বাড়ি
ফরিদপুরে বাড়িতে নকল মদ তৈরির সময় গ্রেপ্তার ৩
ফরিদপুরে একটি বাড়িতে নকল মদ তৈরির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সেখান থেকে মদ তৈরি কাজে ব্যবহৃত রেক্টিফাইড স্পিরিট, পানি, রং ও এসেন্সসহ উপকরণ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন- রঘুনন্দনপুর পট্টাদারকান্দির আবুল হোসেন আবুল (৫০), মাহমুদপুর পূর্ব মল্লিক ডাঙ্গী এলাকার হাফিজুল ইসলাম পাঁচু (৪৬) ও সদর উপজেলার সদরদী এলাকার আতিয়ার সেক (৩৬)।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে অগ্নেয়াস্ত্র গুলি ও মদ উদ্ধার
গ্রেপ্তারদের মধ্যে আবুল এ চক্রের মূলহোতা এবং পাঁচু ও আতিয়ার সহযোগী হিসেবে কাজ করেন বলে দাবি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের।
শনিবার (৫ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদপুর সদরের মুন্সীবাজার বাইপাস এলাকা থেকে ভেজাল মদ তৈরি চক্রের মূলহোতা আবুল ও তার সহযোগী পাচুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ বোতল মদ জব্দ করা হয়। অতঃপর আবুলের দেওয়া তথ্য মতে, ওই রাতে অভিযান চালানো হয় জেলা সদরের সদরদী গ্রামের আতিয়ারের বাড়িতে। সেখান থেকে ৩ লিটার নকল মদ জব্দসহ আতিয়ার সেককে গ্রেপ্তার করা হয়। এসময় মদ তৈরির ৩১ লিটার রেক্টিফাইড স্পিরিট, ১০০টি বিভিন্ন ব্যান্ডের বোতলের সিপি, কাপসহ আনুসাঙ্গিক উপকরণ জব্দসহ আতিয়ারকে গ্রেপ্তার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: কামাল নাসের, নজরুল ইসলাম মজুমদার ও মেসবাহ উদ্দিন গ্রেপ্তার
২ মাস আগে
ফেনীতে বন্যায় বাড়ি ফিরতে পারেনি ৮৩৫০ পরিবার, ক্ষতি ৫৩৩ কোটি টাকার
ভয়াবহ বন্যায় ফেনীতে ৭০ হাজার ৪১৫টি আধা পাকা ও কাঁচা ঘর, আসবাবপত্র ও বৈদ্যুতিক সামগ্রী পানিতে তলিয়ে গেছে। এতে বানভাসি মানুষের আনুমানিক ৫৩৩ কোটি ৫৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর, ফেনীর থেকে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়েছে, বন্যায় ৭ হাজার ৩৫০টি পরিবার এখন অন্যের ঘরে (আত্মীয় বা প্রতিবেশীর) আশ্রয় নিয়েছে, প্রায় এক হাজার পরিবার এখনো আশ্রয়কেন্দ্রে রয়েছে। কেউ কেউ খোলা আকাশের নিচে মাথার উপরে প্লাস্টিকের ত্রিপল দিয়ে বসবাস করছে। আংশিক ক্ষতি হয়েছে ৫৬ হাজার ৬৫টি ঘরের।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তথ্য অনুযায়ী, ফেনী সদর উপজেলায় ২৫৫টি আধাপাকা ঘর সম্পূর্ণ বিলীন হয়ে যায়। এতে প্রায় ১০ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি হয়। এছাড়া আধা পাকা ঘর আংশিকভাবে ক্ষতি হয় ফেনী সদরে ৬৮২টি, ফুলগাজীতে ৩৫টি, দাগনভূঞায় ৮২০টি, ছাগলনাইয়া ১ হাজার ৫০টি, সোনাগাজীতে ৪৫টি। এসবের ক্ষতির পরিমাণ ৫৪ কোটি ৭২ লাখ টাকা। কাঁচাঘরের ক্ষেত্রে সম্পূর্ণভাবে ক্ষতি হয়েছে ৮ হাজার ৯৫টি যার মধ্যে ফুলগাজী উপজেলায় ২০০টি, দাগনভূঞা ৯৬০টি, ছাগলনাইয়ায় ৫ হাজার ৭০টি, পরশুরামে ৫৬৯টি, ফেনী সদরে ৬৯৬টি, সোনাগাজীতে ৬০০টি। এতে ক্ষতি হয়েছে ৪ কোটি ৮০ লাখ টাকার।
আরও পড়ুন: বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণের পর দাতা সংস্থাগুলো পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দিয়েছে: ত্রাণ উপদেষ্টা
ফেনীতে আংশিকভাবে কাঁচাঘরের ক্ষতি হয়েছে ৫৩ হাজার ৪৩৩টি ঘর। যার মধ্যে ফুলগাজীতে ১ হাজার ৪৬৫টি, দাগনভূঞায় ১ হাজার ৯৮০টি, ছাগলনাইয়ায় ২ হাজার ২৭০টি, পরশুরামের ২ হাজার ৮২৫টি, ফেনী সদর উপজেলায় ৩ হাজার ৫৩৮টি ও সোনাগাজীতে ৪১ হাজার ৩৫৫টি। এতে ক্ষতির পরিমাণ ৩২৬ কোটি ৪৭ লাখ টাকা।
