মতলব
মতলবে মামাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ভাগ্নের বিরুদ্ধে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছুরিকাঘাতে মামাকে খুন করার অভিযোগ উঠেছে ভাগ্নের বিরুদ্ধে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ চরমাছুয়া গ্রামে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঢাকার মোহাম্মদপুরে ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত
নিহত মামা মানিক একই গ্রামের পূর্বপাড়ার আরশাদ আলীর ছেলে। এদিকে স্থানীয়রা তাৎক্ষণিক ভাগ্নে আরিফকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে ভাগ্নে আরিফ ছুরি দিয়ে মামা মানিকের বুকে আঘাত করেন। এরপর মানিক মাটিতে লুটিয়ে পড়ে যান।
এ সময় মানিককে উদ্ধার করে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ইউএনবিকে বলেন, রাতে থানায় নিহতের স্ত্রী কামরুন্নাহার সাথী বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় ঘাতক আরিফকে পুলিশ আটক করেছেন। থানায় মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: সিলেটে ছুরিকাঘাতে বাসচালকের সহকারী খুন
লক্ষ্মীপুরে স্ত্রী-শ্বশুরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ যুবকের বিরুদ্ধে
১ বছর আগে
মতলব উত্তরে বজ্রপাতে কৃষক নিহত
মৌসুমের প্রথম বৃষ্টিপাতে মতলব উত্তরে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার বিকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মুক্তিপল্লী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক রেহান উদ্দীন (২৩) উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মুক্তিপল্লী গ্রামের জোহর উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: বাঘাইছড়িতে বজ্রপাতে কৃষক নিহত
স্থানীয়রা জানান, দুপুরে ফসলের মাঠে কৃষক রেহান উদ্দীন কাজ করছিলো। বৃষ্টির সময় হঠাৎ বজ্রাপাতে রেহান উদ্দীন ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা রেহানকে অজ্ঞান অবস্থায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডিউটি ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মুক্তিপল্লী গ্রামের ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেহানের বিধবা স্ত্রী ও ছোট একটি বাচ্চা রয়েছে।
এছাড়া তাদের সাহায্য-সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসন চেষ্টা করছেন।
আরও পড়ুন: রাজশাহীতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে তিন জেলায় নারীসহ নিহত ৩
১ বছর আগে
মতলবে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা!
চাঁদপুরের মতলবে পারিবারিক কলহের জেরে পোকা মারার ট্যাবলেট খেয়ে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের পর মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।
নিহত মনিরা বেগম (২২) মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের গজরা গ্রামের আব্দুল মান্নান ঢালীর মেয়ে।
নিহতের স্বজনরা জানান, প্রায় চার বছর আগে উপজেলার আইঠাদি মাথাভাঙ্গা গ্রামের রাসেল হোসেনের সঙ্গে তার বিয়ে হয়।
পারিবারিক বিষয় নিয়ে বুধবার সকালে রাসেলের সঙ্গে অভিমান করে পোকা মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন মনিরা। পরে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে গৃহবধূর আত্মহত্যা!
মনিরার বাবা আব্দুল মান্নান ঢালী বলেন, মনিরাকে বিয়ের সময় এক ভরি স্বর্ণ দেয়ার কথা ছিল। আমি এখনও দিতে পারিনি। স্বর্ণের জন্য শ্বশুর বাড়ি থেকে চাপ দেয় এবং জামাই বিভিন্ন সময় আমার মেয়েকে মারধর করতো। এ নিয়ে কলহ হতো। মনিরার এক বছরের একটি ছেলে সন্তানও রয়েছে।
মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আউয়াল বলেন, পারিবারিক কলহের জেরে মনিরা বেগম পোকা মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
১ বছর আগে
মতলবে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ ব্যাংক কর্মকর্তা নিহত
চাঁদপুরের মতলবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণ ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে।
বুধবার সকালে মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে ঘটনাটি ঘটে।
নিহত মো. হাসান রাজিব (২২) মুরাদ মিয়া প্লাজায় অবস্থিত আইএফআইসি ব্যাংকের উপ-শাখায় অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
ওই দিন অফিসে এসে রাজিব মুরাদ প্লাজার ছাদে গেলে বিদ্যুতের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনে জড়িয়ে গুরুতর আহত হন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজিব হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্ৰাম ইউনিয়নের মালাপাড়া গ্রামের আ. সোবহানের ছেলে।
আরও পড়ুন: রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
