চার্টার্ড ফ্লাইট
সুদান থেকে বাকি বাংলাদেশিদের জেদ্দায় ফিরিয়ে আনতে ৪টি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করছে সরকার: শাহরিয়ার আলম
অবশিষ্ট বাংলাদেশি নাগরিকদের সৌদি আরবের জেদ্দায় ফিরিয়ে নিতে বাংলাদেশ নিজস্ব খরচে সুদান থেকে চারটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান, চার্টার্ড ফ্লাইটগুলোর মধ্যে তিনটি আজ (১০ মে) এবং চতুর্থটি আগামীকাল পরিচালিত হবে।
তিনি বলেন, সুদানে অপেক্ষারত বাংলাদেশিদের খাবার সরবরাহের জন্য সরকার প্রয়োজনীয় আর্থিক সহায়তা পাঠিয়েছে।
জেদ্দায় পৌঁছানোর পর যত দ্রুত সম্ভব তারা ঢাকায় ফিরে আসবেন।
মঙ্গলবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ১৩৬ জন বাংলাদেশি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সমন্বিত সহায়তায় সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশের ঢাকা ভ্রমণের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তাদের অভ্যন্তরীণ জরুরি সহায়তা তহবিল ব্যবস্থার মাধ্যমে বিমানের টিকিট দিয়ে সহায়তা করেছে।
দেশে ফেরার পর ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড (তিন হাজার টাকা) ও আইওএম (দুই হাজার টাকা) থেকে তাদের খাবার ও পরবর্তী পরিবহন ভাতা প্রদান করা হয়।
আরও পড়ুন: সুদান থেকে ফেরত আসাদের সম্ভাব্য সব ধরনের আর্থিক সহায়তা দেবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সুদান থেকে জেদ্দা হয়ে ঢাকায় পৌঁছাল ১৩৫ বাংলাদেশি
১ বছর আগে
চীনের উপহারের আরও ১০ লাখ টিকা দেশে পৌঁছেছে
চীনের উপহার হিসেবে পাঠানো ১০ লাখ ডোজ কোভিড টিকা দেশে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান চীন থেকে কোভিড টিকা ও সিরিঞ্জ নিয়ে বিকাল ৬ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, বিমানের চার্টার্ড ফ্লাইট বিজি-৫০৬৫ শুক্রবার চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৫৭টি বাক্সে সিনোফার্মের ১০ লাখ ডোজ কোভিড টিকা ও ৩১৩ টি কার্টনে ৪.১ টন সিরিঞ্জ পরিবহন করা হয়েছে। সাশ্রয়ী খরচে এসব টিকা ও সিরিঞ্জ দেশে পরিবহন করেছে বিমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৪ আগস্ট) সকাল ১০ টায় আরেকটি চার্টার্ড ফ্লাইট কোভিড টিকা পরিবহন করতে ঢাকা থেকে চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। চীন থেকে কোভিড টিকা নিয়ে ফিরতি ফ্লাইটটি (বিজি-৫০৬৭) বাংলাদেশ সময় শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
এর আগে গত ১২ মে বাংলাদেশকে ৫ লাখ টিকা উপহার দেয় চীন। এরপর ১৩ জুন চীনের দ্বিতীয় দফা উপহারের ৬ লাখ টিকা দেশে আসে। শুক্রবার তৃতীয় দফায় এলো ১০ লাখ টিকা। এনিয়ে চীনের উপহার হিসেবে ২১ লাখ টিকা পেলো বাংলাদেশ।
আরও পড়ুন: গোপালগঞ্জে বৃদ্ধাকে ২ বার টিকা দেয়ার অভিযোগ
আগস্টেই আরও এক কোটি ডোজ টিকা আসছে
আমদানি করা টিকার মেয়াদ ছয় মাস নিশ্চিতের পরামর্শ
৩ বছর আগে
শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে টাইগাররা
২১ সদস্যের বাংলাদেশ টেস্ট স্কোয়াড দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য সোমবার (১২ এপ্রিল) শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে রওনা হয়।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট খেলার জন্য পূর্বেই ২১ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের দলের তিন তারকা - বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ থাকছেন না এই সফরে।
আরও পড়ুন: করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন অধিকাংশ ক্রিকেটার
উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিব এবং রাজস্থান রয়্যালসের হয়ে মুস্তাফিজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশগ্রহণের কারণে এই সফরে থাকছেন না।
দেশ ত্যাগের পূর্বে রবিবার সন্ধ্যায় সফরকারী দলের প্রধান খালেদ মাহমুদ সুজন বলেন, শ্রীলঙ্কাকে হারানোর সক্ষমতা বাংলাদেশ ক্রিকেট দলের আছে। এছাড়া, শ্রীলঙ্কা-বাংলাদেশের উইকেট এবং আবহাওয়ার মধ্যে যথেষ্ট সাদৃশ্য থাকাকেও জয়ের সম্ভাবনা হিসেবে দেখছেন সুজন।
আরও পড়ুন:শ্রীলঙ্কা সফর: নতুন ৩ মুখ নিয়ে প্রাথমিক টেস্ট দল ঘোষণা
সুজনের কথায় তাল মিলিয়েই টেস্ট দলের ক্যাপ্টেন মুমিনুল হক রবিবার জানান, সাকিব এবং মুস্তাফিজকে ছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ দুটি জেতার আত্মবিশ্বাস আছে বাংলাদেশ দলের। মিরপুর হোম অব ক্রিকেট শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি পর্ব শেষ করে এভাবেই নিজেদের আত্মবিশ্বাসের কথা জানান দেন টেস্ট অধিনায়ক।
সোমবার বিকালেই শ্রীলঙ্কা পৌঁছাবার পর বাংলাদেশ দলকে তিন দিনের রুম কোয়ারেন্টাইনে থাকার জন্য নিয়ে যাওয়া হবে নেগেম্বোতে। বুধবার (১৪ এপ্রিল) টাইগারদের কোয়ারেন্টাইন শেষে হবে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধের লক্ষ্যে ১৭ এবং ১৮ এপ্রিল নিজেদের মধ্যেই প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। প্রস্তুতি ম্যাচের পরেই ঘোষণা করা হবে মূল টেস্ট দল।
আরও পড়ুন:সাকিব-মুস্তাফিজ ছাড়াও শ্রীলঙ্কায় জিততে পারি: মুমিনুল
২১ এপ্রিল প্রথম টেস্ট ও ২৯ এপ্রিল সিরিজের শেষ টেস্টে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম ও নুরুল হাসান সোহান।
আসন্ন টেস্ট দুটিতে অভিষেক হতে যাওয়া তিনজন পেসার হলেন- শহীদুল ইসলাম, শরিফুল ইসলাম এবং মুকিদুল ইসলাম মুগ্ধ।
৩ বছর আগে
বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে আলোচনা করবে বাংলাদেশ-হাঙ্গেরি
বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের উপায় নিয়ে বৃহস্পতিবার দুদেশ আলোচনা করবে।
৪ বছর আগে
১০ জুন আরও একটি চার্টার্ড ফ্লাইটে নাগরিকদের ফেরাবে অস্ট্রেলিয়া
ঢাকার অস্ট্রেলিয়ান হাই কমিশন তাদের নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে আরও একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে। চার্টার্ড ফ্লাইটটি আগামী ১০ জুন ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
৪ বছর আগে
ঢাকা-রোম রুটে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে বিমান
বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী শুক্রবার ঢাকা-রোম রুটে একটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে।
৪ বছর আগে
১৫ মে মালদ্বীপ থেকে আসছেন আরও বাংলাদেশি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে আগামী ১৫ মে মালদ্বীপ থেকে দেশে ফিরবেন আরও বাংলাদেশি।
রবিবার মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত যতি তারিখ পরিবর্তন হয় তাহলে হাইকমিশনের ফেসবুক পেজে তা জানিয়ে দেয়া হবে।
৪ বছর আগে
যুক্তরাষ্ট্রে আটকেপড়া বাংলাদেশিদের ১৪ বা ১৫ মে ফিরিয়ে আনা হবে
করোনাভাইরাস মহামারির মধ্যে যুক্তরাষ্ট্রে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য ১৪ বা ১৫ মে একটি চার্টার্ড ফ্লাইটের উদ্যোগ নিয়েছে সরকার।
৪ বছর আগে
তুরস্ক থেকে দেশে ফিরলেন ২০ বাংলাদেশি
একটি চার্টার্ড ফ্লাইটে করে মঙ্গলবার ২০ বাংলাদেশিকে তুরস্ক থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
৪ বছর আগে