ছাগলনাইয়া উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের তথ্যমতে, সর্বশেষ জরিপ অনুযায়ী উপজেলার মোট ঘরের সংখ্যা ৪৯ হাজার ৫৭৮টি। পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, বন্যায় পানির প্রবল স্রোতে ঘরের পাকা দালানের পেছনের অংশ ধ্বসে পড়েছে। মেরামতে খরচ করতে হবে অন্তত ৬ লাখ টাকা।
মির্জানগর ইউনিয়নের উত্তর মির্জানগর গ্রামের রাকিব হোসেন বলেন, ২০ আগস্ট রাতে হঠাৎ ঘরে পানি ঢুকতে শুরু করে। এক বুক পানিতে ঘর ছেড়ে প্রতিবেশীর বাড়ির ছাদে আশ্রয় নিয়েছিলাম। পানিতে ডুবে ঘরে থাকা মোটর, ফ্রিজ ও আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
২০২২ সালের জনশুমারি তথ্য অনুযায়ী, পরশুরাম উপজেলায় ঘরের সংখ্যা ২৫ হাজার ৯৩৭টি। এ উপজেলায় ২৮ হাজারেরও বেশি পরিবারের মধ্যে প্রায় ৯০ শতাংশ ঘর বন্যার পানিতে ডুবে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে আনুমানিক ২৪ হাজার ৭৮৭ পরিবার।
দাগনভূঞা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হোসেন জানান, দাগনভূঞার কয়েকটি ইউনিয়নে এখনো পানি না নামায় প্রায় এক হাজার পরিবার এখনো আশ্রয়কেন্দ্রে রয়েছে।
ফুলগাজী উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের তথ্যমতে, ২০২২ সালের জনশুমারিতে ফুলগাজীতে মোট পরিবারের সংখ্যা ২৮ হাজার ৪৭৫টি। এসব পরিবারের মধ্যে ফুলগাজী সদর ইউনিয়নে ৭ হাজার ৮৩৪টি, মুন্সীরহাট ইউনিয়নে ৫ হাজার ১৬টি, দরবারপুর ইউনিয়নে ৩ হাজার ৮৩৮টি, আনন্দপুর ইউনিয়নে ৩ হাজার ১৩৬টি, আমজাদহাট ইউনিয়নে ৫ হাজার ৫৮৫টি এবং জিএমহাট ইউনিয়নে ২ হাজার ৯৩৬টি পরিবার রয়েছে। যাদের সবাই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ব্যাপারে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা পেতে আবেদন করতে বলা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে চাহিদা দেওয়া হয়েছে। নির্দেশনা পেলে কাজ শুরু করবেন। এবারে বন্যায় ফেনীতে ১০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকারের নির্দেশনা পেলে কাজ শুরু করবেন।
আরও পড়ুন: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১, ক্ষতিগ্রস্ত অর্ধকোটি মানুষ
কুমিল্লায় কমছে বন্যার পানি, বিধ্বস্ত বাড়িঘরে ফিরছে মানুষ
৩ মাস আগে
প্রতিবেশীর বাড়িতে ছাগল যাওয়ায় দম্পতিকে কুপিয়ে জখম
মেহেরপুরে প্রতিবেশীর বাড়িতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে এক দম্পতিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।
মুজিবনগর উপজেলার ভবানিপুর গ্রামে মঙ্গলবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে কুপিয়ে জখম
আহতরা হলেন- মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের ইউনুস আলী (৫০) ও তার স্ত্রী নুরজাহান খাতুন (৪৫)।
স্থানীয়রা জানান, নুরজাহানের ছাগল প্রতিবেশী ইকরামুল হকের বাড়িতে গেলে ইকরামুলের ছেলে শাহিনের সঙ্গে নুরজাহানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহিন ধারালো হাসুয়া দিয়ে নুরজাহান ও তার স্বামী ইউনুসকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, ‘আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ও সেনবাহিনীর টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’
আরও পড়ুন: মসজিদে সাঈদীর জন্য দোয়া করায় ইমামকে কুপিয়ে জখম
৪ মাস আগে