আইএফআইসি ব্যাংকের সুজাতপুর বাজার উপশাখার ট্রানজেকশন সার্ভিস অফিসার মো. শাকিল জানান, প্রতিদিনের মতো হাসান রাজিব অফিসে আসেন। সাড়ে ১০টার দিকে ব্যক্তিগত কাজে ছাদে যায়। ওখানে হঠাৎ বিদ্যুতের তারে লেগে তিনি গুরুতর আহত হন। লোকজন দেখে চিৎকার দেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন ও উপ-পরিদর্শক খোকন চন্দ্র দাস। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে বিকালে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: রায়পুরে বিদ্যুৎস্পৃষ্টে রংমিস্ত্রির মৃত্যু
১ বছর আগে
মতলবে ভুট্টাখেত থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
চাঁদপুরের মতলবে ভুট্টাখেত থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার উত্তরের সাদুল্ল্যাপুর ইউনিয়নের আমিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, নিহতের বয়স ৬০ বছর হতে পারে।
উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দীন জানান,শুক্রবার দুপুর একটার দিকে গ্রামের ছেলেরা খেলার সময় হঠাৎ লাশটি দেখতে পায়। তাদের চিৎকারে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়।
তিনি আরও বলেন, পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
১ বছর আগে
চাঁদপুরে ট্রাকচাপায় শিশু নিহত
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে তাসফিয়া আক্তার নামে পাঁচ বছরের একটি শিশু নিহত হয়েছে।
সোমবার বেলা দেড়টায় উপজেলার ধনারপাড় জোড়পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
ওই ঘটনায় আহত হয়েছে রুনিয়া আক্তার (৭) নামের আরেক শিশু। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ট্রাকসহ এর চালককে আটক করেছে।
আরও পড়ুন: ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
নিহত তাসফিয়া ধনারপাড় এলাকার অটোরিকশাচালক মো. ইব্রাহিমের মেয়ে। আহত রুনিয়া ওই এলাকার রাকিবুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুর দেড়টায় ধনারপাড় এলাকার প্রধানীয়া বাড়ির ওই দুই শিশু তাদের বাড়ির পাশে একটি দোকানে যাওয়ার জন্য বের হয়। সেখানকার সড়কের ওপর দিয়ে হাঁটার সময় আচমকা পেছন দিক থেকে একটি মালবাহী ট্রাক তাদের দুজনকেই চাপা দেয়।
এতে তাসফিয়ার মাথা, বুক, পিঠ, পা ও মুখমণ্ডল রক্তাক্ত জখম হয়। পরে ঘটনাস্থলেই মারা যায় সে।
অপর শিশু রুনিয়া আক্তারের শরীরের বেশ কিছু অংশও জখম হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ওই ট্রাকসহ এর চালককে আটক করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় ভ্যান চালক নিহত
ময়মনসিংহে ট্রাক চাপায় ২ জন নিহত
১ বছর আগে
মতলবে আগুনে পুড়ল ৪ দোকান, আহত ৬
চাঁদপুরের মতলবে আগুনে পুড়েছে চারটি দোকান। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ছয়জন।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উত্তর উপজেলার নতুনবাজারে (ইসলামিয়া মাকের্টে) এ ঘটনা ঘটে।
এ সময় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আট থেকে ৯ লাখ টাকা হবে বলে প্রাথমিক হিসেবে জানা যায়।
জানা গেছে, আগুনে তেলের দোকান,আসবাবপত্রের দোকান, ভলকানাইজিং ও টায়ারের দোকান ও মুদী দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
আরও পড়ুন: মোংলা ইপিজেডে ভিআইপি কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
খবর পেয়ে মতলব উত্তর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জাকির হোসেন তার ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান রাত আড়াইটায়।
তিনি ইউএনবিকে জানান, এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সবার ধারণা যে বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকেই আগুনের সূত্রপাত।
তিনি আরও জানান, দোকানগুলো লাগালাগি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে সব মালামাল আগুনে পুড়ে গেছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: ময়মনসিংহে আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
ঢাকায় শুটিং স্পটে আগুনে পুড়ে আহত অভিনেত্রী শারমিন
১ বছর আগে
মতলবে জমির সীমানা নিয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৩
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ৭টায় উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের ফৈলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত শুক্কুর আলী (৬৫) উপজেলার ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের উত্তর ফৈলাকান্দি গ্রামের মৃত নছর আলী খানের ছেলে।
এ ঘটনায় নিহত শুকুর আলীর ছেলে মহিউদ্দিন নামে আরও একজন আহত হয়েছেন।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র জব্দ, গ্রেপ্তার ২
