যশোর হাসপাতাল
মাঙ্কিপক্সের আতঙ্ক: ভারত ফেরত যুবক যশোর হাসপাতালে ভর্তি
মাঙ্কিপক্সের সন্দেহজনক উপসর্গ নিয়ে শুক্রবার ভারত ফেরত এক যুবককে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দাওরা গ্রামের বাসিন্দা আব্বাস আলী (৪২) গত ৩ জুন ভারতে যান।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, শুক্রবার বিকালে তিনি বেনাপোল হয়ে দেশে ফেরেন।
আরও পড়ুন: মহামারির রূপ নিবে না মাঙ্কিপক্স: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
তিনি বলেন, স্ক্রিনিংয়ের সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার শরীরে ফুসকুড়ি দেখে আব্বাসকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
বেনাপোল চেকপোস্ট প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মহসিনা আক্তার রুম্পা বলেন, পরীক্ষা না করে কিছুই বলা যাবে না। তিনি মূলত
চিকেনপক্সে আক্রান্ত। তাকে বিশেষ ব্যবস্থায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখবেন।
আরও পড়ুন: মাঙ্কিপক্স: পোষা প্রাণী থেকে সতর্ক থাকার আহ্বান
এর আগে একজন তুর্কি নাগরিকের মাঙ্কিপক্সের সন্দেহজনক লক্ষণ দেখা যায় তাকে ৭ জুন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে পরীক্ষায় মাঙ্কিপক্স ভাইরাস পাওয়া না গেলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।
২২ মে থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্থল, বিমান ও সমুদ্র বন্দরে নজরদারি জোরদার করার নির্দেশ দেয় সরকার।
২ বছর আগে
ফিল্মের অভাবে চালু হয়নি যশোর হাসপাতালের ‘সিটিস্ক্যান মেশিন’
যশোর জেনারেল হাসপাতালে উন্নতমানের ১২৮ স্লাইসের সিটিস্ক্যান মেশিন রয়েছে। ১৭ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন কুমার ভট্টাচার্য্য।
৪ বছর আগে