রাজমিস্ত্রির মৃত্যু
পেরেক খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু
হাজীগঞ্জে ভবন নির্মাণের সময় পেরেক খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের সর্বতআরা গ্রামের নতুন সর্দার বাড়ির আলী আকবরের দোতলা ভবনে ওই ঘটনা ঘটে।
আরও পড়ুন: জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে দাদা-নাতির মৃত্যু
নিহত মো. আবুল কাশেম মোল্লা (৩৪)। তিনি উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের কোন্দ্রা গ্রামের মোল্লা বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে। তার পাঁচ বছর বয়সের একটি শিশু সন্তান রয়েছে।
তার মৃত্যুর বিষয়টি ইউএনবিকে নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান মজিব।
নিহতের বড় ভাই জসিম মোল্লা জানান, দুই মাস যাবৎ তারা দুই ভাই দোতলা ভবনের কাজ করছিলেন। বিকালে লোহার সাবল দিয়ে ভবনের পেরেক খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসময় গুরুতর আহত হন কাশেম।
অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ এ ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
চাঁদপুরে বৈদ্যুতিক ট্রান্সর্ফমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক আহত!
১ বছর আগে
কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু
সদর উপজেলার হরিনারায়ণপুর বেড় বাড়াদি গ্রামে বৃহস্পতিবার দুপুরে সেপটিক ট্যাংকে পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
৪ বছর আগে