কৃষক নিহত
শেরপুরে বালিচাপায় কৃষক নিহত
শেরপুরের নকলায় নদীর তীর ধসে বালিচাপায় আব্দুল হালিম নামে এক কৃষক নিহত হয়েছেন।বুধবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে মৃগী নদীর তীর থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত হালিম (৪৫) ওই ইউনিয়নের বাছুরআলগা দড়িপাড়া গ্রামের চান মিয়ার ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানান, মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল হালিম মৃগী নদীর পাড়ের নিচ থেকে গর্ত করে বালি সংগ্রহ করার সময় পাড় ধসে আব্দুল হালিমের ওপর পড়ে। বালিচাপা পড়ায় হালিম আর উঠতে পারেননি। সারারাত পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও হালিমের সন্ধান পায়নি। বুধবার সকালে স্থানীয়রা বালিচাপা অবস্থায় হালিমের লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
পরে পুলিশকে বিষয়টি জানানো হলে নকলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে হালিমের লাশটি উদ্ধার করে।
নকলা থানা পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম জানান, মৃগী নদীর পাড় থেকে বালিচাপা অবস্থায় হালিমের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: দিনাজপুরে কোচের ধাক্কায় রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের চালক নিহত, আহত ৪
৬ মাস আগে
সিরাজগঞ্জে ট্রাক্টর-ভ্যান সংঘর্ষে কৃষক নিহত
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সানদা নামক স্থানে ট্রাক্টর ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কৃষক ভ্যানযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে।
শুক্রবার বিকালে ভ্যানযোগে শেরপুর যাওয়ার পথে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে এ ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: বগুড়ায় বজ্রপাতে গরুসহ কৃষক নিহত
নিহত কৃষক মাহা আলম (৩৫) সানদা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মাহা আলম শুক্রবার বিকালে ভ্যানযোগে শেরপুর যাওয়ার পথে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সে ঘটনাস্থলে নিহত ও দুই জন আহত হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। কিন্তু কোনো অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: শেরপুরে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত
হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষক নিহত
১ বছর আগে
শেরপুরে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্য হাতির আক্রমণে শনিবার রাতে এক কৃষক নিহত হয়েছেন।
নিহত রবিজল মিয়া (৬১) টিলাপাড়া গ্রামের সমর শেখের ছেলে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, রাত ৮টার দিকে উপজেলার তাওয়াকুচা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ওসি বলেন, রবিজল গ্রামবাসীদের সঙ্গে হাতির পাল তাড়াতে গেলে বন্য হাতি আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
মনিরুল আলম ভূঁইয়া বলেন, লাশের ময়নাতদন্ত করা হবে কি না তা নির্ভর করবে নিহতের পরিবারের ওপর।
আরও পড়ুন: শেরপুরে লোকালয়ে ফের বন্যহাতির তাণ্ডব
খরায় কেনিয়ায় কয়েকশ’ হাতি ও জেব্রার মৃত্যু
বান্দরবানে বুনো হাতির আক্রমণে নিহত ২, আহত ১
২ বছর আগে
জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে কৃষকের নিহত
বরগুনার বামনায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার রামনা ইউনিয়নের গোলাঘাটা কড়ইতলা গ্রামে জমিজমা সংক্রান্ত সালিশ ব্যবস্থা শেষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে তিনি নিহত হন।
নিহত ওই কৃষকের নাম মো. ইউসুফ চৌকিদার (৫৫), তিনি ওই গ্রামের শের আলী চৌকিদারের ছেলে।
আরও পড়ুন: ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় কৃষক নিহত
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউসুফ চৌকিদার ও প্রতিপক্ষ হানিফ চৌকিদার গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। স্থানীয় গণমান্য ব্যক্তিরা তাদের জমিজমা নিয়ে সালিশ ব্যবস্থায় বসেন। তাদের সালিশ শেষে পুনরায় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও বাক বিতণ্ডা ঘটে। একপর্যায়ে ইউসুফ চৌকিদারকে লক্ষ্য করে রাহাত চৌকিদার তাকে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেয়।
ধারালো দায়ের কোপে তার মাথার খুলি ফেটে মগজ বেড় হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে বামনা হাসপাতালে নিয়ে আসেন। রাত সারে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে বামনা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আলম বলেন, আমরা ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিবারকে থানায় এনে মামলার প্রস্তুতি নিচ্ছি। খলিলুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষক নিহত
বগুড়ায় বজ্রপাতে গরুসহ কৃষক নিহত
২ বছর আগে
জীবননগরে ট্রেনের ধাক্কায় কৃষক নিহত
চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনের ধাক্কায় এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার বাজদিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাজির হোসেন (১৯) বাজদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় কৃষক।
আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে রাজশাহীতে কলেজ ছাত্রের মৃত্যু
প্রত্যক্ষদর্শীর বরাতে জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক জানান, নাজির হোসেন দুপুর সাড়ে ১২টার দিকে কৃষি কাজ শেষে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। এসময় কুবরেগাড়ী নামকস্থানে রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আরও পড়ুন: বগুড়ায় ট্রেনে কাটাপড়ে মা-ছেলে নিহত
ওসি জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
২ বছর আগে
বগুড়ায় বজ্রপাতে ২ কৃষক নিহত
বগুড়ার শাজাহানপুরে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। উপজেলার গোহাইল ইউনিয়নের আগড়া পাঁচ বাড়িয়া গ্রামে শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: পঞ্চগড়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নিহতরা হলেন- আগড়া পাঁচ বাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২৮) ও একই গ্রামের খোকা মিয়ার ছেলে রাকিবুল হোসেন ওরফে রাকিব (২৭)।
প্রত্যক্ষদর্শীর বরাতে শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নান্নু খান জানান, শহিদুল ও রাকিব তাদের বাড়ির কাছে নিজের জমিতে মরিচের চারা রোপণ করছিলেন। এমন সময় বজ্রপাতের ঘটনা ঘটলে জমিতে কাজ করা অবস্থায় তারা মারা যান।
আরও পড়ুন: জয়পুরহাটে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু, আহত ৪
৩ বছর আগে
ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত
ঝিনাইদহ সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের সময় এক কৃষক নিহত হবার ঘটনা ঘটেছে।
শুক্রবার সকালে উপজেলার দোগাছী ইউনিয়নের পুটিয়া গ্রামে এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচ জন।
নিহত মোদাচ্ছের হোসেন মোল্লা (৫৫) ওই গ্রামের মৃত শুকুর হোসেন মোল্লার ছেলে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ৬
নিহতের চাচাতো ভাই সোহাগ হোসেননের বরাতে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের জাফর হোসেন ও মিলন হোসেন সমর্থকদের মাঝে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার মাগরিবের নামাজে একামত দেয়াকে কেন্দ্র করে ওই গ্রামের মসজিদে উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা ও হাতাহাতি হয়।
এরই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোদাচ্ছেরসহ বেশ কয়েকজন আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোদাচ্ছেরকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুন: গৌরনদীতে বিজয় মিছিলে ককটেল হামলায় নিহত ১, আহত ২
ওসি জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
৩ বছর আগে
বাবা-ভাইদের অস্ত্রের আঘাতে রাজশাহীতে কৃষক নিহত
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পালপুর এলাকায় রবিবার রাতে বাবা ও দুই ভাইয়ের ধারাল অস্ত্রের আঘাতে এক কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
৪ বছর আগে