কাভার্ডভ্যান
দিনাজপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২
দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টায় উপজেলার গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে।
নিহতরা হলেন- রংপুরের পীরগঞ্জের কুমারপুর চত্বরা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মাছ ব্যবসায়ী আব্দুল গোফফার (৬৮) এবং দিনাজপুরের বিরামপুরের কোচগ্রামের ওমর আলীর ছেলে ভ্যানচালক আনোয়ার হোসেন (৫০)।
আটক কাভার্ডভ্যান চালক সিদ্দিক শহরের রামনগর মহল্লার শেখ ওসমান আলীর ছেলে।
আরও পড়ুন: নরসিংদীতে রাস্তা পারাপারের সময় বাসচাপায় শিশু নিহত
ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির জানান, সোমবার সকাল ৭টার দিকে গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজারের মাছ হাটিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে ধাক্কা দেয় ঢাকা থেকে দিনাজপুরমুখী একটি কাভার্ডভ্যান। মাছ ব্যবসায়ী আব্দুল গোফফার দুর্ঘটনাস্থলেই নিহত হন। রিকশাভ্যান চালক আনোয়ার হোসেন আহত হন। তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে পাঠানোর পর তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় আহত অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক সিদ্দিককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
আরও পড়ুন: খুলনায় ট্রাকচাপায় নারী পুলিশ সদস্য নিহত
২ মাস আগে
চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় বিএনপি নেতার মৃত্যু
চট্টগ্রাম মীরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় কাভার্ডভ্যান চাপায় কামরুল আলম (৩৮) নামে বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশাচালকসহ নিহত ২
কামরুল উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের বিএনপির আহ্বায়ক এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কাজীর তালুক গ্রামের খোরশেদ আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোল মোগরা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা এশিয়া পরিবহনের একটি বাস সামনে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় কার্ভাডভ্যান ও বাস মহাসড়কের পাশের জমিতে উল্টে পড়ে যায়। এসময় কাভার্ডভ্যানের চাপায় সামনে থাকা বিএনপি নেতা কামরুল মারা যান।
কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর চালকরা পালিয়ে গেছে। লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। বাসের যাত্রীরা তেমন আহত হয়নি।’
আরও পড়ুন: বগুড়ায় বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত
চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
৫ মাস আগে
চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান উল্টে খাদে পড়ে চালক মো. মেহেদী হাসান নিহত হয়েছেন।
বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মেহেদী হাসান (৩০) নড়াইল জেলার লোহাগড়া থানার শুলটিয়া গ্রামের পশ্চিম পাড়ার মো. ইলিয়াছ শেখের ছেলে।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মেহেদী হাসান সুজন জানান, বুধবার সকালে ঢাকামুখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে কাভার্ডভ্যানটি ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে চালক মেহেদী হাসান নিহত হন।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মিয়াবাজার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয় বলে জানান তিনি।
মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
৫ মাস আগে
শেরপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
শেরপুরের নকলায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে রাশেদুল হাসান রাসেল নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার (৫ জুন) সকাল ৮টার দিকে উপজেলার গৌড়দ্বার বাজারের কাছে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদুল হাসান রাসেল (৩৫) সদর উপজেলার কুঠুরাকান্দা এলাকার ছাইদুল হকের ছেলে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া জানান, ময়মনসিংহের দিক থেকে মোটরসাইকেলে করে রাশেদুল বাসায় ফিরছিলেন। এসময় গৌরদ্বার বাজারের কাছে এলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাণ হারান রাসেল।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মোটরসাইকেল কিনে ফেরার পথে যুবকের মৃত্যু
৬ মাস আগে
কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত, চালক আহত
বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে অন্য একটি ট্রাকের ধাক্কায় রইচ কাজী নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
এসময় আহত হয়েছেন আজিজ খান নামে ট্রাকের চালকও।
আরও পড়ুন: খুলনায় সাইকেল থেকে পড়ে বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু
রবিবার (১২ মে) খুলনা-ঢাকা বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাকডাংগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রইচ কাজী রাজবাড়ী সদর উপজেলার বড় ভবানীপুর গ্রামের মালাম কাজীর ছেলে। সে ওই ট্রাকচালকের সহকারী বলে পুলিশ জানায়।
আহত ট্রাকচালক আজিজ খান রাজবাড়ীর মহারাজপুর গ্রামের আরশাদ আলী খানের ছেলে।