সাদিকের বাড়িতে পুড়ে যাওয়া লাশটি ওয়ার্ড কাউন্সিলর লিটুর
বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বাড়িতে উদ্ধার হওয়া পোড়া লাশের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি চারবারের নির্বাচিত কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু।
শুক্রবার (৯ আগস্ট) বিকালে লাশ শনাক্ত করে এ তথ্য নিশ্চিত করেছেন কাউন্সিলর লিটুর স্ত্রী বেগম নাজমা।
আরও পড়ুন: আইনশৃঙ্খলা রক্ষায় খুলনায় ২২০০ আনসার-ভিডিপি মোতায়েন
নঈমুল হোসেন লিটু বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। রাজনীতিতে যুক্ত হওয়ার আগে তিনি শিক্ষকতা পেশায় ছিলেন।
এর আগে, শেখ হাসিনার পদত্যাগের পর বরিশাল নগরীর কালীবাড়ি রোডে সাদিকের বাসভবনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনার পর সেদিন রাতেই বাড়িটির একটি কক্ষ থেকে আগুনে পুড়ে মারা যাওয়া তিন ব্যক্তির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এরপর মর্গ থেকে মঙ্গলবার (৬ আগস্ট) তিনজনের মধ্যে নুর ইসলাম ও মঈন জমাদ্দারকে শনাক্ত করেছিলেন তাদের স্বজনরা।
অন্য লাশটি শনাক্তে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) মর্গে কেউ না আসায় এতদিন তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সর্বশেষ শুক্রবার স্বজনরা মর্গে গিয়ে লাশটি কাউন্সিলর লিটুর বলে শনাক্ত করেন।
আরও পড়ুন: দিনাজপুরে সেনাবাহিনী-বিজিবির সহযোগিতায় কাজে ফিরছে পুলিশ
পুলিশি নির্যাতনের ভয়াবহ বর্ণনা দিলেন জবি সমন্বয়ক
৪ মাস আগে
নাটোরে এমপি শিমুলের পুড়ে যাওয়া বাড়ি থেকে ৪ লাশ উদ্ধার
নাটোর-২ আসনের সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুলের বাড়ি থেকে ৪টি দগ্ধ লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালে স্থানীয়রা শহরের কান্দিভিটায় শিমুলের বাসভবনের ভেতরে গিয়ে লাশগুলো দেখতে পায়।
আরও পড়ুন: জয়পুরহাটে হুইপের বাসা থানাসহ মেয়রের অফিসে হামলায় নিহত ১, আহত ৪০
এসময় অনেককেই বাড়িটির বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যেতে দেখা যায়। পরে খোঁজ পেয়ে স্বজনরা গিয়ে লাশগুলো শনাক্ত করে নিয়ে যায়।
নিহতরা হলেন- নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানের ছেলে আকিব খান, তালতলা এলাকার এইচএসসি পরীক্ষার্থী সিয়াম, বড়গাছা এলাকার শফিকুল ইসলাম মোহন এবং মল্লিকহাটী এলাকার বাসিন্দা ইয়াসিন।
তবে এসময় আইনশৃঙ্খলা বাহিনীর কোন সদস্যকে দেখা যায়নি।
আরও পড়ুন: থানায় হামলার চেষ্টাকালে পুলিশের গুলি, চাঁদপুরে নিহত ১
জনরোষ থেকে বাঁচতে পানিতে ঝাঁপ, প্রাণ গেল আ.লীগ নেতার
৪ মাস আগে
মাগুরায় বাড়ি ফেরার পথেই স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
মাগুরার শ্রীপুরে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে যাবার কথা বলে পথেই স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে।
রবিবার (১৪ এপ্রিল) শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার পথে এই ঘটনা ঘটে।
নিহত মোছা. মনিকা খাতুন উপজেলার চরচৌগাছি গ্রামের মাজেদ শেখের মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম টিপু বিশ্বাস।
পারিবার সূত্রে জানা যায়, ৩ বছর আগে টিপু বিশ্বাসের সঙ্গে মনিকা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর এক বছর পর তারা পালিয়ে বিয়ে করেন। কিন্তু টিপুর পরিবার এ বিয়ে মেনে নেয়নি। যার কারণে মনিকা তার বাবার বাড়িতেই থাকতো।
