মঙ্গলবার ভোরে তারা মেঘনা থেকে পিকআপভ্যানে করে যাত্রাবাড়ি আড়তে মাছ কিনতে আসছিলেন। পথে চট্টগ্রাম রোডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে তাদের পিকআপ সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলে রামপদচন্দ্রের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিন্তা দাসের মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, চট্টগ্রাম রোডে সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আরও পড়ুন: সিলেটে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কুড়িগ্রামে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ফতুল্লায় রাস্তায় লাশ ফেলে পালালেন নারী
নারায়ণগঞ্জে রিকশায় করে এনে ৬০ থেকে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির লাশ রাস্তায় ফেলে পালিয়ে গেছেন এক নারী।
সোমবার (৯ অক্টোবর) দুপুরে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নিয়ে যায়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে সবজি বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিলায়েত হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। পাশের একটি কারখানার সিসি ক্যামেরায় দেখা যায়, রিকশায় চড়ে আসা এক নারী বৃদ্ধের লাশটি সেখানে ফেলে রেখে পালিয়ে গেছেন। তবে তার পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও জানান, নিহত ওই ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তার পায়ে পুড়ে যাওয়ার পুরাতন চিহ্ন দেখা গেছে এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এটি হত্যা না মৃত্যু ওই নারীকে পাওয়া গেলে সেটি জানা যাবে। তাকে খুঁজতে কাজ করছে পুলিশ।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে শিশুসহ দম্পতি দগ্ধ
নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে শিশুসহ দম্পতি দগ্ধ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ দম্পতি দগ্ধ হয়েছেন।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- অরিজিৎ (৩৫), তার স্ত্রী রিংকু (২৮) ও তাদের ১৯ মাস বয়সী সন্তান কাব্য। অরিজিৎ একটি এনজিওতে চাকরি করেন। আর তার স্ত্রী গৃহিণী। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রবিবার এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
আরও পড়ুন: ফেনীতে আগুনে ঘুমন্ত ২ শিশুর মৃত্যু, দগ্ধ মা
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশি আরমান আলী মোল্লা বলেন, রাত ৩টার দিকে আড়াইহাজারের নাগেরচর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির নিচ তলায় দুর্ঘটনার খবর পেয়ে ওই বাসা থেকে দগ্ধ ৩ জনকে উদ্ধার করা হয়।
তাদের মাধ্যমে তিনি জানতে পারেন, রাত ৩টার দিকে বাচ্চার জন্য দুধ গরম করতে রান্না ঘরে যান রিংকু। এরপর দিয়াশলাই জ্বালাতেই ঘরে আগুন ধরে যায়। এতে তারা ৩ জন দগ্ধ হন।
তার ধারণা- গ্যাস লিকেজের কারণে গ্যাস জমে ছিল। সেখান থেকেই আগুনের ঘটনা ঘটেছে।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, রিংকুর অবস্থা খুবই আশঙ্কাজনক। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া তার স্বামীর ১৪ শতাংশ এবং সন্তানের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ
সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ: দগ্ধ আরও ২ জনের মৃত্যু