বাগেরহাটের মোল্লাহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, ঢাকাগামী গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক কাকডাংগা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা মারে। এতে ট্রাকের সহকারী ঘটনাস্থলেই নিহত হন। আহত ট্রাকচালককে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত হেলপারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: নাটোরে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত
গাজীপুরে হাসপাতালের লিফটে আটকে রোগীর মৃত্যু
৭ মাস আগে
গাজীপুরে কাভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কায় নিহত ১, আহত ৪
গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সাইমুন ইসলাম নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে কোনাবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত
নিহত সাইমুন ইসলাম নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানার কানুহাড়ী গ্রামের শামসুল আলমের ছেলে। এদিকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানায়, শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে গাজীপুর সিটির কোনাবাড়ী এলাকায় কাভার্ডভ্যানে সিএনজি অটোরিকশার ধাক্কায় এটি দুমড়েমুচড়ে যায়।
এ সময় সিএনজিতে থাকা ওই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। চালকসহ ৪ যাত্রী গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সাজেকের সড়ক দুর্ঘটনা: নিহতদের ৫ লাখ; আহতদের ২ লাখ ক্ষতিপূরণ
সাজেকে সড়ক দুর্ঘটনা: মৃত্যু বেড়ে ৯
৭ মাস আগে
দিনাজপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আপর মোটরসাইকেল আরোহী।
রবিবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ওই হতাহতের ঘটনা ঘটেছে। কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজশিক্ষার্থী নিহত
নিহত মোটরসাইকেল চালক জাকির হোসেন বিরামপুরের দক্ষিন সাবাজপুরের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, ফুলবাড়ীর উত্তর সুজাপুরের শিবনগরে প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত এবং এক আরোহী আহত হয়েছেন।
তিনি আরও জানান, আহত রনিকে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ২
বীরগঞ্জে ট্রাকচাপায় কৃষি শ্রমিক নিহত
৯ মাস আগে
কক্সবাজারে কাভার্ডভ্যান ও বাসের সংঘর্ষে নিহত ২
কক্সবাজারের চকরিয়ায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৮ ফ্রেবুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার হারবাংয়ে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন: দিনাজপুরের চিরিরবন্দরে ভ্যানে বিআরটিসি বাসের ধাক্কায় নিহত ৪
তিনি বলেন, ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আহত হন আরও চারজন। আহতদের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে নিহত ও আহতদের পরিচয় মিলেনি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: সিলেটের গোয়াইনঘাটে ট্রাক্টর উল্টে নিহত ২
১০ মাস আগে
সিরাজগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার (৪ ডিসেম্বর) রাতে বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ফেনীতে ৪৮ ঘণ্টার অবরোধে ২টি অটোরিকশায় আগুন
গ্রেপ্তার আসামিরা হলেন- উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন বিএনপির সদস্য ফরমান আলী (৩৮), একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোকদম দপ্তরী (৪৫) এবং দুর্গানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুর মোহাম্মদ (২৫)।
উল্লাপাড়া মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় রাস্তার পাশ থেকে কয়েকজন দুর্বৃত্ত এসে হঠাৎ কুরিয়ার সার্ভিসের চলন্ত কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরে কাভার্ডভ্যানটির সামনের অংশ ও ভেতরে থাকা কিছু মালামাল পুড়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় করতোয়া কুরিয়ার সার্ভিসের প্রতিনিধি শাহ আলম বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে মধ্যরাতে বাসে আগুন
সিরাজগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে দুর্বৃত্তদের আগুন
১ বছর আগে
সিরাজগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে দুর্বৃত্তদের আগুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলা পৌর শহরের নবগ্রাম এলাকায় এই ঘটনা ঘটেছে।
উল্লাপাড়া মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পাবনা থেকে করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান রবিবার রাত ১০টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার নবগ্রাম নামক স্থানে পৌঁছালে কাভার্ডভ্যানটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর আগেই কাভার্ডভ্যানটির কেবিন ও ভেতরের কিছু মালামাল পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ওসি আরও বলেন, কাভার্ডভ্যানটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: ফেনীতে ৪৮ ঘণ্টার অবরোধে ২টি অটোরিকশায় আগুন
চট্টগ্রামে ২টি বাসে আগুন, হেলপার আহত
নাটোরে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন
১ বছর আগে