২০২৩ সালে টিপুকে উপজেলার ঘাসিয়াড়া গ্রামের নাজমীম নামে আরেক মেয়ের সঙ্গে বিয়ে দেন তার পরিবার। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি বসবাস করছিলেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
গত শনিবার (১৩ এপ্রিল) টিপু তার প্রথম স্ত্রী মনিকার বাবার বাড়িতে যান। পরদিন সকাল ১১টার দিকে টিপু মনিকাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে দু’জনে মোটরসাইকেলে করে বের হন। পথে উপজেলার মালাইনগর গ্রামের মালাইনগর প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে দুলাল কাজীর পুকুরের পাড়ে নিয়ে গিয়ে টিপু মনিকাকে পিটিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনার পর এলাকাবাসী বিকাল সাড়ে ৩টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিকাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে স্বামী টিপু পলাতক রয়েছেন। তাকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন: সরাইলে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
৮ মাস আগে
কুমিল্লায় অবন্তিকার বাড়িতে তদন্ত কমিটি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি কুমিল্লার বাড়িতে গিয়ে তার মা তাহমিনা শবনমের সঙ্গে কথা বলে।
শুক্রবার (২১ মার্চ) সকালে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. জাকির হোসেনের নেতৃত্বে দলটি নগরির বাগিচাগাঁওয়ের অরনিকা পার্কের বাসার দ্বিতীয় তলায় ঘটনাস্থলে যায়।
আরও পড়ুন: অবন্তিকার আত্মহত্যা: রিমান্ডে জবি’র সহকারী প্রক্টর ও সহপাঠী
ঘটনাস্থলে দীর্ঘ আড়াই ঘণ্টা ধরে অবন্তিকার মায়ের সঙ্গে কথা শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। পরে তারা কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় গিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলেন।
তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, আমরা ঘটনার তদন্ত চালাচ্ছি। অবন্তিকার মায়ের সঙ্গে কথা বলে এ বিষয়ে আরও জানার চেষ্টা করেছি।
অবন্তিকার মা তাহমিনা শবনম বলেন, তদন্ত দল ঢাকা থেকে আমার কাছে এসেছেন। উনারা তথ্য নিয়েছেন। আমি উনাদের সব বলেছি। উনারা আমার কথা শুনেছেন এবং তা লিখেও নিয়েছেন। উনারা বলেছেন ন্যায় বিচার পাব।
উল্লেখ্য, শুক্রবার (১৫ মার্চ) অবন্তিকা সহকারী প্রক্টর দীন ইসলাম ও তার সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করে ফেইসবুকে পোস্ট করে আত্মহত্যা করেন।
এ ঘটনায় অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে দ্বীন ইসলাম ও তার সহপাঠী আম্মানের নাম উল্লেখসহ বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে কোতয়ালি থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন: অবন্তিকার আত্মহত্যা: জামিন পাননি দ্বীন ইসলাম, রিমান্ড শেষে জেলে আম্মান
অবন্তিকার আত্মহত্যা: রিমান্ড শেষে কারাগারে প্রক্টর দ্বীন ইসলাম
৯ মাস আগে
সিরাজদিখানে একই বাড়ি থেকে মাসহ ২ সন্তানের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের সিরাজদীখানে একই বাড়ি থেকে মা সালমা বেগমের ঝুলন্ত লাশসহ তার দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া তিনজন হলেন- সৌদি প্রবাসী অলি মিয়ার স্ত্রী সালমা বেগম, তার মেয়ে সায়মুনা আক্তার ও ছেলে তাওহীদ। প্রায় ৭ বছর আগে সৌদি যাওয়ার সময় ঋণ করেন বিভিন্ন এনজিও থেকে।
