নড়াইলে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নড়াইলে মাশরাফীসহ ৩ প্রার্থীকে জরিমানা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের (পৌরসভার মধ্যে ওয়ালে পোস্টার লাগানো) অভিযোগে নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া উপজেলা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজাসহ তিন প্রার্থীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ ডিসেম্বর) শহরের হামিদ মেনশন এলাকা থেকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. অনিসুর রহমান এ জরিমানা করেন।
জরিমানায় মাশরাফী বিন মোর্ত্তজাকে (নৌকা) ১৫ হাজার টাকা, জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীকের খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজকে (লাঙ্গল) ১৫ হাজার টাকা, গণফ্রন্টের মো. লতিফুর রহমানকে (মাছ) তিন হাজার এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহবুবুর রহমানকে (মিনার) দুই হাজার টাকা জরিমানা করা হয়।
নড়াইলে এবারের নির্বাচনে প্রথমবারের মতো আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি দিল নির্বাচন কমিশন (ইসি)।
ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, আচরণবিধি অনুযায়ী নির্বাচনী পোস্টার রশি দিয়ে ঝুলানোর কথা। কিন্তু তাদের পোস্টার দেয়ালে ও বৈদ্যুতিক খুঁটিতে লাগিয়েছেন। এজন্য নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিনিধিসহ অন্য তিন প্রার্থীর প্রতিনিধিকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়।
আরও পড়ুন: নড়াইলে মাশরাফীর পক্ষ থেকে ছাত্রলীগের ইফতারি বিতরণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে মোট ছয়জন সংসদ সদস্য পদে নির্বাচন করছেন।
তারা হলেন- বর্তমান সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা (নৌকা), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান (হাতুড়ী), জাতীয় পার্টির (জাপা) প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), এনপিপির মো. মনিরুল ইসলাম (আম), গণফ্রন্টের মো. লতিফুর রহমান (মাছ) ও ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান (মিনার)।
প্রার্থীদের জরিমানার বিষয়টি নড়াইল জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী স্বীকার করেছেন।
আরও পড়ুন: জাতীয় নির্বাচন: হবিগঞ্জের ডিসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির
৪ জানুয়ারি নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে ইসি
১১ মাস আগে
স্ত্রীর স্বীকৃতি না পেয়ে আত্মহত্যা!
নড়াইলের কালিয়ায় স্ত্রীর স্বীকৃতি না পেয়ে বিয়ের তিন মাস পর এক নববধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এই ঘটনার পর থেকে নিহতের কথিত স্বামী মনির খাঁন পলাতক রয়েছেন
নিহত জেসমিন খানম (২৫) উপজেলার নড়াগাতি থানার মাউলী ইউনিয়নের মহাজন উত্তরপাড়া গ্রামের মৃত বজলুর রহমান মোল্যার মেয়ে।
আরও পড়ুন: জমিতে পানি না পেয়ে বিষপানে সাঁওতাল কৃষকের আত্মহত্যা!
নিহতের পরিবারের বরাতে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, তিন মাস আগে প্রেমের সম্পর্কের জেরে একই গ্রামের রিয়াজ খাঁনের ছেলে মনির খাঁনের সঙ্গে জেসমিনের বিয়ে হয়। কিন্তু বিয়ের দুইদিন পর থেকে মনির জেসমিনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় এবং ঘরে তুলতেও অস্বীকৃতি জানায়। তার পরিবারকে বিষয়টি জানালে তারাও এ বিয়ে মেনে নেয়নি। এই অপমানে সইতে না পেরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেসমিন নিজ বাড়িতে বিষপান করে। পরিবারের লোকজন তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মাগুরায় বিষপানে নারীর ‘আত্মহত্যা’
ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের বড় বোন সালমা বেগমের অভিযোগ, ভালোবেসে বিয়ে করে আমার বোন স্ত্রীর স্বীকৃতি না পেয়ে আত্মহত্যা করেছে। এটি আত্মহত্যা নয় হত্যা।
২ বছর আগে
নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নড়াইলে স্ত্রী নারগিস বেগমকে যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
৩ বছর আগে
নড়াইলে মাশরাফির উদ্যোগে ১০০০ কর্মচারীর মাঝে ত্রাণ বিতরণ
করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের কর্মহীন কর্মচারীদের মাঝে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে ‘নগদ’র পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
৪ বছর আগে
করোনা ঝুঁকির মধ্যে নড়াইলে দুপক্ষের সংঘর্ষে আহত ১২
করোনাভাইরাসের ঝুঁকির মধ্যেও নড়াইলের লোহাগড়া উপজেলায় রবিবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২জন আহত হয়েছেন।
৪ বছর আগে