রোগ প্রতিরোধ ক্ষমতা
টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বুধবার বলেছেন, করোনাভাইরাসের টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
তিনি বলেন, ‘টিকা নিলেই যে সংক্রমণ হবে না সেটি ঠিক না।টিকা নিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তাছাড়া এখনও ২য় ডোজ টিকা নেয়া হয়নি।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস পরীক্ষা নিয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে,করোনা কেন বাড়ছে সে উৎপত্তিস্থল আগে বন্ধ করতে হবে। সেজন্য আমরা ব্যবস্থ নিচ্ছি। কোভিড উৎপত্তিস্থল বন্ধ করতে পারলে আক্রান্ত সংখ্যা কমে আসবে।
আরও পড়ুন: বাংলাদেশে করোনার ‘নতুন ধরনের’ ১০ রোগী শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
তিনি আরও বলেন, পর্যটন ও বাইরে বেশি বেড়াতে যাওয়ার জন্যই বেশি রোগী বাড়ছে । তাই পর্যটন এলাকা, বিয়ের অনুষ্ঠান ও ওয়াজ মাহফিল সীমিত করতে হবে।
পর্যটনের জায়গা থেকে করোনার সংক্রমণ বেশি হচ্ছে, তাই সেগুলো সীমিত করার বিষয়েও জোর দেন মন্ত্রী।
আরও পড়ুন: বাংলাদেশ করোনার নতুন ঢেউ দেখতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের
জাহিদ মালেক বলেন, করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে, সেটি যদি আরও বেশি বাড়তে থাকে তাহলে আমাদের ব্যবস্থাপনাও কুলাবে না ।
করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, এমন পরিস্থিতিতে সাধারণ ছুটি বা লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সর্বোচ্চ পর্যায় থেকে এমন কোনো সিদ্ধান্ত হলে জানিয়ে দেবো। এটা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো অর্ডার পাস করে না।
আরও পড়ুন: লকডাউনের কোনো পরিকল্পনা নেই: স্বাস্থ্যমন্ত্রী
৩ বছর আগে
বৃদ্ধদের মাঝে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে অক্সফোর্ডের টিকা
করোনাভাইরাসের টিকা সরবরাহের দৌড়ে অনেক দূর এগিয়ে গেছে ফাইজার-বায়োএনটেক এবং তারপরে মডার্না। এবার আশা করা হচ্ছে সামনের দিনগুলোতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাদের নিজেদের তৈরি টিকার কার্যক্ষমতার তথ্য প্রকাশ করবে।
৩ বছর আগে
করোনায় এখনও বাংলাদেশে মৃত্যুর হার কম, বিস্ময়ে বিশেষজ্ঞরা
দুর্বল স্বাস্থ্য অবকাঠামোর পাশাপাশি ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুর হার অনেক কম।
৪ বছর আগে
করোনাভাইরাস: যে সব খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে
করোনাভাইরাস চীন থেকে শুরু হলেও বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এসময় প্রত্যেকের মানসিক ও শারীরিকভাবে ভালো থাকা অনেক বেশি প্রয়োজন। তাই চলাফেরায় ও খাওয়া-দাওয়ার মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে।
৪ বছর আগে
বাংলাদেশে শীতে করোনা আরও মারাত্মক আকার ধারণ করতে পারে: মত বিশেষজ্ঞদের
করোনাভাইরাসের কার্যকর কোনো টিকা না আসা পর্যন্ত এ মহামারি শেষ হওয়ার সম্ভাবনা কম উল্লেখ করে আগামী শীতকালে বাংলাদেশে এ ভাইরাসটি মারাত্মক আকার ধারণ করতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা।
৪ বছর আগে
করোনা: উদ্বেগ দূর আর রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে পারে যোগব্যায়াম
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বা আর্থিক অসুবিধা নিয়ে কি আপনি দীর্ঘস্থায়ী উদ্বেগ অনুভব করছেন? এই উদ্বেগ-উৎকণ্ঠা কিন্তু মানসিক শক্তি কমিয়ে দেয়ার পাশাপাশি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল করে দিতে পারে। তবে যোগব্যায়ামের মাধ্যমে আপনি নিজের মনকে শান্ত রাখার পাশাপাশি শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারেন। আপনার প্রতিদিনের কর্মতালিকায় যোগব্যায়াম রাখার মাধ্যমে মন এবং শরীরকে শক্তিশালী করে আপনি করানোভাইরাসের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারেন।
৪ বছর আগে
করোনা সংক্রমণ প্রতিরোধে রোগ প্রতিরোধক ভেষজ চা
দেশে প্রতিদিনই শত শত মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। কোভিড-১৯ ভ্যাকসিনগুলোকে লক্ষ্য করে বিশ্বব্যাপী গবেষণার ফলাফল এখনও পাওয়া যায়নি।
৪ বছর আগে
করোনাভাইরাসে বাংলাদেশে মারা যাওয়া অর্ধেকই ৬০+ বয়সী
বাংলাদেশে ষাটোর্ধ্ব বয়সীদের করোনাভাইরাসে আক্রান্তের হার ১০ শতাংশ হলেও এ ভাইরাসে তাদের মারা যাওয়ার হার ৫০ ভাগ।
৪ বছর আগে