গ্রেপ্তারেরা হলেন-ফৈলাকান্দি গ্রামের মনোয়ার খান এবং মনোহর আলী খানের দুই ছেলে আল আমিন ও আহাম্মদ খান।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে নিহত শুকুর আলী ও বিরোধী মনোয়ার খান, আলামিন, আহাম্মদ গংদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এদিন সকালে তাদের জমির একটি সীমানা তুলে ফেলার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় শুকুর আলী ও অপরপক্ষের আলামিন আহত হন। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শুকুর আলীকে মৃত ঘোষণা করেন। এছাড়া আলামিন বর্তমানে পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মোহাম্মদ ছানোয়ার হোসেন ইউএনবিকে জানান, জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের ফৈলাকান্দি গ্রামের একই বাড়ির নিহত শুকুর আলী ও একই প্রতিপক্ষ মনোয়ার খান, আল-আমিন, আহাম্মদ গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকাল ৭টার সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে শুক্কুর আলী নামে এক বৃদ্ধ আহত হন। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শুকুর আলীকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, এ ঘটনায় মনোয়ার খান, আল আমিন ও আহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ বিষযয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশের ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
না.গঞ্জে পাওয়ার প্লান্টের চীনা কর্মীদের আবাসস্থলে হামলা ও ডাকাতি, গ্রেপ্তার ৫
১ বছর আগে
লেগুনা থেকে ছিটকে পড়ে ছাত্রীর মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তরে লেগুনা থেকে ছিটকে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার লালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তা আক্তার (১৬) স্থনীয় শরীফ উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী।
এদিকে দুর্ঘটনার পর ওই লেগুনার চালককে গ্রেপ্তারের দাবিতে লালপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে মুক্তার সহপাঠীরা।
আরও পড়ুন: ঢাবি এলাকায় ধাক্কা দিয়ে প্রাইভেটকার টেনে নিয়ে গেল নীলক্ষেতে, হাসপাতালে নারীর মৃত্যু
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মুক্তা যাত্রীবাহী একটি লেগুনায় চড়ে পাশের গ্রামের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাচ্ছিল।
লালপুর বেড়ি বাঁধে পৌঁছালে লেগুনা থেকে নামতে গেলে ড্রাইভার গাড়ী টান দিলে হঠাৎ ছিটকে পড়ে সে মাথা ও বুকে গুরুতর আঘাত পায়।
তৎক্ষণাৎ স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, ঘটনাটি জানার পর তিনি ও থানা-পুলিশের একাধিক সদস্য ঘটনাস্থল পরিদার্শনে যান।
এছাড়া লেগুনাটি জব্দ করা হয়েছে, তবে দুর্ঘটনার পর লেগুনার চালক পালিয়ে গেছেন। চালককে আটকের চেষ্টা চলছে।
এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, মুক্তার মৃত্যুতে শরীফ উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা চালককে দায়ী করে বিচারের দাবিতে বিক্ষোভে করছে। ঘণ্টাব্যাপী তাদের বিক্ষোভ ও সড়ক অবরোধ চলে। পরে পুলিশ আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ প্রসংগে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ইউএনবি কে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসি। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। চালককে আটক করতে অভিযান চলছে।
নিহতের আত্মীয় স্বজনরা তার লাশ ময়না তদন্ত ছাড়াই বাড়িতে নিয়ে যেতে চায়।
আরও পড়ুন: তুচ্ছ ঘটনায় ছুরিকাহত শজিমেক ছাত্রের মৃত্যু, বাবা-ছেলে গ্রেপ্তার
মৌলভীবাজারে মিনিবাসচাপায় মায়ের মৃত্যু, মেয়ে গুরুতর আহত
২ বছর আগে
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের বেড়িবাধ সড়কে শনিবার মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- শান্ত মিয়াজী (২৫) ওই ইউনিয়নের খাগুরিয়া গ্রামের আবদুর রশিদ মিয়াজীর ছেলে, রাশেদ (২৪) একই গ্রামের সেলিম বকাউলের ছেলে ও সেলিম মিয়া (৩০) চান্দ্রাকান্দি গ্রামের আবিদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, শান্ত, রাশেদ ও আরেক যুবক তানভীর মোটরসাইকেলে বেলতলী থেকে খাগুরিয়ার দিকে যাচ্ছিল, এমন সময় বিপরীত দিক থেকে একটি ট্রলি যাচ্ছিল।
আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, আহত ১
হৃদয় হোসেন নামের এক স্থানীয় বলেন, ‘হাপানিয়া ভূঁইয়া বাড়ির সামনে বেড়িবাধ সড়কে সংঘর্ষে মোটরসাইকেলেকে থাকা তিনজন ও ট্রলির হেলপার গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই রাশেদ মারা যায় এবং শান্ত ও সেলিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান যে পরিবারের লোকজন জোর করায় রাশেদের লাশ হাসপাতালে আনতে পারেনি পুলিশ।
তিনি বলেন, ‘শান্ত ও সেলিমের মরদেহ বর্তমানে মর্গে রয়েছে। তানভীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রলির চালক পালিয়ে গেছে। দুই যানবাহনই সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ২
খুলনায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
২ বছর আগে