আরও পড়ুন: শেবাচিমের কোয়ার্টার থেকে আইএইচটি ছাত্রীর লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, প্রায় ৭ বছর আগে সালমা বেগমের স্বামী অলি মিয়া ঋণ করে সৌদীতে যান। সেই ঋণের টাকা দিনে দিনে বাড়তে থাকে। সেই ঋণের চাপ সইতে না পেরে এই ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শিশু সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় সালমা বেগম প্রথমে বিষ খাইয়ে দুই সন্তানের মৃত্যু নিশ্চিত করে। পরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘর থেকে বিষের বোতল উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ভারত সীমান্তের ভেতরে পড়ে থাকা বাংলাদেশি কিশোরের লাশ হস্তান্তর
সাতক্ষীরার ইছামতি নদী থেকে বিএসএফ সদস্যের লাশ উদ্ধার
৯ মাস আগে
দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথেই প্রাণ গেল মা ও ছেলের
কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার (লাহিনী-সান্দিয়ারা) সড়কের বাঁধবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাইকপাড়া এলাকার সেনাসদস্য রহমত আলীর স্ত্রী মোছা. ছালমা খাতুন ও তার ছেলে স্মরণ।
আরও পড়ুন: বছরের প্রথম মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ৩৫ জনের, আহত ২৯
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, দাওয়াত খেয়ে স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেল যোগে শহর থেকে কুমারখালী উপজেলার পাইকপাড়ায় নিজ বাড়ি ফিরছিলেন সেনা সদস্য রহমত আলী।
তিনি আরও জানান, বাঁধবাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তার স্ত্রী ছালমা খাতুন ও সন্তান স্মরণ।
তিনি জানান, দুর্ঘটনায় গুরুতর আহত সেনা সদস্যকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রহমত আলী নামে এক সেনা সদস্যকে ভর্তি করা হয়েছে।
তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।
আরও পড়ুন: কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল অটোচালকের, আহত ৩
টেকনাফে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই শিশুর
১০ মাস আগে
মেয়ের বাড়িতে এসে ট্রাকচাপায় লাশ হলেন মা
মেয়ের বাড়িতে বেড়াতে এসে সিমেন্টবাহী কার্গো ট্রাকচাপায় প্রাণ হারালেন নাসিমা খাতুন (৪৫) নামের এক মা।
বুধবার সকাল ১০টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাসিমা খাতুন পঞ্চগড় জেলার বোদা থানার রহমতপুর এলাকার সমারু ইসলামের স্ত্রী।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
এঘটনায় আল-আমিন নাহিদ এন্টারপ্রাইজের কার্গোটি জব্দ ও চালক সুমনকে আটক করেছে পুলিশ।
আটক গাড়ি চালক সুমন (২৬) নোয়াখালী জেলার চর জব্বার থানার চরবৈশাখী এলাকার আবুল কাসেমের ছেলে।
নিহতের স্বামী সমারু ইসলাম বলেন, আমি স্ত্রীকে নিয়ে সোমবার সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া বাজার এলাকার আব্দুল হক প্রধানের বাড়ির ভাড়াটিয়া আমার মেয়ে সুমির বাসায় বেড়াতে এসেছিলাম। মেয়ের বাসা থেকে বুধবার সকালে বের হই ঢাকায় বিমান বন্দর এলাকায় আমার এক ছোট ভাইয়ের বাসায় যাওয়ার জন্য।
আরও পড়ুন: মানিকগঞ্জে ট্রাকচাপায় নিহত ৩
সকাল ১০ টার দিকে সাইনবোর্ড এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলাম। এ সময় পিছন থেকে সিমেন্টবাহী কার্গোটি আমার স্ত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। বিকাল ৫টায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ট্রাকচাপায় পথচারী নিহত
১১ মাস আগে