রূপগঞ্জে
রূপগঞ্জে টেক্সটাইল মিলে বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু
রূপগঞ্জের টেক্সটাইল কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুজন মারা গেছেন। সোমবার (৫ মে) সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে জানান হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
নিহতরা হলেন— লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের প্রয়াত মো. শফিকের ছেলে মো. আব্দুল হান্নান (৫০) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার প্রয়াত মো. রফিকের ছেলে কবির হোসেন (৪৫)। তারা দুজনই রূপসী কাজীপাড়া এলাকার জৈনপুরী আশরাফিয়া টেক্সটাইল মিলের নিরাপত্তাকর্মী ছিলেন।
ডা. শাওন বলেন, ‘শরীরের ৫৩ শতাংশ দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন কবির। সকাল সাড়ে ৯টার দিকে মারা যান তিনি। এর আগে রাত ২টা আইসিইউতে মারা যান হান্নান। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। অগ্নিকাণ্ডে কারখানাটির চারজন নিরাপত্তা কর্মী দগ্ধ হন। তাদের মধ্যে সাইফুল ইসলাম (৩২) নামে একজন এখনও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তার শরীরের ৩৪ শতাংশ দগ্ধ হয়েছে।’
আরও পড়ুন: ঢাকার বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ টাওয়ারের আগুন সম্পূর্ণ নেভানো হয়েছে
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘গত ১ মে সকালে এ কারখানাটির উৎপাদন বন্ধ থাকা অবস্থায় গ্যাসের অতিরিক্ত চাপে মিটার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারজন নিরাপত্তা প্রহরী দগ্ধ হন।
‘বিস্ফোরণের পর ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানার লোকজনের সহায়তায় স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন বলেও জানান তিনি। তবে এই ঘটনায় কোনো মামলা হয়নি।’
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে কোনো পক্ষ চাইলে এই ঘটনায় মামলা করতে পারেন।’
২১৪ দিন আগে
পাটমন্ত্রীর অর্থায়নে রূপগঞ্জে নির্মাণ হচ্ছে করোনা পরীক্ষার ল্যাব
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নিজস্ব অর্থায়নে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন বেস্টওয়ে সিটিতে নির্মিত হচ্ছে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব ও আইসোলেশন সেন্টার।
২০৫৮ দিন আগে