ফিল্ড হাসপাতাল
গাজা উপত্যকায় জর্ডানের ফিল্ড হাসপাতালে ইসরায়েলের হামলার নিন্দা বাংলাদেশের
গাজা উপত্যকায় জর্ডানের ফিল্ড হাসপাতালে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ জানিয়েছে, গাজা উপত্যকায় ঘটা মর্মান্তিক ঘটনার জন্য তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন’ এবং বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার তীব্র নিন্দা। এ হামলায় নিরীহ শিশু ও নারীদের হতাহতের সংখ্যা বেড়েছে।
শনিবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই ধরনের অমানবিক কর্মকাণ্ড প্রত্যাখ্যান করার জন্য এবং ফিলিস্তিনে এই বর্বরোচিত রক্তপাত বন্ধে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালানোর আহ্বান জানাচ্ছে।’
বাংলাদেশ ইসরায়েলি দখলদার বাহিনীর দ্বারা অবরুদ্ধ গাজায় আল-শিফা মেডিকেল হাসপাতাল ও জর্ডানিয়ান ফিল্ড হাসপাতালের মতো বেসামরিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে সাম্প্রতিক হামলার নিন্দা করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হাসপাতাল ও চিকিৎসা কর্মীদের লক্ষ্য করে ইচ্ছাকৃত হামলা, যেকোনো পরিস্থিতিতে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।
এতে বলা হয়েছে, ‘জর্ডানের হাসপাতালে হামলা এবং এর ফলে চিকিৎসাকর্মীদের আহত হওয়ার ঘটনা আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তির প্রতি ইসরায়েলের সম্পূর্ণ উপেক্ষার শামিল।’
আরও পড়ুন: গাজায় 'অবিলম্বে যুদ্ধ বন্ধের' আহ্বান ইইউ'র
গাজার পরিস্থিতি 'মুক্ত পৃথিবীর' নেতাদের সহায়তায় জাতিগত নির্মূলের ক্লাসিক উদাহরণ
গাজায় যুদ্ধ বিরতির প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত
১ বছর আগে
মেট্রোরেলের কর্মীদের জন্য ২টি ফিল্ড হাসপাতালের উদ্বোধন
করোনাভাইরাসের মধ্যে মেট্রোরেলের কাজ এগিয়ে নিতে এবং কাজের সাথে সংশ্লিষ্টদের জন্য দুটি ফিল্ড হাসপাতালের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
৪ বছর আগে
করোনাভাইরাস: চট্টগ্রামে চালু হচ্ছে ফিল্ড হাসপাতাল
বিশ্বব্যাপী মহামারি কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দেশের প্রথম একটি অস্থায়ী ৬০ শয্যার ফিল্ড হাসপাতাল তৈরি হয়েছে চট্টগ্রামে।
৪ বছর আগে